ঋগ্বেদ ০৭।০১২
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০১২
অগ্নি দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। যিনি স্বগৃহে সমিদ্ধ হইয়া দীপ্তি পান, সেই যুবতম ও বিস্তীর্ণ দ্যাবাপৃথিবীর মধ্যস্থিত
ও বিচিত্ৰ শিখাবিশিষ্ট এবং সুন্দররূপে আহুত ও সৰ্ব্বত্র গমনকারী অগ্নির নিকট আমরা নমস্কারের সহিত গমন করি ।
২। সেই জাতবেদা নিজ মহত্বের দ্বারা সমস্ত পাপ অভিভব করেন। তিনি যজ্ঞ গৃহে স্তুত হইতেছেন, তিনি আমাদিগকে পাপ ও নিন্দিত কৰ্ম্ম হইতে রক্ষা করুন। আমরা তাহার স্তুতি করি ও যজ্ঞ করি।
৩। হে অগ্নি! তুমি বরুণ, তুমি মিত্র, বসিষ্ঠগণ তোমাকে স্তুতিদ্বারা বৰ্দ্ধিত করেন। তোমাতে বিদ্যমান ধন সুলভ হউক। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।