ঋগ্বেদ ০৬।৭২
ঋগ্বেদ সংহিতা ।। ৬ষ্ঠ মণ্ডল সূক্ত ৭২
ইন্দ্র ও সোম দেবতা। ভরদ্বাজ ঋষি।
১। হে ইন্দ্র ও সোম! তোমাদিগের সেই মহত্ত্ব প্ৰভূত। তোমরা মহৎ এবং মুখ্য ভূতসমূহ করিয়াছ, তোমরা সূর্য্য লাভ করাইয়াছ, তোমরা জয় লাভ করাইয়াছ। তোমরা সমস্ত তমঃ ও নিন্দকদিগকে বধ করিয়াছ।
২। হে ইন্দ্র ও সোম! তোমরা ঊষাকে প্ৰকাশিত কর, সূৰ্য্যকে জ্যোতির সহিত ঊৰ্দ্ধে নীত কর এবং অন্তরিক্ষদ্বারা দ্যুলোককে স্তম্ভিত কর। তোমরা, মাতা পৃথিবীকে প্রথিত কর।
৩। হে ইন্দ্র ও সোম! জল পরিমৃতকারী অহি বৃত্রকে বধ কর। দ্যুলোক তোমাদিগকে সম্বৰ্দ্ধিত করিয়াছিল। তোমরা নদীর জলসমূহ প্রেরণ কর এবং বহু সমুদ্রকে জল দ্বারা পূৰ্ণ কর।
৪। হে ইন্দ্র ও সোম! তোমরা গাভীসমূহের অপক্ক উধোদেশে পক্ক দুগ্ধ নিহিত করিয়াছ এবং নানাবর্ণ এই গোসমূহের মধ্যে আবদ্ধ ও শুক্লবৰ্ণ দুগ্ধ ধারণ করিয়াছ।
৫। হে ইন্দ্র ও সোম! তোমরা তারক, অপত্যযুক্ত এবং শ্রবণযোগ্য ধন শীঘ্ৰ দান কর। হে উগ্ৰ ইন্দ্র ও সোম! তোমরা মনুষ্যগণের হিতকর এবং শক্রসেনার অভিভবকর বল বৰ্দ্ধিত কর।