ঋগ্বেদ ০৯।০০৫
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৫
আপ্রী দেবতা। কশ্যপগোত্রোৎপন্ন অসিত, অথবা দেবল ঋষি।
১। সমিদ্ধ, সকলের পতি, অভীষ্টবর্ষী, পবমান(১) সোম শব্দ করিয়াও দেবগণকে প্রীতি করিয়া বিরাজিত হন।
২। জলের পৌত্র পবমান সোম উন্নত প্রদেশে তীক্ষ্ণ হইয়াও অন্তরিক্ষে প্রদীপ্ত হইয়া গমন করেন।
৩। স্তুতিযোগ্য, অভীষ্টদাতা, দীপ্তিমান, পবমান সোম মধুধারার সহিত তেজোবলে বিরাজিত হন।
৪। হরিতবর্ণ সোমদেব যজ্ঞে পূৰ্বাগ্র বহি বিস্তার করতঃ তেজোবলে আগমন করেন।
৫। হিরন্ময়ী দ্বারদেবীগণ পবমান সোমের সহিত স্তুত হইয়া বৃহৎ দিক্ সমূহে উদগমন করেন।
৬। সম্প্রতি পবমান সোম সুরূপা, বৃহতী, মহতী, দর্শনীয়া, দিবা রাত্রিকে কামনা করিতেছেন।
৭। মনুষ্যগণের দর্শক, দেবগণের হোতা, দেবদ্বয়কে আহ্বান করি। পবমান সোম ইন্দ্র(২) এবং অভীষ্টবর্ষী।
৮। ভারতী, সরস্বতী এবং মহতী ইলানামক তিন জন সুরূপা দেবী আমাদের এই সোমযজ্ঞে আগমন করুন।
৯। অগ্রজাত, প্রজাপালক, পুরোগামী ত্বষ্টাকে আহ্বান করি, হরিৎবর্ণ পবমান সোম ইন্দ্র, কামবর্ষী এবং প্রজাপতি।
২০। হে পবমান সোম! হরিৎবর্ণ, হিরণ্যবর্ণ, দীপ্তিমান্, সহস্ৰশাখাবিশিষ্ট বনস্পতিকে মধুধারাদ্বারা সংস্কৃত কর।
১১। হে বিশ্বদেবগণ! বায়ু, বৃহস্পতি, সূৰ্য্য, অগ্নি, এবং ইন্দ্ৰ তোমরা সকলে মিলিত হইয়া সোমের স্বাহা শব্দের নিকট আগমন কর।
————
(১) ক্ষরণশীল।
(২) দীপ্ত।