ঋগ্বেদ ০৭।০৩৫

ঋগ্বেদ ০৭।০৩৫(১)
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল  সূক্ত ০৩৫(১)

বিশ্বদেবগণ দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। হে ইন্দ্র ও অগ্নি! রক্ষাদ্বারা আমাদিগের শান্তিপ্রদ হও। হে ইন্দ্র ও বরুণ! যজমান হব্য প্রদান করিয়াছে, তোমরা আমাদের শান্তিপ্রদ হও। ইন্দ্র ও সোম আমাদিগের শান্তি ও কল্যাণপ্রদ হউন। ইন্দ্র ও পূষা আমাদের শান্তি ও সুখপ্রদ হউন।

২। ভগ আমাদের শান্তিপ্রদ হউন। নরাশংস আমাদের শান্তিপ্রদ হউন। পুরন্ধি আমাদের শান্তিপ্রদ হউন। ধন সকল আমাদের শান্তিপ্রদ হউন। উত্তম যমযুক্ত সত্যের বচন আমাদের শান্তিপ্রদ হউন। বহুবার প্রাদুর্ভূত অর্য্যমা আমাদের শান্তিপ্রদ হউন।

৩। ধাতা আমাদের শান্তিপ্রদ হউন। ধর্তা বরুণ আমাদের শান্তিপ্রদ হউন। বিবৰ্ত্তগমনা পৃথিবী অন্নের সহিত আমাদের শান্তিপ্রদ হউন। মহতী দ্যাবাপৃথিবী আমাদের শান্তিপ্রদা হউন। পর্বতগণ আমাদের শান্তিপ্রদ হউন। দেবগণের উৎকৃষ্ট স্তুতি সকল আমাদের শান্তিপ্রদ হউন।

৪। জ্যোতির্মুখ অগ্নি আমাদের শান্তিপ্রদ হউন। মিত্র ও বরুণ আমাদের শান্তিপ্রদ হউন। অশ্বিদ্বয় আমাদিগের শান্তিপ্রদ হউন। পুণ্যকারিদিগের পুণ্যকৰ্ম্ম আমাদের শান্তিপ্রদ হউন। গমনশীল বায়ুও আমাদের শান্তির জন্য বহিতে থাকুন।

৫। প্রথম আহ্বানে দ্যাবাপৃথিবী আমাদের শান্তিপ্রদ হউন। অন্তরিক্ষ দর্শনার্থ আমাদের শান্তিপ্রদ হউন। ওষধি সকল ও বৃক্ষ সকল আমাদের শান্তিপ্রদ হউন। জয়শীল লোকপতি আমাদের শান্তিপ্রদ হউন।

৬। দেব ইন্দ্র বসুগণের সহিত আমাদের শান্তিপ্রদ হউন। শোভনস্তুতিযুক্ত বরুণ আদিত্যগণের সহিত আমাদের শান্তিপ্রদ হউন। রুদ্রদেব রুদ্রগণের সহিত আমাদের শান্তিপ্রদ হউন। ত্বষ্টা দেবপত্নীগণের সহিত আমাদের শান্তিপ্রদ হউন। যজ্ঞ আমাদের স্তোত্র শ্রবণ করুন।

৭। সোম আমাদের শান্তিপ্রদ হউন। স্তোত্র আমাদের শান্তিপ্রদ হউন। প্রস্তরগণ আমাদের শান্তিপ্রদ হউন। যজ্ঞ আমাদের শান্তিপ্রদ হউন। যুপগণের পরিমাণ আমাদের শান্তিপ্রদ হউন। ওষধিগণ আমাদের শান্তিপ্রদ হউন। বেদি ও আমাদের শান্তিপ্রদ হউন।

৮। বিস্তীর্ণতেজা সুৰ্য আমাদের শান্তির জন্য উদিত হউন। চারিটী মহাদিক আমাদের শান্তিপ্রদ হউন। স্থির পর্বতগণ আমাদের শান্তিপ্রদ হউন। নদীগণ আমাদের শান্তিপ্রদ হউন। জলও আমাদের শান্তির জন্য হউন।

৯। অদিতি কৰ্ম্ম দ্বারা আমাদের শান্তিপ্রদ হউন। শোভন স্তুতিযুক্ত মরুদগণ আমাদের শান্তিপ্রদ হউন। বিষ্ণু আমাদের শান্তিপ্রদ হউন। পুষা আমাদের শান্তিপ্রদ হউন। অন্তরিক্ষ আমাদের শান্তিপ্রদ ইউন। বায়ু আমাদের শান্তিপ্রদ হউন।

১০। সবিতা দেব রক্ষা করতঃ আমাদের শান্তিপ্রদ হউন। তমোনিবারিণী ঊষাগণ শান্তিপ্রদ হউন। পর্জন্য আমাদের প্রজাগণের প্রতি শান্তিপ্রদ হউন। ক্ষেত্রপতি শম্ভু আমাদের শান্তিপ্রদ হউন।

১১। দ্যুতিমান বিশ্বদেবগণ আমাদের শান্তিপ্রদ হউন। সরস্বতী কৰ্ম্মের সাহিত আমাদের শান্তিপ্রদ হউন। যজ্ঞসেবিগণ আমাদের শান্তিপ্রদ হউন। দানদক্ষগণ আমাদের শান্তিপ্রদ হউন। ভূলোক, দ্যুলোক ও অন্তরিক্ষলোকভব সকলে আমাদের শান্তিপ্রদ হউন।

১২। সত্যপালক দেবগণ আমাদের শান্তিপ্রদ হউন। অশ্বগণ আমাদের শান্তিপ্রদ হউন। গোসকল অ্যমাদের সুখপ্রদ হউন। সুকৰ্ম্মকারা সুহস্তযুক্ত ঋভুগণ আমাদের শান্তিপ্রদ হউন। স্তোত্র হইলে আমাদের পিতৃগণও আমাদের শান্তিপ্রদ হউন।

১৩। অজ এক পাদ দেবতা আমাদের শান্তিপ্রদ হউন। অহির্বুধ্ন দেবতা আমাদের শান্তিপ্রদ হউন। সমুদ্র আমাদের শান্তিপ্রদ হউন। উপদ্রব পারয়িতা অপাং নপাৎ আমাদের শান্তিপ্রদ হউন। দেবপালিকা পৃশ্ন আমাদের শান্তিপ্রদ হউন।

১৪। আমি এই নতুন স্তোত্র করিতেছি। হে আদিত্যগণ, রুদ্রগণ, বায়ুগণ! ইহাকে সেবা কর। দ্যুলোকভব পার্থিব ও পৃশ্নিজাত এবং যে কেহ যজ্ঞীয় আছ, সকলে আমাদের আহ্বান শ্রবণ কর।

১৫। যজ্ঞার্হ দেবগণের ও ষজনীয় মনুর, যজনীয় মরণরহিত সত্যজ্ঞ যে দেবগণ আছেন, তাহারা অদ্য আমাদিগকে বহুকীৰ্ত্তি যুক্তপুত্র প্রদান করুন। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।

———–

(১) এই সূক্তে যে কেবল দেবগণের উল্লেখ আছে এমন নহে; গো, অশ্ব, ওষধি, পর্বত, নদী, বৃক্ষ প্রভৃতিরও অর্চনা আছে।