ঋগ্বেদ ০৬।৫৮

ঋগ্বেদ ০৬। ৫৮
ঋগ্বেদ সংহিতা । ৬ষ্ঠ মণ্ডল । সূক্ত ৫৮
পূষা দেবতা। ভরদ্বাজ ঋষি।

১। হে পুষা! তোমার এরূপ দিবা শুক্লবৰ্ণ ও অন্যরূপ রাত্রি কেবল যাজনীয়। এইরূপে দিবা ও রাত্রর রূপ বিভিন্ন প্রকার। তুমি সুৰ্য্যের ন্যায় প্রকাশক, কারণ তুমি অন্নদাতা ও সৰ্ব্বপ্রকার জ্ঞান ধারণ কর, সম্প্রতি ত্বদীয় কল্যাণকর দান প্ৰকাশিত হউক।

২। যিনি ছাগবাহন ও পশুপালন, যাঁহার গৃহ অন্নপূর্ণ, তিনি স্তোতৃবর্গের প্রীতিপ্ৰদ। যিনি অখিল ভূবনের উপর স্থাপিত, সেই দেব পূষা সূৰ্য্যরূপে ভূতজাতকে প্রকাশিত করিয়া নিজহস্তে প্রতোদ উত্তোলন করিয়া নভোমণ্ডলে গমন করিয়াছেন।

৩। হে পুষা; তোমার যে সমস্ত হিরন্ময়ী নৌকা সমুন্ত্র মধ্যস্থ অন্তরিক্ষ মধ্যে সঞ্চরণ করে, তদ্দ্বারা তুমি সূর্যের দৌত্য কাৰ্য্য’সম্পাদন কর(১); তুমি হব্য রূপ অন্নার্থী; স্তোতৃগণ তোমাকে স্বেচ্ছা প্রদত্ত পশ্বাদি দ্বারা বশীভূত করে।

৪। পূষা স্বৰ্গ ও পৃথিবীর শোভন বন্ধুস্বরূপ, অল্পের অধিপতি, ঐশ্বৰ্য্যশালী ও মনোজ্ঞ মূৰ্ত্তি। তিনি বলশালী, স্বেচ্ছা প্রদত্ত পশ্বাদি দ্বারা প্ৰসাদযোগ্য ও শোভন গমনকারী তাহাকে দেবগণ সূৰ্য্য পত্নীর নিকট সমর্পণ করিয়াছিলাম।

———–
(১) কদ্যচিদ্দেবৈঃ সার্দ্ধং সূর্য্যোহসুরবধার্থং প্রস্থিতেসতি তস্য ভার্য্যা স্বতক্তরী সঞ্জাতোৎসুকা বভূত তাং প্রতিসূর্য্যঃ পূষণং প্রাহৈসীং তেন চাত্র-পূষা স্তয়তে।” সায়ণ।