ঋগ্বেদ ০৬। ৫৬
ঋগ্বেদ সংহিতা । ৬ষ্ঠ মণ্ডল । সূক্ত ৫৬
পূষা দেবতা। ভরদ্বাজ ঋষি।
১। যিনি পূষাকে করম্ভের অর্থাৎ ঘৃতমিশ্রিত যবসক্তূর ভোজী বলিয়া স্তব করেন, তাঁহাকে অন্য দেবের স্তব করিতে হয় না।
২। রথিশ্রেষ্ঠ, সাধুগণের রক্ষক, সুপ্ৰসিদ্ধ দেব ইন্দ্ৰ, মিত্ৰভূত পূষার সাহায্যে শত্রু সংহার করেন।
৩। চালক, রথিশ্রেষ্ঠ, পূষা দীপ্তিমান, সুৰ্য্যের হিরন্ময় রথচক্ৰ নিয়ত পরিচালিত করিতেছেন।
৪। হে বহুলোকের বন্দনীয়, মনোন্তরমূৰ্ত্তি, জ্ঞানসম্পন্ন পূষা! অদ্য আমরা যে ধন উদ্দেশ করিয়া তোমার স্তব করিতেছি, তুমি আমাদিগকে সেই বাঞ্ছিত ধন প্রদান কর।
৫। গোকাম এই সমস্ত মানবগণকে গোলাভদ্বারা চরিতাৰ্থ কর। হে পূষা! তুমি দূরদেশেও প্ৰসিদ্ধি লাভ করিয়াছ।
৬। হে পূষা! আমরা আদ্যকার ও পরদিনের যজ্ঞসম্পাদনাথ তোমার সেই রক্ষা প্রার্থনা করিতেছি; সে রক্ষা পাপ হইতে দূরস্থিত ও ধনের সন্নিকৃষ্ট।