ঋগ্বেদ ০৭।০৩৪
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৩৪
বিশ্বদেবগণ দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। দীপ্ত ও অভীষ্টপ্রদ স্তুতি, বেগবান, সুসংস্কৃত রথের ন্যায় আমাদের নিকট হইতে দেবগণের নিকট গমন করুন।
২। ক্ষরণশীল জল, স্বৰ্গ ও পৃথিবীর উৎপত্তি অবগত আছেন, আর স্তুতি শ্রবণ করেন।
৩। বিস্তীর্ণ জলও ইন্দ্রকে আপ্যায়িত করে। উপদ্রব সংজাত হইলে উগ্র শূরগণ উহাঁরই স্তুতি করে।
৪। উহাঁর জন্য অশ্বগণকে রথাগ্ৰে যোজনা কর। ইন্দ্র বজ্রধারী ও সুবর্ণময় হস্তবিশিষ্ট।
৫। যজ্ঞের অভিমুখে গমন কর। গন্তার ন্যায় আপনিই যজ্ঞ মাৰ্গে গমন কর।
৬। সংগ্রামে নিজেই গমন কর। লোকের জন্য প্রজ্ঞাপক পাপবারক যজ্ঞ বিধান কর।
৭। এই যজ্ঞের বল হইতে সূৰ্য্য উদিত হইতেছেন। পৃথিবী যেমন ভূতগণের ভার বহন করেন, সেইরূপ যজ্ঞভার বহন করিতেছেন।
৮। হে অগ্নি! অহিংসাদি নিয়মযুক্ত যজ্ঞদ্বারা মনোরথ পূর্ণ করতঃ দেবগণকে আহ্বান করিতেছি এবং তাহাদের উদ্দেশ্যে কৰ্ম্ম করিতেছি।
৯। তোমরা দেবগণের উদ্দেশে দীপ্ত কর্ম ধারণ কর। তোমরা দেবগণের উদ্দেশে স্তুতি কর।
১০। উগ্র সহস্রচক্ষু বরুণ এই নদীগণের জল দর্শন করেন।
১১। বরুণ রাষ্ট্রের রাজা, নদীর রূপ, তাহার বল অবারিত ও সর্বতোগামী।
১২। হে দেবগণ! সকল প্রজার মধ্যে আমাদিগকে রক্ষা কর, নিন্দা করণেচ্ছু শক্রকে দীপ্তিরহিত কর।
১৩। অসুখজনক শত্রুদিগের আয়ুধ চারিদিকে অপগত হউক। হে দেবগণ! শরীরের পাপ আমাদিগের নিকট হইতে পৃথক কর।
১৪। হব্যভোজী অগ্নি নমস্কার দ্বারা প্ৰিয়তম হইয়া আমাদিগকে রক্ষা করুন। আমরা তাঁহার উদ্দেশে স্তোত্র করিতেছি।
১৫। দেবগণের সহচর অপাংনপাৎকে সখা কর। তিনি আমাদের মঙ্গলকর হউন।
১৬। মেঘের আহন্তা নদীর স্থানে জলে উপবিষ্ট জলজাত অগ্নিকে স্তোত্র দ্বারা স্তুতি কর।
১৭। অহির্বুধ্ন্য যেন আমাদিগকে হিংসক হস্তে সমর্পণ না করে। যজ্ঞকারী ব্যক্তির যজ্ঞ যেন ক্ষীণ না হয়।
১৮। দেবগণ যেন আমাদের এই লোকগুলির জন্য অন্ন ধারণ করেন। ধনার্থ উৎসাহমান শত্রুগণ প্রগত হউক।
১৯। আদিত্য যেমন ভুবনগণকে তাপ দেন, মহাসেনাবিশিষ্ট রাজগণ ইহাঁদিগের বলে সেইরূপ শত্ৰুগণকে তাপ দেন।
২০। যখন দেবপত্নীগণ আমাদের অভিমুখে আগমন করেন, তখন উত্তম হস্তবিশিষ্ট ত্বষ্টা আমাদিগকে বীরপুত্র প্রদান করুন।
২১। ত্বষ্টা যেন আমাদের স্তোত্র সেবা করেন। পৰ্যাপ্তবুদ্ধি ত্বষ্টা আমাদের জন্য ধনকাম হউন।
২২। দানদক্ষা দেবপত্নীগণ আমাদিগের যাহা অভিপ্রেত তাহা প্রদান করুন। দ্যাবাপৃথিবী ও বরুণানী শুবণ করুন। কল্যাণকর দানবিশিষ্ট ত্বষ্টা উপদ্রব নিবারিণী দেবপত্নীগণের সহিত আমাদিগের সুশরণপ্রদ হউন।
২৩। পৰ্ব্বতগণ আমাদের সেই ধন পালন করুন। জল সকল আমাদের সেই ধন পালন করুন। দানদক্ষা দেব পত্নীগণ তাহা পালন করুন। ওষধিগণ ও দ্যুলোক পালন করুন। বনস্পতিগণের সহিত অন্তরিক্ষ তাহা পালন করুন। দ্যাবাপৃথিবী আমাদিগকে রক্ষা করুন।
২৪। আমরা ধারণীয় ধনের আধার হইব, বিস্তীর্ণা দ্যাবাপৃথিবী তাহার অনুমোদন করুন। দীপ্তির আধার ইন্দ্র, সখা বরুণ তাহার অনুমোদন করুন। যাঁহারা পরাজয় করেন, সেই মরুৎগণও অনুমোদন করুন।
২৫। ইন্দ্র, বরুণ, মিত্র ও অগ্নি, আপ, ওষধি ও বৃক্ষগণ আমাদিগের জন্য এই স্তোত্র সেবা করুন। মরুৎগণের সমীপে থাকিয়া আমরা সুখে থাকিব। তোমরা সৰ্ব্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।