ঋগ্বেদ ০৬।৩৮
ঋগ্বেদ সংহিতা । ৬ষ্ঠ মণ্ডল । সূক্ত ৩৮
ইন্দ্র দেবতা। ভরদ্বাজ ঋষি।
১। বিচিত্রতম সেই ইন্দ্র আমাদিগের পানপত্রে হইতে সোমরস পান করুন। তিনি যেন মহৎ ও সমুজ্জল আহ্বান স্বীকার করেন। বদান্য ইন্দ্ৰ যেন ধৰ্ম্মিক যজমানের যজ্ঞে প্রশংসনীয় পরিচর্য্যা ও হব্য গ্রহণ করেন।
২। ইন্দ্র দূর দেশে অবস্থিত হইলেও ইন্দ্রের কর্ণে শব্দ উপস্থিত হইবে, এই অভিপ্রায়ে স্তবকারী উচ্চৈঃস্বরে স্তোত্র পাঠ করেন। ইন্দ্রের আহ্বানরূপ এই স্তোত্র যেন স্বয়ং প্রবৃত্ত হই। ইন্দ্রকে আমার অভিমুখে অনিয়ন করে।
৩। তুমি প্রাচীন ও ক্ষয়রহিত, আমি উংকৃষ্টতম স্তুতি ও হব্যদ্বারা তোমার স্তব করতেছি। কারণ এই ইন্দ্রে হব্যরূপ অন্ন ও স্তোত্র সকল নিহিত থাকে, মহাস্তোত্র তাহার উদ্দেশে উচ্চারিত হইলে বর্দ্ধিত হয়।
৪। যাহাকে স্বজ্ঞ ও সোমরস বর্দ্ধিত করে, যাহাকে হব্য, স্তুতি, উপাসন ও পূজা বর্দ্ধিত করে, যাহাকে দিব ও রাত্রির গতি বর্দ্ধিত করে, যাহাকে মাস, বৎসর ও দিন সকল বর্দ্ধিত করে।
৫। হে মেধাবী ইন্দ্ৰ! তুমি এই রূপে প্রাদুর্ভূত, সমৃদ্ধ, বলশালী ও প্রচণ্ড, আমরা যেন অদ্য ধন, কীৰ্ত্তি, রক্ষা ও শত্রুবিনাশের জন্য তোমাকে প্রসন্ন করি।