ঋগ্বেদ ০৬।৫৫

ঋগ্বেদ ০৬। ৫৫
ঋগ্বেদ সংহিতা । ৬ষ্ঠ মণ্ডল । সূক্ত ৫৫
পূষা দেবতা। ভরদ্বাজ ঋষি।

১। হে দীপ্তিসম্পন্ন বিমুচোনপাৎ (১) পূষা! ত্বদীয় স্তবকারী আমার নিকট আগমন কর। আমরা উভয়ে সঙ্গত  হই। তুমি অস্মদীয় যজ্ঞের নেতা হও।

২। আমরা রথিশ্রেষ্ঠ, কপর্দ্দী অতুল ঐশ্বৰ্য্যের অধিপতি, আমাদিগের মিত্রভূত পূষার নিকট ধন প্রার্থনা করিতেছি।

৩। হে দীপ্তিশালী পূষা! তুমি ধন প্রবাহস্বরূপ। তুমি ধনরাশি স্বরূপ এবং ছাগই তোমার অশ্বের কার্য্য নির্ব্বাহ করে। তুমি প্রত্যেকস্তবকারির মিত্রভূত।

৪। অদ্য আমরা ছাগবাহন, অন্নসম্পন্ন সেই পুষার স্তব করিতেছি, যাহাকে লোকে তাঁহার ভগিনী অর্থাৎ ঊষার জার বলিয়া থাকে। (২)।

৫। রাত্রিরূপ মাতার পতিদেব পুষার স্তব করিতেছি। তাঁহার ভগিনীর জার পূষা আমাদিগের স্তোত্র শ্রবণ করুন। ইন্দ্রের সহোদর পূষা যেন আমাদিগের মিত্র হয়েন।

৬। রথে নিয়োজিত ছাগগণ স্তোতৃবর্গের আশ্ৰয়ভূত পুষার রথ বহন পূর্বক তাঁহাকে এই স্থানে আনয়ন করুক।

————–
(১) সায়ণ “বিমূচ” অর্থে প্রজাপতি করিয়াছেন, “নপাৎ” অর্থে পুত্র করিয়াছেন।
(২) সূর্যকে অনেক স্থানেই ঊষার প্রণস্ত্রী বা জার বলিয়া বর্ণনা করা হয়।