ঋগ্বেদ ০৭।০৩৭

ঋগ্বেদ ০৭।০৩৭
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল  সূক্ত ০৩৭

বিশ্বদেবগণ দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। হে ঋভুক্ষা বাজগণ! বহনশীল ও প্রশংসাযোগ্য ও হিংসারহিত রথ তোমাদিগকে বহন করুক। হে সুন্দর হনুবিশিষ্ট ঋভুগণ! যজ্ঞে আনন্দার্থ ত্ৰিপৃষ্ঠ(১) মহান সোমরসদ্বারা তোমাদের উদর পূর্ণ কর।

২। হে স্বৰ্গদর্শী ঋভুগণ! তোমরা হব্যবিশিষ্ট লোকদিগের নিমিত্ত হিংসারহিত রত্ন ধারণ কর। অনন্তর বলবান হইয়া যজ্ঞে পান কর ও অনুগ্রহ দ্বারা বিশেষরূপে আমাদিগকে ধন দান কর।

৩। হে মঘবন ইন্দ্র! তুমি মহৎ ধন ও অল্প ধনের দানকালে ধন সেবা কর। তোমার উভয় বাহু ধনে পূর্ণ। তোমার বাক্যে ধনলাভে প্রতিবন্ধকতা করে না।

৪। হে ইন্দ্র! তুমি অসাধারণ, কীৰ্ত্তিমান, ঋভুক্ষা ও সাধু; তুমি অন্যের ন্যায় স্তোতার গৃহে আগমন কর। হে হরিবান! অদ্য আমরা বসিষ্ঠগণ তোমার জন্য হব্য প্রদান করিয়া স্তোত্র করিতে থাকিব।

৫। হে হর্য্যশ্ব। তুমি যেহেতু আমাদের স্তুতিদ্বারা ব্যাপ্ত হইতেছে, অতএব তুমি হব্যাদায়ী যজমানের দেয় ধনদ্বারা দাতা। হে ইন্দ্র! তুমি কবে আমাদিগকে ধন প্রদান করিবে? অদ্য তোমার যোগ্য রক্ষাকাৰ্য্যদ্বারা আমরা প্রতিপালিত হইব।

৬। হে ইন্দ্র! আমরা তোমার স্তোতা, তুমি কবে আমাদিগের বাক্য অবগত হইবে? তুমি আমাদিগকে এক্ষণে নিবাস প্রদান করিতেছ। বলবান ও বেগবান অশ্ব আমাদিগের স্তুতি প্রযুক্ত যেন বীরপুত্রবিশিষ্ট ধন ও অন্ন আমাদের গৃহে বহন করিয়া আনেন।

৭। দ্যুতিমতি, নিঋতি যে ইন্দ্রকে অধিপতি করিবার জন্য ব্যাপ্ত করে, সুন্দর অন্নবিশিষ্ট বৎসর সকল যে ইন্দ্রকে ব্যাপ্ত করে, মর্ত্ত্য স্তোতাগণ যে ইন্দ্রকে আপনার বাটীতে লইয়া যায়,ত্ৰিলোকধারী সেই ইন্দ্র, অন্ন জীর্ণকারী বন প্ৰাপ্ত হইতেছে।

৮। হে দেব সেবিতা! তোমার নিকট হইতে প্রশংসাযোগ্য ধন আমাদের নিকট আগমন করুক। পর্জন্যদেব ধনদান করিলে ধন আমাদের নিকট আগমন করুক। সকলের পালক স্বর্গীয় ইন্দ্র সর্বদা আমাদের সেবা করুন। হে দেবগণ!  তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।

————-

(১) ক্ষীর, দধি ও সক্তু মিশ্রিত। সায়ণ।