ঋগ্বেদ ০৮।০৩৮
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৩৮
ইন্দ্র ও অগ্নি দেবতা। শ্যাবাশ্ব ঋষি।
১। হে ইন্দ্র ও অগ্নি! তোমরা বিশুদ্ধ এবং ঋত্বিক। যুদ্ধে এবং কৰ্ম্মে আমাকে অবগত হও।
২। হে ইন্দ্র ও অগ্নি! তোমরা শত্রুহিংসাকারী, রথে গমনশীল, বৃত্রহন্তা এবং অপরাজিত। তোমরা আমাকে অবগত হও।
৩। হে ইন্দ্র ও অগ্নি! যজ্ঞীর নেতাগণ তমদের ইদ্দেশ্যে প্রস্তর দ্বারা এই মদকর মধু দোহন করিয়াছেন। তমরা আমাকে অবগত হও।
৪। হে একত্রে স্তুতিযোগ্য, নেতা ইন্দ্র ও অগ্নি! যজ্ঞ সেবা কর, যজ্ঞার্থে অভিযুত সোমের অভিমুখে আগমন কর।
৫। হে ইন্দ্র ও অগ্নি! তোমরা নেতা, তোমরা যাহার দ্বারা হব্য বহন কর, সেই এই সবন সেবা কর, আগমন কর।
৬। হে নেতা ইন্দ্র ও অগ্নি! তোমরা গায়ত্রমাৰ্গবিশিষ্ট এই সুস্তুতি সেবা কর, আগমন কর।
৭। হে ধনজেতা ইন্দ্র ও অগ্নি! তোমরা প্ৰাতঃকালে মিলিত দেবগণের সহিত সোমপানার্থে আগমন কর।
৮। হে ইন্দ্র ও অগ্নি! তোমরা সোমাভিষবকারী শ্যাবাশ্বের ঋত্বিকগণের আহ্বান সোমপানার্থে শ্রবণ কর।
৯। হে ইন্দ্র ও অগ্নি! প্রাজ্ঞগণ যেরূপে তোমাদিগকে আহ্বান করিয়াছে, সেই রূপে আমি রক্ষার্থ ও সোমপানার্থ তোমাদিগকে আহ্বান করি।
১০। যাঁহাদের ইদ্দেশ্যে সাম গান করা হয়, আমি সেই স্তুতিমান ইন্দ্র ও অগ্নির নিকট রক্ষা প্রার্থনা করি।