ঋগ্বেদ ০৭।০১০
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০১০
অগ্নি দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। ঊষার প্রণয়ী সুৰ্য্যের ন্যায় অগ্নি বিস্তীর্ণ তেজঃ আশ্রয় করিতেছেন। অত্যন্ত দীপ্তিমান, অভীষ্টবর্ষী, হব্যপ্রেরক, শুচি অগ্নি কৰ্ম্মসমুদয় প্রেরণ করিয়া দীপ্তিদ্বারা প্ৰকাশ পায় এবং অভিলাষীদিগকে জাগরিত করেন।
২। অগ্নি দিবাভাগে ঊষার অগ্ৰে আদিত্যের ন্যায় শোভা পান; ঋত্বিকগণ যজ্ঞ বিস্তার করতঃ মননীয় স্তোত্র পাঠ করেন; বিদ্বান দূত এবং দেবগণের নিকট গমনকারীও দাতাশ্রেষ্ঠ, অগ্নিদেব প্ৰাণিসমূহ দ্রব করেন।
৩। দেবাভিলাষী, ধনভিক্ষাকারী, গমনশীল, স্তুতিরূপ বাক্য অগ্নির অভিমুখে গমন করে। সেই অগ্নি দর্শনীয়, সুরূপ, সুগমনকারী, হব্যবাহক এবং মনুষ্যগণের স্বামী ।
৪। হে অগ্নি! তুমি বসুগণের সহিত সঙ্গত হইয়া ইন্দ্ৰকে আহ্বান কর, রুদ্রগণের সহিত সঙ্গত হইয়া মহান রুদ্রকে আহ্বান কর, আদিত্যগণের সহিত সঙ্গত হইয়া বিশ্বজন হিতকর অদিতিকে আহ্বান কর, স্তুতিযোগ্য অঙ্গিরাগণের সহিত সঙ্গত হইয়া সকলের বরণীয় বৃহস্পতিকে আহ্বান কর।
৫। অভিলাষী মনুষ্যগণ, স্তুতিযোগ্য, হোতা, যুবতম অগ্নিকে যজ্ঞে স্তুতি করে। যেহেতু তিনি রাত্ৰিবিশিষ্ট এবং দেবগণকে যাগ করিবার জন্য হব্যদাতার তন্দ্রারহিত দূত হইয়াছিলেন।