ঋগ্বেদ ০৮।০২৯
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ২৯
বিশ্বদেবগণ দেবতা। মরীচির পুত্র কশ্যপ, অথবা বৈবস্বত মনু ঋষি।
১। বভ্রুবৰ্ণ, সৰ্ব্বত্রগামী, রাত্রিসমূহের নেতা, যুবা ও একাকী সোমদেব হিরন্ময় আভরণ প্রকাশ করেন।
২। দেবগণের মধ্যে দীপ্যমান, মেধাবী, একমাত্র অগ্নি স্বস্থান প্ৰাপ্ত হয়েন।
৩। দেবগণের মধ্যে নিশ্চল স্থানে বর্তমান ত্বষ্টা লৌহময় কুঠার হস্তে ধারণ করিতেছেন।
৪। ইন্দ্র একাকী হস্তনিহিত বজ্রধারণ করিতেছেন, বৃত্র সকল নাশ করিতেছেন।
৫। সুখকর, ঔষধনিশিষ্ট, শুচি ও উগ্র রুদ্র হস্তে তীক্ষ্ণ আয়ুধ ধারণ করিতেছেন।
৬। একজন পূষা পথ রক্ষা করেন, তিনি তস্করের ন্যায় ধন সকল অবগত আছেন।
৭। একজন বিষ্ণু বহুলোকের স্তুতিযোগ্য, তিনি তিন পদ ক্ষেপ করিয়াছেন, এই পদসমূহে দেবগণ হৃষ্ট হয়েন।
৮। দুইজন অশ্বিদ্বয় এক স্ত্রীর সহিত নিবাসী পুরুষদ্বয়ের ন্যায় বাস করেন ও অশ্বদ্বারা সঞ্চারণ করেন।
৯, ১০। পরস্পর উপমেয়ভূত দুই জন মিত্র ও বরুণ অত্যন্ত দীপ্তিশালী ও ঘৃতরূপ হব্যবিশিষ্ট। তাঁহারা দ্যুলোকের স্থান নিৰ্ম্মাণ করেন। স্তোতাগণ মহাসাম্যমন্ত্র উচ্চারণ করেন এবং সেই মন্ত্রদ্বারা সূৰ্য্যকে দীপ্ত করেন।