ঋগ্বেদ ০৭।০২৮
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০২৮
ইন্দ্র দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। হে ইন্দ্র! তুমি অবগত হইয়া আমাদের স্তোত্রে আগমন কর। তোমার অশ্বগণ আমাদের অভিমুখে যোজিত হউক। হে সকলের প্রীতিপদ ইন্দ্র! সমস্ত মনুষ্যই যদিও তোমাকে পৃথক পৃথক আহ্বান করে, তথাপি তুমি আমাদের আহ্বানই শ্রবণ কর।
২। হে বলবান ইন্দ্র! যখন তুমি ঋষিগণের স্তোত্র রক্ষা কর তখন তোমার মহিমা স্তোতাকে ব্যাপ্ত করুক। হে ওজস্বিন ইন্দ্র! যখন হস্তে বজ্র ধারণ কর, তখন কৰ্ম্মম্বারা ভয়ঙ্কর হইয়া শত্ৰুগণের দুদ্ধৰ্ষ হও।
৩। হে ইন্দ্র! তোমার উপদেশানুসারে যে সকল লোক বারংবার স্তব করে, তাহাদিগকে দ্যুলোক ও ভূলোকে প্রতিষ্ঠিত কর। তুমি মহাবল ও মহাধনের জন্য উৎপন্ন হইয়াছ; অতএব যে তোমার উদ্দেশে যাগ করে, সে যজ্ঞবিরতদিগকে হিংসা করিতে সমর্থ হয়।
৪। হে ইন্দ্র! শত্রুভূত মনুষ্যগণ আগমন করিতেছে। এই সকল দিনে আমাদিগকে দান কর। আরও পাপহারী প্রজ্ঞাবান বরুণ আমাদিগের সম্বন্ধে যে পাপ দেখিতে পান, তাহা দুই প্রকারে বিমোচন কর।
৫। হে ইন্দ্র! আমাদিগকে সমারাধনীয় মহাধন দান করিয়াছেন, যিনি স্তুতিকারী স্তোত্রকার্য্য রক্ষা করেন, সেই ধনবান ইন্দ্রকে স্তুতি করিব। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।