ঋগ্বেদ ০৮।০৫৬
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৫৬
অগ্নি দেবতা।
১। হে দস্যুগণের বৃকস্বরূপ! তোমার অক্ষীণ ধন দর্শিত হইয়াছে, তোমার সেনা দ্যুলোকের ন্যায় বিস্তৃত।
২। তুমি দস্যুর বৃকস্বরূপ, তোমার নিত্যধন হইতে আমাকে দশসহস্র প্রদান কর।
৩। আমাকে একশত গর্দভ, একশত মেষী(১) এবং একশত দাস প্রদান কর।
৪। অশ্বযূথের ন্যায় সেই প্রকাশ্য ধন শুদ্ধপ্রজ্ঞ ব্যক্তির উদ্দেশে তাঁহাদের নিকট গমন করে।
৫। অগ্নি জ্ঞাত হইয়াছেন, তিনি জ্ঞানবান, সুন্দর রথবিশিষ্ট এবং হব্যবাহী। তিনি শুভ্র কিরণে গমনশীল ও বৃহৎ হইয়া শোভা পাইতেছেন, স্বৰ্গে সূর্যও শোভা পাইতেছেন।
————
(১) মূলে ঊর্ণাবতী আছে, অর্থ মেষী। পশুর সহিত দাসগণকেও দান করা প্রথা ছিল, তাহা ঋগ্বেদের অনেক স্থলে দেখিতে পাওয়া যায়। “ One hundred Slaves.” –Muir’s Sanscrit Texts (1884), Vol. v., p. 461.