ঋগ্বেদ ০৯।০২০
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ২০
সোম দেবতা। অসিত, অথবা দেবল ঋষি।
১। কবি সোম দেবগণের পানাৰ্থ মেষলোমর মধ্য দিয়া প্রবেশ করিতেছেন, শত্ৰুগণের অভিভবকর সোম সমস্ত স্পর্ধাকারীকে বিনাশ করুন।
২। সেই পবমান সোম স্তোতাগণকে গোযুক্ত সহস্ৰসংখ্যক অন্ন প্রদান করেন।
৩। হে সোম! তুমি আপন মনে সমস্ত ধন প্রদান কর; হে সোম! সেই তুমি আমাদিগকে অন্ন প্রদান কর।
৪। হে সোম! তুমি মহাকীৰ্ত্তি প্রেরণ কর, তুমি হব্যদায়িগণকে ধ্রুব ধন প্রদান কর, তুমি স্তোতাগণকে অন্ন প্রদান কর।
৫। হে সোম! তুমি সুকর্মা, তুমি শোধিত হইয়া রাজার ন্যায় আমাদের স্তুতি স্বীকার কর। তুমি অদ্ভুত ও তুমি বাহক।
৬। সেই সোম বাহক, অন্তরিক্ষে বর্তমান ও দুস্তর হস্তদ্বারা মার্জিত হইয়া পাত্রে অবস্থান করিতেছেন।
৭। হে সোম! তুমি ক্রীড়নশীল ও দানেচ্ছুক, তুমি স্তুতিকারীকে সুবীৰ্য্য দান করিয়া দানের ন্যায় পবিত্রে গমন করিতেছে।