ঋগ্বেদ ০৭।০৭৮
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৭৮
ঊষা দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। প্রথম কেতু সকল দৃষ্ট হইতেছে। উহার ব্যঞ্জক রশ্মি সকল উৰ্দ্ধমুখ হইয়া সর্বত্র আশ্রয় করিতেছে। হে ঊষা দেবি! আমাদের অভিমুখে আগত, বৃহৎ, জ্যোতিষ্মান রথদ্বারা আমাদের জন্য রমণীয় ধন বহন কর।
২। অগ্নি সমিদ্ধ হইয়া সৰ্ব্বত্র বৰ্দ্ধিত হইতেছেন; মেধাবিগণ স্তুতিদ্বারা ঊষাকে স্তব করত বৃদ্ধ হইতেছেন। ঊষাদেবীও জ্যোতিদ্বারা সমস্ত অন্ধকার ও দুরিত বাধা দান করতঃ গমন করিতেছেন।
৩। এই সেই সকল প্রভাতকারিণী জ্যোতিঃপ্রদায়িনী ঊষা পূৰ্বদিকে দৃষ্ট হইতেছেন। তাঁহারা সূর্য্য, অগ্নি ও যজ্ঞকে প্রাদুর্ভূত করিলেন, তাহাতে নীচগামী অপ্রিয়তম অপগত হইল।
৪। দ্যুলোকের দুহিতা ধনবতী ঊষা জাত হইয়াছেন, সকলে প্রভাতকারিণী ঊষাকে দেখিতেছে। তিনি অন্নযুক্ত রথে আরোহণ করিয়াছেন, সুযুক্ত অশ্ব এই রথ বহন করতেছে।
৫। হে ঊষা! আমরা ও আমাদের সুমনা ও ধনবান লোক সকল অদ্য তোমাকে প্রতিবোধিত করিতেছি। হে ঊষাগণ! তোমরা প্রভাতকারিণী হইয়া জগৎ স্নিগ্ধ কর। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।