ঋগ্বেদ ০৮।০৫৭
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৫৭
অশ্বিদ্বয় দেবতা।
১। হে নাসত্যদ্বয়। তোমরা পূর্বকালে নিৰ্ম্মিত রথের সাহায্যে যজ্ঞে আগমন কর। তোমরা যজনীয় ও দেবতা; তোমরা নিজ কৰ্ম্মবলে তৃতীয় সবন পান কর।
২। দেবগণের সংখ্যা ত্রয়স্ত্রিংশ(১), তাঁহারা সত্য, তাঁহারা যজ্ঞের সন্মুখে দৃষ্ট হন। হে দীপ্তিমান অগ্নিবিশিষ্ট অশ্বিদ্বয়! তোমরা আমার, এই সোম যজ্ঞে উপস্থিত হইয়া পান কর।
৩। হে অশ্বিদ্বয়! তোমরা দ্যুলোক, ভূলোক ও অন্তরিক্ষলোকের অভীষ্টবৰ্ষী, তোমাদের উদ্দেশে স্তুতি করিয়াছি। যাহারা সহস্র স্তুতি করে, যাহার গোযাগে প্রবৃত্ত হয়, পানাৰ্থ তাহাদের সকলের নিকট উপস্থিত হও।
৪। হে নাসত্যদ্বয়! এই তোমাদের ভাগ নিহিত হইয়াছে, এই তোমাদের স্তুতি, তোমরা আগমন কর, আমাদের জন্য মধুমান সোম পান কর, হব্যদায়ীকে কর্মদ্বারা রক্ষা কর।
————
(১) ৩৩ জন দেবের উল্লেখ।