ঋগ্বেদ ০৭।০৫৪

ঋগ্বেদ ০৭।০৫৪
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৫৪

বাস্তোষ্পতি দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। হে বাস্তোষ্পতে! (১) তুমি আমাদিগকে প্রবোধিত কর; আমাদিগের নিবাস নীরোগ কর; আমরা যে ধন যাচঞা করি তাহা প্রদান কর; এবং আমাদিগের পুত্র পৌত্ৰাদি দ্বিপদ জনের ও গবাশ্বাদি চতুষ্পদবর্গের সুখকর হও।

২। হে বাস্তোষ্পতে! তুমি আমাদিগের ও আমাদিগের ধনের বর্ধয়িতা হও। তুমি সখা হইলে আমরা গাভী ও অশ্বযুক্ত ও জরারহিত হইব। পিতা যেরূপ পুত্ৰদিগকে পালন করে, তুমি আমাদিগকে সেইরূপ পালন কর।

৩। হে বাস্তোষ্পতে! আমরা যেন তোমার সুখকর, রমণীয় ও ধানযুক্ত স্থান প্ৰাপ্ত হই। তুমি আমাদিগের প্রাপ্ত ও অপ্রাপ্ত বরণীয় ধন রক্ষা কর ও আমাদিগকে কল্যাণের সহিত সৰ্ব্বদা পালন কর।

———–

(১) বাস্তোষ্পতি গৃহের পালয়িতা দেবতা। ইনি সরমার কুলোদ্ভব, সেই জন্য পরে সারমেয় নামে অভিহিত হইয়াছেন।