ঋগ্বেদ ০৭।০৭৫
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৭৫
ঊষা দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। ঊষা অন্তরিক্ষে প্ৰাদুর্ভূত হইয়া প্রকাশ করিয়াছেন। তিনি তেজোবলে আপনার মহিমা আবিষ্কৃত করতঃ আগমন করিলেন, অপ্ৰিয় শত্রু ও অন্ধকারকে দূরীকৃত করিলেন, সৰ্ব্বাপেক্ষা গন্তব্য পথ প্রকাশ করিলেন।
২1 অদ্য আমাদের মহা সুখলাভের জন্য প্রবৃদ্ধ হও! হে ঊষা! মহাসৌভাগ্য প্রদান কর, বিচিত্র যশোযুক্ত ধন আমাদের নিমিত্ত ধারণ কর। হে মনুষ্য হিতকারিণী দেবি! মৰ্ত্ত্যগণকে অন্নবান পুত্র প্রদান কর।
৩। দর্শনীয় ঊষার এই সকল প্রবৃদ্ধ, বিচিত্র, অনশ্বর রশ্মি দেবগণের ব্রত উৎপাদন করতঃ অন্তরিক্ষ সকল পূর্ণ করতঃ আগমন করিতেছে ও বিবিধ প্রকারে গমন করিতেছে।
৪। এই সেই দ্যুলোকের দুহিতা, ভুবনের পালয়িত্রী, ঊষা প্ৰাণিগণের প্রজ্ঞানসমূহ অভিদর্শন করিয়া দূর হইতেও উদ্যোগকরত পঞ্চশ্রেণীর নিকট সদ্য গমন করিতেছেন।
৫। অন্নবতী, সূৰ্য্যগৃহিণী, বিচিত্র ধনবতী, ধন ও বসুর ঈশ্বরী হইয়াছেন। ঋষিগণের স্তোতা, জরাদায়িনী ধন্যবতী ঊষা যজমান কর্তৃক স্তূয়মান হষ্টয়া প্রভাত করিতেছেন।
৬। দীপ্তিমতী ঊষাকে যাহারা বহন করে, সেই উজ্জ্বল বিচিত্র অশ্বসমূহ দৃষ্ট হইতেছে। সেই ঊষা দীপ্তিমতী হইয়া বহুরূপ রথে গমন করিতেছেন ও পরিচর্য্যাকারী মনুষ্যকে রত্নদান করিতেছেন।
৭। সত্যা, মহতী, যজনীয়া, ঊষাদেবী সত্য, মহান ও যজনীয় দেবগণের সহিত অত্যন্ত স্থির অন্ধকার ভেদ করিতেছেন, গো সকলের সঞ্চারার্থ আলোক প্রদান করিতেছেন, গো সকল ঊষাকে কামনা করিতেছেন।
৮। হে ঊষা! আমাদিগকে গোবিশিষ্ট, বীরবিশিষ্ট, অশ্ববিশিষ্ট ধন প্রদান কর, আমাদিগকে বহু অন্ন প্রদান কর, পুরুষগণের মধ্যে আমাদের যজ্ঞ নিন্দিত করিও না। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।