ঋগ্বেদ ০৬।৪২
ঋগ্বেদ সংহিতা । ৬ষ্ঠ মণ্ডল । সূক্ত ৪২
ইন্দ্র দেবতা। ভরদ্বাজ ঋষি।
১। হে ঋত্বিগ্গণ! তোমরা ইন্দ্রকে সোমরস অর্পণ কর, কারণ তিনি পিপাসু, সৰ্ব্ববেত্তা, সৰ্ব্বগামী, যজ্ঞে অধিষ্ঠানকারী, যজ্ঞের নায়কভূত সকলের অগ্রগামী।
২। হে ঋত্বিগগণ! তোমরা সোমরসের সহিত নিরতিশয় সোমপানকারী ইন্দ্রের নিকট উপস্থিত হও। অভিযুত সোমরসে পরিপূর্ণ পাত্র সহকারে বলশালী ইন্দ্রের সন্মুখীন হও।
৩। হে ঋত্বিগগণ। যৎকালে তোমরা অভিযুত দীপ্ত সোমরস সহকারে তাহার নিকট উপস্থিত হও, মেধাবী ইন্দ্র তোমাদিগের অভিপ্রায় জানিতে পারেন এবং শক্রসংহার পূর্বক তিনি তোমাদিগের সেই সেই মনোরথ পূর্ণ করেন।
৪। হে ঋত্বিক! তুমি এক মাত্র ইন্দ্রকেই সোমরূপ অন্নের অভিযুত রস প্রদান কর এবং তিনি যেন সমস্ত জেতব্য উৎসাহান্ধি ত শক্রর দ্বেষ হইতে আমাদিগকে নিরন্তর রক্ষা করেন।