ঋগ্বেদ ০৭।০৯১
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৯১
বায়ু দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। পূর্বকালে যে প্রবৃদ্ধ স্তোতাগণ, বহুভাক স্তোত্রদ্বারা অনিন্দনীয় হইয়াছিলেন, তাঁহারা বিপদগ্রস্ত মনুষ্যগণের উদ্ধারার্থ বায়ুর উদ্দেশে সূৰ্য্যের সহিত ঊষাকে একত্র বাস করাইয়াছেন।
২। হে ইন্দ্র ও বায়ু! তোমরা কাময়মান দূত ও রক্ষক। তোমরা হিংসা করিও না, মাস এবং বহুবৎসর ব্যাপিয়া রক্ষা কর। সুন্দর স্তুতি তোমাদের নিকট গমন করতঃ সুখ যাচঞা করিতেছে এবং প্রশস্য সুপ্ৰাপ্য ধন যাচঞা করিতেছে।
৩। সুমেধা এবং নিযুতগণের আশ্রয়ণীয় শ্বেতবর্ণ বায়ু প্রভূত অন্নবিশিষ্ট এবং ধনবৃদ্ধ ব্যক্তিগণকে সেবা করেন। তাহারাও সমানমনস্ক হইয়া বায়ুর উদ্দেশে যজ্ঞ করিবার জন্য বিবিধ প্রকারে অবস্থান করিয়াছিলেন, সেই নেতাগণ সুন্দর অপত্যের হেতুভূত কাৰ্য্য করিয়াছিলেন।
৪। যাবৎ তোমাদের শরীরের বেগ থাকে, যাবৎ বল থাকে, যাবৎ নেতৃগণ জ্ঞানবলে দীপ্যমান থাকেন, তাবৎ হে বিশুদ্ধ সোমপায়ী ইন্দ্র ও বায়ু! তোমরা আমাদের বিশুদ্ধ সোম পান কর, এই বহিঁতে উপবেশন কর।
৫। হে ইন্দ্র ও বায়ু! তোমরা স্পৃহণীয় স্তোতৃবিশিষ্ট এবং নিযুৎগণকে এক রথে সংযুক্ত কর। তোমরা অভিমুখে আগমন কর। এই মধুর সোমের অগ্র তোমাদের জন্য আনীত হইয়াছে। অনন্তর তোমরা প্রীত হইয়া আমাদিগকে বিমুক্ত কর।
৬। হে ইন্দ্র ও বায়ু! মে নিযুৎগণ শতসংখ্যক হইয়া তোমাদিগকে সেবা করে, সকলের বরণীয় যে নিযুৎগণ সহস্র সংখ্যক হইয়া সেবা করে, সেই শোভন ধনপ্রদ নিযুৎগণের সহিত অভিমুখে আগমন কর। হে নেতৃদ্বয়! উত্তরবেদির প্রতি নীত মধুর সোম পান কর।
৭। অশ্বের ন্যায় হব্যবাহী অন্নপ্রার্থী, বলেচ্ছু বসিষ্ঠগণ উত্তম রক্ষার নিমিত্ত উত্তম স্তুতিদ্বারা আহ্বান করিতেছে। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।