ঋগ্বেদ ০৭।০৫৩
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৫৩
দ্যাবাপৃথিবী দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। যে মহতী ও দেবগণের জনয়িত্রী দ্যাবাপৃথিবীকে পূৰ্ব্বতন স্তোতাগণ স্তুতি করতঃ পুরোভাগে স্থাপন করিয়াছিলেন, আমি সেই যজনীয়া ও মহতী দ্যাবাপৃথিবীকে ঋতিকগণের সম্বাধযুক্ত হইয়া যজ্ঞ ও নমস্কারের সহিত স্তুতি করি।
২। হে স্তোতাগণ! তোমরা নব্য স্তুতিদ্বারা পূৰ্বপ্রজাতা এবং বিশ্বের পিতৃমাতৃভূত দ্যাবাপৃথিবীকে যজ্ঞস্থলের পুরোভাগে সংস্থাপিত কর। হে দ্যাবাপৃথিবী! তোমাদিগের মহৎ ও বরণীয় ধন দানার্থ দেবগণের সহিত আমাদিগের নিকট আগমন কর।
৩। হে দ্যাবাপৃথিবী! তোমাদিগের দাসে দেয় বহু রমণীয় ধন আছে, তন্মধ্যে যাহা অক্ষয় তাহাই আমাদিগকে প্রদান কর। হে দ্যাবাপৃথিবী! তোমরা সর্বদা আমাদিগকে কল্যাণের সহিত পালন কর।