ঋগ্বেদ ০৭।০৫০

ঋগ্বেদ ০৭।০৫০(১)
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৫০(১)

প্রথম ঋকের মিত্র ও বরুণ দেবতা; দ্বিতীয়ের অগ্নি দেবতা; তৃতীয়ের বৈশ্বানর; চতুর্থের নদী দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। হে মিত্র ও বরুণ! তোমরা এখানে আমাদিগকে রক্ষা কর। কুলায়কারী ও সর্বদা বৰ্দ্ধমান বিষ আমাদের অভিমুখে যেন না আসে, অজকানামক রোগবিশিষ্ট দুর্দৰ্শন বিষ বিনষ্ট হউক। ছদ্মগামী সৰ্প পদশব্দের দ্বারা যেন আমাকে জানিতে না পারে।

২। যে বন্দন নামক বিষ নানা জন্মে বৃক্ষাদির পর্বস্থানে উদ্ভূত হয়, যে বিষ জানু ও গুলফ স্ফীতঃকরে, দীপ্তিমান অগ্নিদেব, এই ব্যক্তির নিকট হইতে সে বিষ দূরীকৃত করুন। ছদ্মগামী সর্প পদশব্দের দ্বারা যেন আমাকে জানিতে না পারে।

৩। যে বিষ শাল্মলীতে উৎপন্ন হয়, যাহা নদীজলে ওষধি হইতে উৎপন্ন হয়, বিশ্বদেবগণ সেই বিষ আমাদিগের নিকট হইতে দূর করিয়া দেন। ছদ্মগামী সৰ্প যেন পদশব্দের দ্বারা আমাকে জানিতে না পারে।

৪। যে নদীগণ প্রবল দেশে গমন করে, যাহারা নিম্নদেশে গমন করে, যাহারা উন্নত দেশে গমন করে, যে নদী সকল উদকবিশিষ্ট ও যাহারা অনুদক জলদ্বারা জগৎ আপ্যায়িত করে, সেই দ্যুতিমান নদী সকল আমাদের শ্ৰীপদ রাগ নিবারণ করিয়া কল্যাণকর হউক। আরও সেই নদী সকল অহিংসাপ্রদ হউক।

———–

(১) সূক্তটি “ওঝার মন্ত্র” স্বরূপ। প্রথম ও দ্বিতীয় মন্ডলের শেষ সূক্তগুলি দেখ।