ঋগ্বেদ ০৯।০১৭
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ১৭
সোম দেবতা। অসিত, অথবা দেবল ঋষি।
১। নদীগণ যেরূপ নিম্নপ্রদেশে গমন করে, সেইরূপ শত্রুবিনাশক, শীঘ্রগামী ব্যাপ্ত সোম দ্রোণকলসের অভিমুখে গমন করিতেছেন।
২। অভিযুত সোম, বৃষ্টি যেরূপ পৃথিবীতে পতিত হয়, সেইরূপ ইন্দ্রের প্রীতির জন্য ক্ষরিত হইতেছেন।
৩। অত্যন্ত প্রবৃদ্ধ, মদকর, মদাত্মক সোম, রাক্ষস সকলকে বিনাশ করতঃ দেবাভিলাষী হইয়া পবিত্রে গমন করিতেছেন।
৪। সোম কলসে যাইতেছেন, পবিত্রে সিক্ত হইতেছেন এবং উক্থমন্ত্রদ্বারা বর্ধিত হইতেছেন।
৫। হে সোম! তুমি লোকত্ৰয় অতিক্রম করিয়া উঠিয়া স্বৰ্গকে প্রকাশিত করিতেছ এবং গমনশীল হইয়া সূর্যকে প্রেরিত করিতেছ।
৬। মেধাবিগণ পরিচৰ্যাকারী ও সোমের প্রিয়কারী হইয়া যজ্ঞের মস্তকে সোমের স্তব করিতেছেন।
৭। হে সোম! নেতা মেধাবিগণ অন্নাভিলাষী হইয়া কৰ্ম্মদ্বারা যজ্ঞার্থ সেই তোমাকেই শোধিত করিতেছেন।
৮। হে সোম! তুমি মধুর ধারাভিমূখে প্রবাহিত হও, তীব্র হইয়া অভিষব স্থানে উপবেশন কর এবং মনোহর হইয়া যজ্ঞে পানাৰ্থ উপবেশন কর।