ঋগ্বেদ ০৬।১৫
ঋগ্বেদ সংহিতা । ৬ মণ্ডল । ১৫ সূক্ত
অগ্নি দেবতা । অঙ্গিরার পুত্র বীতহব্য, অথবা ভরদ্বাজ ঋষি ।
১ । হে বীতহব্য বা ভরদ্বাজ ! তুমি প্রাতঃ প্রবুদ্ধ, লোকরক্ষক, স্বভাব পবিত্র এই অতিথিকে অর্থাৎ অগ্নিকে প্রসন্ন কর । অগ্নি সকল সময়ে স্বর্গ হইতে অবতীর্ণ হয়েন এবং অরণিদ্বয়ের মধ্যে গর্ভরূপে অবস্থান করিয়া অক্ষয় হব্য ভক্ষণ করেন ।
২ । হে অদ্ভূত অগ্নি ! তুমি অরণি মধ্যে নিহিত, স্তবার্হ ও ঊর্দ্ধশিখ ; তোমাকে ভৃগুগণ বন্ধুবৎ গৃহে স্থাপন করিয়াছিলেন। বীতহব্য প্রতিদিন উৎকৃষ্ট স্তোত্রদ্বারা তোমার পূজা করেন, তুমি তাহার প্রতি প্রসন্ন হও ।
৩ । হে অপ্রতিহত প্রভাব অগ্নি ! যে ব্যক্তি যাগাদির অনুষ্ঠানে নিপুণ, তুমি তাহার সমৃদ্ধিবিধায়ক এবং বিপ্রকৃষ্ট ও সন্নিকৃষ্ট শক্র হইতে তাহার রক্ষক হও। অতএব হে সৰ্ব্বত্র সুপ্রসিদ্ধ শক্তিপুত্ৰ ! তুমি বীতহব্য, ভরদ্বাজকে (১) ধন ও গৃহ প্রদান কর।
৪। হে বীতহব্য! তুমি শোভন স্তুতিদ্বারা হব্যবাহক, দীপ্তিমান, অতিথিবৎ পূজনীয়, স্বৰ্গ প্রদর্শক, মনুর যজ্ঞে দেবগণের আহ্বানকারী, যজ্ঞসম্পাদক, মেধাবী বিপ্রের ন্যায় ওজস্বী বক্তা, অধীশ্বর দেব অগ্নির প্রীতি সাধন কর ।
৫ । যিনি ভানুদ্বারা উষার ন্যায় পৃথিবীর উপর পবিত্রতাকারিণী ও চেতনাবিধায়িনী দীপ্তিদ্বারা বিরাজিত হন ; যিনি সংগ্রামে শক্রসংহারকারী বীরের ন্যায় এতশের সাহায্যার্থ শীঘ্র প্রদীপ্ত হইয়াছিলেন ; যিনি সৰ্ব্বভক্ষণশীল ও ক্ষয়রহিত।
৬ । হে স্তোতৃবর্গ ! তোমরা নিরতিশয় প্রীতিভাজন, অতিথিভূত, পূজনীয় অগ্নিকে নিরস্তর ইন্ধনদ্বারা পূজা কর। তোমরা অবিনশ্বর অগ্নির সন্মুখীন হইয়া স্তোত্রদ্বারা তাহার পরিচর্য্যা কর । কারণ, দেবগণের মধ্যে দানাদিগুণসম্পন্ন অগ্নি আমাদিগের পূজা গ্রহণ করেন।
৭ । আমি ইন্ধনদ্বারা প্রদীপ্ত অগ্নির স্তুতির দ্বারা স্তব করি । আমি স্বভাববিশুদ্ধ, পবিত্রতা বিধায়ক ধ্রুব অগ্নিকে যজ্ঞে অগ্রে স্থাপন করি । আমরা জ্ঞানসম্পন্ন, দেবগণের আহ্বানকারী, বহুলোকের বরণীয়, সদাশয়, সৰ্ব্বদর্শী ও সৰ্ব্বভূতজ্ঞ অগ্নির নিকট ধন প্রার্থনা করি ।
৮। হে অগ্নি ! তুমি অক্ষয়, হবাবাহক, রক্ষাকারী ও পূজনীয় ; যুগে যুগে দেবগণ ও মনুষ্যগণ তোমাকে দৈত্যকার্য্যে নিয়োজিত করিয়াছেন । তাঁহারা প্রবুদ্ধ, সৰ্ব্বব্যাপী, প্রজাপালক অগ্নিকে নমস্কারপূর্বক দেবীর উপর সংস্থাপিত করিয়াছেন ।
৯ । হে অগ্নি ! তুমি দেব ও মনুষ্য উভয়ের প্রতি দয়া প্রদর্শন করিয়া এবং যজ্ঞে দেবগণের সমীপে দৌত্যকাৰ্য্য করিয়া স্বর্গ ও পৃথিবীতে সঞ্চরণ কর। যেহেতু আমরা তোমার জন্য যজ্ঞ করিতেছি ও স্তোত্র পাঠ করিতেছি। অতএব ত্রিভুবনবৰ্ত্তী তুমি আমাদিগের মুখ বিধান কর।
১০ । আমরা অল্প বুদ্ধি ; আমরা বিচক্ষণ শ্রেষ্ঠ, অঙ্গসৌষ্ঠবসম্পন্ন, মনজ্ঞমূর্ত্তি ও মনোহরগতি অগ্নির পরিচর্য্যা করিতেছি। সৰ্ব্বজ অগ্নি যেন যাগ করেন এবং অমরগণের মধ্যে আমাদিগের হব্য প্রচার করেন ।
১১। হে শৌর্য্যসম্পন্ন অগ্নি ! তুমি দূরদর্শী, যে পুরূষ তোমার স্তব করে, তুমি তাহাকে রক্ষা কর ও তদীয় মনোরথ পূর্ণ কর। যে ব্যক্তি যজ্ঞ সম্পাদন বা হব উৎক্ষেপ করে তাঁহাকেই তুমি বল ও ধনদ্বারা পূর্ণ কর।
১২ । হে অগ্নি ! তুমি শক্র হইতে আমাদিগকে সৰ্ব্বতোভাবে রক্ষা কর। হে বলসম্পন্ন ! তুমিই আমাদিগকে পাপ হইতে পরিত্রাণ কর, তোমার নিকট দোষহীন হব্য উপস্থিত হউক । তোমা কর্তৃক প্রদত্ত সহস্র প্রকার ধন আমাদিগের নিকট উপস্থিত হউক ।
১৩। দেবগণের আহ্বানকারী, রাজা অগ্নি গৃঙ্গের অধিপতি এবং জাতবেদা, সুতরাং সমস্ত ভূতজাত অবগত আছেন। তিনি দেব ও মনুষ্যগণের মধ্যে নিরতিশয় যাগকারী। সত্য সম্পন্ন সেই অগ্নি প্রকৃষ্টরূপে যজ্ঞ করুন ।
১৪। হে যজ্ঞসম্পাদক, পাবনদীপ্তিসম্পন্ন অগ্নি ; আদ্য যজমান যে যজ্ঞসম্পাদন করিতেছেন, তুমি তাহার অনুমোদন কর। তুমি যজমান, অতএব তুমি যজ্ঞে দেবগণের যাগ কর। যেহেতু তুমি নিজ মহিমাদ্বারা সৰ্ব্বব্যাপী, অতএব হে যুবতম অগ্নি ! অদ্য আমরা তোমাকে যে হব্য প্রদান করিতেছি তাহা তুমি স্বীকার কর।
১৫ । হে অগ্নি। বেদির উপর যথাবিধি স্থাপিত হবারূপ অল্পের প্রতি দৃষ্টিপাত কর। স্বর্গ ও পৃথিবীর যাগ করিবার জন্ত এই ধজমান তোমাকে । সংস্থাপিত করিয়াছে। হে ঐশ্বৰ্য্যসম্পন্ন অগ্নি ! তুমি আমাদিগকে সংগ্রামে রক্ষা কর, যাঁহাতে আমরা সমস্ত কষ্ট হইতে পরিত্রাণ পাইব । আমরা যেন সমস্ত দুরিত হইতে পরিত্রাণ পাই ; আমরা যেন তোমার রক্ষা বশতঃ তৎসমুদয় হইতে উদ্ধার পাই।
১৬ । হে শোভন শিখাসম্পন্ন অগ্নি । অখিল দেবগণের সহিত সৰ্ব্বাগ্রগণ্য তুমি উর্ণাবিশিষ্ট ঘৃত সংপৃক্ত কুলার সদৃশ উত্তর বেদির উপর উপবেশন কর এবং হব্যদাতা যজমানের যজ্ঞ যথাযথক্রপে দেবগণের নিকট বহন কর।
১৭। কৰ্ম্মনিৰ্ব্বাহক ঋত্বিগগণ অথর্ব ঋষির ন্যায় অগ্নিকে মন্থন করিতেছেন এবং ভ্রমণশীল অমূঢ় অগ্নিকে রাত্রির অন্ধকার সমূহ হইতে আনয়ন করিতেছেন।
১৮। হে অগ্নি! যজ্ঞে দেবকাম যজমানের কল্যাণার্থ প্রাচুভূত হও । যজ্ঞের সমৃদ্ধি বিধায়ক অমরগণকে আনয়ন কর। দেবগণের নিকট আমাদিগের যজ্ঞ বহন কর ।
১৯ । হে গৃহের অধিপতি অগ্নি ! মানবগণের মধ্যে আমরাই ইন্ধনদ্বারা তোমার বৃদ্ধি সাধন করিয়াছি। অতএব আমাদিগের গার্হপত্য অগ্নি সমস্ত প্রয়োজনীয় বস্তুদ্বারসম্পূর্ণতা লাভ করুক। তুমি তীক্ষ দীপ্তিদ্বারা আমাদিগকে যোজিত কল ।
—————-
(১) মূলে “বীতহব্যায় ভরদ্বাজায়” আছে।