ঋগ্বেদ ০৮।০৯০
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৯০
ইন্দ্র দেবতা। নৃমেধ ও পুরুমেধ ঋষি।
১। সমস্ত যুদ্ধে আহ্বানযোগ্য ইন্দ্র আমাদের স্তোত্র সেবা করুন, সবন সকল সেবা করুন। তিনি বৃত্ৰহা, তাঁহার মৌৰ্বী অবিনশ্বর, তিনি স্তুতিদ্বারা সম্বোধন যোগ্য।
২। হে ইন্দ্র! তুমি সকলের মুখ্য ধন দাতা, তুমি সত্য, তুমি স্তোতাগণকে ঐশ্বৰ্য্যযুক্ত কর। তুমি বহু ধনবিশিষ্ট এবং বলের পুত্র। তুমি মহান, তোমার যোগ্যধন সম্ভজনা করি।
৩। হে স্তুতিভোগী ইন্দ্র! আমরা তোমার জন্য যে যথার্থভূত স্তোত্র করিতেছি। হে হৰ্য্যশ্ব! তুমি তাহাতে যোজিত হও, তুমি তাহা সেবা কর। হে ইন্দ্র! তোমার জন্য যে স্তোত্র উচ্চারণ করিতেছি, তাহাও সেবা কর।
৪। হে মঘবান ইন্দ্র! তুমি সত্য, তুমি কাহারও নিকট অবনত না হইয়া প্রভূত বৃত্রকে নাশ করিয়াছ। হে ইন্দ্র! তুমি হব্যদাতার অভিমুখে ধন যাহাতে যায়, তাহাসম্যকরূপে কর।
৫। হে বলপতি ইন্দ্র! তুমি উপার্জিত সোমবান হইয়া যশস্বী হইয়াছ, তুমি একাকী অপ্রতিগত এবং পরাজয়ে অশক্য বৃত্রগণকৈ মনুষ্যদিগের রক্ষক বজ্রদ্বারা হনন করিয়াছ।
৬। হে অসুর ইন্দ্র! তুমি প্রকৃষ্ট জ্ঞানবান, তোমারই নিকট পৈত্রিক বিত্তের ভাগের ন্যায় ধন যাচ্ঞা করি। হে ইন্দ্র! তোমার কীর্তির ন্যায় গৃহ দ্যুলোকে প্রকাণ্ড ভাবেঅবস্থিতি করিতেছে। তোমার সুখ সকল আমাদিগকে ব্যাপ্ত করুক।