ঋগ্বেদ ০৭।০৭৭
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৭৭
ঊষা দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। যুবতী যোষার ন্যায় ঊষা সমস্ত জীবগণকে সঞ্চারার্থ প্রেরণ করতঃ সূৰ্য্যের সমীপেই দীপ্তি পাইতেছেন। অগ্নি মনুষ্যদিগের জন্য ইন্ধন যোগ্য হইয়াছেন এবং অন্ধকার নাশক জ্যোতিঃ প্রকাশ করিতেছেন।
২। সমস্ত জগতের অভিমুখী, সৰ্ব্বত্র প্রথিত ঊষা উদিত হইলেন, তেজোময় বসন ধারণ করতঃ বর্দ্ধিত হইলেন। হিরণ্যবর্ণ, দর্শনীয় ও তেজোবিশিষ্ট বাক্যসমূহের মাতা, দিবসসমূহের নেত্রী ঊষা শোভা পাইতেছেন।
৩। দেবগণের চক্ষুঃ স্থানীয় তেজ বহন করতঃ সুভগা ও স্বকীয় কিরণে প্রকাশিতা, বিচিত্র ধনবিশিষ্টা ও জগৎ সম্বন্ধে প্রভূতা ঊষা সুদৰ্শন অশ্বকে শ্বেতবর্ণ করতঃ দৃষ্ট হইতেছেন।
৪। হে ঊষা! তুমি সমীপে বিচিত্র ধনবিশিষ্টা হইয়া অ্মিত্রকে দূর করিয়া প্রভাত হও, আমাদের বিস্তীর্ণ গো প্রচরণ ভূমিকে ভয়শূন্য কর, দ্বেষকারিগণকে পৃথক কর, শত্রুগণের ধন আহরণ কর। হে ধনবতি! স্তুতিকারীর নিকট ধন প্রেরণ কর।
৫। হে ঊষা দেবি! আমাদের আয়ু বৰ্দ্ধিত করতঃ শ্ৰেষ্ঠ রশ্মিসহিত আমাদের নিমিত্ত প্রকাশিত হও। হে সকলের বরণীয়া! আমাদের উদ্দেশে গোযুক্ত, অশ্বযুক্ত ধন ধারণ করত: প্রকাশিত হও।
৬। হে দ্যুলোকের দুহিতা সুজাতা ঊষা! বসিষ্ঠগণ স্তুতিদ্বারা তোমাকে বর্দ্ধিত করে, তুমি আমাদিগকে রমণীয় মহৎ ধন দান কর। তোমরা সৰ্ব্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।