ঋগ্বেদ ০৭।০৬২
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৬২
মিত্র ও বরুণ দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। সূৰ্য্য উর্ধমুখে মহৎ ও বহু তেজঃ আশ্রয় করেন এবং মনুষ্যগণের সমস্ত ব্যক্তিকে আশ্রয় করেন। তিনি দিবসে দ্যুতিমান হইয়া একরূপেই দৃষ্ট হন। তিনি কৰ্ত্তা এবং কৃত, এবং কৰ্ত্তাদ্বারা সুকৃত হইয়াছেন।
২। হে সূৰ্য্য! তুমি প্রত্যেকের সম্মুখে এই স্তোত্র প্রযুক্ত এবং হরিতবর্ণ, গমনশীল অশ্বযোগে উৰ্দ্ধমুখে গমন কর। তুমি, মিত্র, বরুণ, অৰ্য্যমা ও অগ্নির নিকট আমাদিগকে নিরপরাধ বলিয়া উল্লেখ কর।
৩। দুঃখ প্রতিরোধক, সত্যবান বরুণ, মিত্র ও অগ্নি আমাদিগকে সহস্র ধন দান করুন। তাঁহারা আহ্লাদকর; আমাদিগকে স্তুত্য ও অর্চনীয় বস্তু দান করুন। আমাদের কর্তৃক স্তূয়মান হইয়া আমাদের অভিলাষ পূর্ণ করুন।
৪। হে দ্যাবাপৃথিবী! হে অদিতি! হে সুদৰ্শন! আমাদিগকে রক্ষা কর। আমরা সুজন্মা, তোমাদিগকে অবগত হইয়াছি। আমরা যেন বরুণের, বায়ুর এবং স্তুতিকারীর প্ৰিয়তম মিত্রের ক্ৰোধে পতিত না হই।
৫। হে মিত্র ও বরুণ! বাহু প্রসারিত কর। আমাদের জীবনার্থ আমাদের গোপ্রচরণ স্থান জলদ্বারা সিক্ত কর, মনুষ্যসমূহ মধ্যে আমাদিগকে বিখ্যাত কর। তোমরা নিত্য তরুণ, আমাদের এই আহ্বান শ্রবণ কর।
৬। হে মিত্র, বরুণ ও অর্য্যমা! আমাদের নিজের ও পুত্রের জন্য ধন প্রদান করুন। সমস্তই আমাদের সুগম ও সুপথ হউক। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।