ঋগ্বেদ ০৮।০৮৯
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৮৯
ইন্দ্র দেবতা। নৃমধে ও পুরূমেধ ঋষি।
১। হে মরুৎগণ! ইন্দ্রের উদ্দেশে পাপবিনাশকারী বৃহৎ গান কর। যজ্ঞ বর্ধক বিশ্বদেবগণ দ্যুতিমান্ ইন্দ্রের উদ্দেশে এই গানদ্বারা দীপ্ত, সৰ্ব্বদা জাগরূক জ্যোতিঃ উৎপন্ন করিয়াছিলেন।
২। স্তোত্ররহিতগণের বিনাশক ইন্দ্র শত্রুকৃত হিংসা দূরীকৃত করিয়াছিলেন। পরে দ্যুতিমান, যশোযুক্ত হইয়াছিলেন। হে বৃহৎ দীপ্তিবিশিষ্ট মরুৎগণযুক্ত ইন্দ্র! দেবগণতোমার সখ্যার্থ তোমায় বরণ করিয়াছিলেন।
৩। হে মরুৎগণ! ইন্দ্র মহান্, তাহার উদ্দেশে স্তোত্র উচ্চারণ কর। বৃত্রহা, শতক্রতু ইন্দ্ৰ শত পর্বশিষ্ট বজ্রের দ্বারা বৃত্রকে বধ করিয়াছিলেন।
৪। হে শত্রুবধার্থ উদ্যুক্ত ইন্দ্র! তোমার অতি প্রভূত অন্ন আছে, তুমি প্রগলভ মনে আমাদিগকে তাহা প্রদান কর। হে ইন্দ্র! আমাদের মাতৃভূত জলসমূহ বেগে ভূমি অভিমুখে ধাবমান হউক, জলাবরক শত্রুকে বিনাশ কর, স্বর্গ জয় কর।
৫। হে অপূৰ্ব্ব মঘবান ইন্দ্র! তুমি বৃত্র হননার্থ যখন প্রাদুর্ভূত হইয়াছ, তখন পৃথিবীকে দৃঢ় করিয়াছ এবং দ্যুলোককে নিরুদ্ধ করিয়াছ।
৬। তখন তোমার জন্য যজ্ঞ উৎপন্ন হইয়াছে, হাস্যকর অর্চনামন্ত্র উৎপন্ন হইয়াছে, তখন তুমি সমস্ত জাত এবং জনিতব্য বিশ্বকে অভিভূত করিয়াছ
৭। হে ইন্দ্র! তুমি অপক্ক গোসমূহে পক্ক দুগ্ধ প্রেরণ করিয়াছ, দ্যুলোকে সূৰ্য্যকে আরোহণ করাইয়াছ। সামদ্বারা প্রবর্গের ন্যায় শোভন স্তুতিদ্বারা ইন্দ্রকে তীক্ষ্ণ কর।স্তুতিভোগী ইন্দ্রের জন্য প্রীতিকর বৃহৎ সাম গান কর।