ঋগ্বেদ ০৬। ৬০
ঋগ্বেদ সংহিতা । ৬ষ্ঠ মণ্ডল । সূক্ত ৬০
ইন্দ্র ও অগ্নি দেবতা। ভরদ্বাজ ঋষি।
১। যিনি বিপুল ধনের অধিপতি, বলপূৰ্ব্বক শত্রু নিধনকারী ও অন্নাভিলাষী ইন্দ্র ও অগ্নির পরিচর্য্যা করেন, তিনি শত্ৰ সংহার ও অন্নলাভ করেন।
২। হে ইন্দ্ৰ ও অগ্নি! তোমরা অপহৃত, ধেনু বৃন্দ, বারিরাশি, সুৰ্য্য ও ঊষা সকলের জন্য যুদ্ধ করিয়াছিলে। হে ইন্দ্ৰ! তুমি দিকসমূহ, সুৰ্য্য, ঊষা সকল, বিচিত্র সলিল ও গোগণকে ভুবনের সািহত যোজিত করিয়াছ। হে অগ্নি নিযুত সংখ্যক অশ্বের অধিপতি! তুমিও এইরূপ কাৰ্য্য সম্পাদন করিয়াছ।
৩। হে বৃত্র সংহারকারী ইন্দ্র ও অগ্নি! তোমরা আমাদিগের হব্যান্নদ্বারা পরিপুষ্ট হইবার নিমিত্ত শত্রুনাশক বল সহকারে আমাদিগের অভিমুখে আগমন কর। হে ইন্দ্র ও অগ্নি! তোমরা অনিন্দনীয় ও অত্যুৎকৃষ্ট ধনের সহিত আমাদিগের নিকট আবির্ভূত হও।
৪। পূর্বকালে যাহাদিগের সমস্ত বীরকাৰ্য্য ঋষিগণ কর্তৃক কীৰ্ত্তিত হইয়াছে, আমি সেই ইন্দ্র ও অগ্নিকে আহ্বান করিতেছি। তাঁহারা স্তোতৃবর্গের হিংসা করেন না।
৫। আমরা প্ৰচণ্ড বলশালী, শত্রুনিধনকারী ইন্দ্ৰ ও অগ্নিকে আহ্বান করিতেছি। তাঁহারা যেন ঈদৃশ সংগ্রামে আমাদিগকে কৃতকাৰ্য্য করিয়া সুখী করেন।
৬। সাধুগণের রক্ষাকারী ইন্দ্র ও অগ্নি ধাৰ্ম্মিক ও অধাৰ্ম্মিক কৃত সমস্ত উপদ্রব নিবারণ করিতেছেন। তাঁহার সমুদয় বিদ্বেষাকারিগণকে সংহার করিয়াছেন।
৭। হে ইন্দ্ৰ ও অগ্নি! এই সকল স্তোত তোমাদিগের স্তব করিতেছেন। হে সুখপ্রদানকারী ইন্দ্র ও অগ্নি! তোমরা অভিষুত এই সোমরস পান কর।
৮। হে নেতা ইন্দ্র ও অগ্নি! তোমাদিগের বহু লোকস্পৃহনীয় ও হব্যদাতার নিমিত্ত উৎপন্ন যে নিযুত অশ্ব আছে, তোমরা সেই সমস্ত অশ্বে আরোহণপুৰ্ব্বক আগমন কর।
৯। হে নেতা ইন্দ্র ও অগ্নি! তোমরা এই সবনে অভিযুত সোমরস, পান করিবার নিমিত্তে আগমন কর।
১০। হে স্তবকারী! যিনি শিখা দ্বারা সমগ্র বনসমূহকে আচ্ছন্ন করেন এবং জালা রূপ জিহ্বা দ্বারা তাহাদিগকে কৃষ্ণবৰ্ণ করেন, তুমি সেই অগ্নির স্তব কর।
১১। যে মর্ত্ত্য প্ৰজ্বলিত অগ্নিকে ইন্দ্রের সুখ দায়ক হব্য প্ৰদান করেন, ইন্দ্ৰ সেই ব্যক্তির দীপ্তিসম্পন্ন অন্নের নিমিত্তে কল্যাণকর বারিবর্ষণ করেন।
১২। হে ইন্দ্র ও অগ্নি! তোমরা আমাদিগকে বলবান অন্ন এবং অস্মদীয় হব্য বলবান করিবার নিমিত্ত বেগবান অশ্ব সকল প্ৰদান কর।
১৩। হে ইন্দ্র ও অগ্নি! আনি হোম দ্বারা তোমা দিগকে অনুকুল করিবার জন্য তোমাদিগের উভয়কেই আহ্বান করিতেছি। হব্যদ্বারা যুগপৎ তৃপ্তিবিধান করিবার নিমিত্তে আমি উভয়কেই আহ্বান করিতেছি। তোমরা উভয়েই ধনদাতা ও অন্নদাতা, অতএব আমি অন্নলাভার্থ উভয়কেই আহ্বান করিতেছি।
১৪। হে ইন্দ্র ও অগ্নি! তোমরা গোসমূহ, অল্পসমূহ ও বিপুল ধনসহকারে আমাদিগের অভিমুখে গমন কর। আমরা মিত্ৰতা লাভের নিমিত্ত মিত্ৰভুত, দানাদিগুণসম্পন্ন ও সুখপ্ৰদাতা ইন্দ্র ও অগ্নিকে আহ্বান করিতেছি।
১৫। হে ইন্দ্ৰ ও অগ্নি! তোমরা সোমাভিষবকারী যজমানের আহ্বান শ্ৰবণ করা। তোমরা হব্য কামনা কর, আগমন কর এবং মধুর সোমরস, পান কর।