ঋগ্বেদ ০৭।০৯৮
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৯৮
ইন্দ্র ও বৃহস্পতি দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। হে অধ্বর্য্যুগণ! মনুষ্যগণের মধ্যে শ্ৰেষ্ঠ ইন্দ্রের জন্য দীপ্তিমান অভিযুত সোম পান কর; ইন্দ্র গৌরমৃগ অপেক্ষাও শীঘ্র দূরস্থিত পাতব্য সোম অবগত হইয়া সোমাভিষবকারী যজমানকে অন্বেষণ করতঃ সর্বদাই আগমন করেন।
২। হে ইন্দ্র! পূৰ্ব্বকালে যে চারু অন্ন ধারণ করিতে, এখনও প্রত্যহ সেই সোমপানের কামনা কর। হৃদয় ও মনে আমাদিগকে কামনা করতঃ হে ইন্দ্র! সম্মুখে আনীত সোম পান কর।
৩। হে ইন্দ্র! তুমি জন্ম গ্রহণ করিয়াই বলের জন্য সোম পান করিয়াছিলে। মাতা তোমার মহিমা বলিয়াছেন। তুমি বিস্তীর্ণ অন্তরিক্ষ পূর্ণ করিয়াছ, এবং দুগ্ধার্থ স্তোতৃগণের জন্যই উৎপাদন করিয়াছ।
৪। হে ইন্দ্র! যখন প্রভূত ও অভিমানবিশিষ্ট শত্রুদিগের সহিত আমাদিগকে যুদ্ধ করাইবে, তখন হিংসকগণকে হস্তদ্বারাই অভিভব করিব। যদি তুমি মরুৎগণের সহিত নিজেই যুদ্ধ কর, তবে সুন্দর অন্নের হেতুভূত সেই সংগ্ৰাম তোমার সাহায্যে জয় করিব।
৫। আমি ইন্দ্রের পুরাতন কৰ্ম্ম সকল কীৰ্ত্তন করিব, মঘবা নুতন যাহা করিয়াছেন তাহাও কীর্তন করিব,
যেহেতু তিনি অদেবী মায়া অভিভব করিয়াছেন, অতএব সোম কেবলমাত্র ইন্দ্রেরই হইয়াছে।
৬। হে ইন্দ্র! পশু হিতকর এই যে বিশ্ব, চারিদিকে অবস্থিত এবং সূর্য্যের তেজে যাহা দেখিতেছ এ সমস্তই তোমার। তুমি একাকী সমস্ত গোসমূহের পতি। তোমার প্রদত্ত ধন ভোগ করিব।
৭। হে বৃহস্পতি! তুমি ও ইন্দ্র উভয়ে পার্থিব ও স্বর্গীয়গণের ঈশ্বর তোমরা দুজনে স্তুতিকারী স্তোতার উদ্দেশে ধন দান কর। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।