ঋগ্বেদ ০৬।৪১
ঋগ্বেদ সংহিতা । ৬ষ্ঠ মণ্ডল । সূক্ত ৪১
ইন্দ্র দেবতা। ভরদ্বাজ ঋষি।
১। হে ইন্দ্ৰ! তুমি ক্রোধ বিরিহত হইয়া আমাদিগের যজ্ঞে আগমন কর, কারণ তোমার জন্য পবিত্র সোমরস অভিযুত হইয়াছে। হে বজধর! ধেনুগণ যেরূপ গোষ্ঠে গমন করে, তদ্রূপ সোমরস কলস মধ্যে প্রবিষ্ট হইতেছে। অতএব হে ইন্দ্ৰ! তুমি আগমন কর, তুমি যজ্ঞার্হ দেবগণের মধ্যে প্রধান।
২। হে ইন্দ্ৰ! তুমি সুনিৰ্ম্মিত ও সুবিস্তীর্ণ যে জিহ্বাদ্বারা নিরন্তর সোমরস পান কর, সেই জিহ্বা দ্বারা অস্মদীয় সোমরস পান কর। ঋত্বিক সোমরস গ্রহণ করিয়া তোমার অগ্ৰে দণ্ডায়মান আছে। হে ইন্দ্র! শক্রসম্বন্ধীয় গোগণকে আত্মসাং করিতে অভিলাষী ত্বদীয় বজ্র শক্রগণকে সংহার করুক।
৩। দ্রবীভূত অভীষ্টবষী, বিভিন্ন মূৰ্ত্তি এই সোম অভীষ্টবৰ্মী ইন্দ্রের নিমিত্ত সংস্কৃত হইয়াছে। হে অশ্বগণের অধিপতি, সকলের শাসনকারী প্রচও বলসম্পন্ন ইন্দ্ৰ! বহুকাল হইতে তুমি যাহার উপর প্রভুত্ব করিতেছ এবং যাহা তোমার অন্নরূপে কল্পিত হইয়াছে, তুমি সেই এই সোমরস পান কর।
৪। হে ইন্দ্ৰ! অভিযুত সোম অনভিমুত সোম অপেক্ষা শ্রেষ্ঠ তর ও বিচারক্ষম তোমার অধিকতর প্রতি প্রদ। হে শত্রুবিজয়ী ইন্দ্ৰ! তুমি যজ্ঞসাধন এই সোমের সন্নিহিত হও এবং তদ্দ্বারা নিজ সমস্ত শক্তি সম্পূর্ণ কর।
৫। হে ইন্দ্ৰ! আমরা তোমাকে আহ্বান করিতেছি, তুমি আমাদিগের অভিমুখে আগমন কর। আমাদিগের এই সোম যেন তোমার দেহের নিমি ও পৰ্য্যাপ্ত হয়। হে শতক্রতু! তুমি অভিসুত সোমরসদ্বারা উatiস ত হও, এবং সংগ্রামে ও লোক সকল হইতে আমাদিগকে সৰ্ব্বতোভাবে রক্ষা কর।