ঋগ্বেদ সংহিতা । ৬ মণ্ডল । ৩ সুক্ত
অগ্নি দেবতা । ভরদ্বাজ ঋষি ।
১ । হে দেব অগ্নি ! যে যজমান যজ্ঞপালক ও যজ্ঞ নিমিত্ত সঞ্জাত, সেই দেবকাম যজমান ত্বদীয় বিস্তীর্ণ জ্যোতিঃ লাভ করে এবং তাহাকে তুমি মিত্র ও বরুণের সহিত সমপ্রীতি ভাগী হইয়া তেজোদ্বারা পাপ হইতে রক্ষা কর ।
২ । যে যজমান বাঞ্ছিতধনের অধিপতি অগ্নির হোম করে, সে সমস্ত যজ্ঞে যজ্ঞবান হয় এবং সমস্ত পবিত্ৰ কৰ্ম্মম্বারা পূত হয় । তাহার যশস্বী পুত্রের অভাব ঘটে না, কিম্বা পাপ বা গৰ্ব্ব সেই ব্যক্তিকে স্পর্শ করে না ।
৩। সূর্য্যের ন্যায় যাঁহার দর্শন নিষ্পাপ, যে প্রজ্বলিত অগ্নির জ্বালাসমূহ রাত্রির শব্দায়মান ধেনুগণের ন্যায় চতুর্দিকে বিস্তৃত হয়, সকলের আবাসভূত, বনজাত সেই অগ্নি সৰ্ব্বত্র মনোজ্ঞ মূৰ্ত্তি হইয়া দৃষ্ট হয়েন।
৪ । এই অগ্নির পথ তীক্ষ এবং ইঁহার দেহ মুখদ্বারা তৃণাদানকারী অশ্বের ন্যায় নিরতিশয় দীপ্তি পাইতেছে। স্বর্ণকার যেরূপ ধাতুসকল দ্রবীভূত করে (১) তদ্রুপ অগ্নি কাষ্ঠ সকল ভস্মসাৎ করিয়া কুঠারবৎ নিজ জিহ্বা নিঃসৃত করিতেছে।
৫ । বাণ নিক্ষেপকারী যেরূপ নিজ বাণ নিক্ষেপ করে, তদ্রুপ সেই অগ্নি নিজ জ্বালাসমূহ দুরে নিক্ষেপ করেন এবং যোদ্ধা যেরূপ লৌহময় অস্ত্রের ধার শানিত করে (২) তদ্রূপ শিক্ষা নিক্ষেপ সময়ে নিজ দীপ্তি সুতীক্ষ্ণ করেন এবং বৃক্ষের উপর অবস্থিত লঘুপতনসমর্থ পদবিশিষ্ট পক্ষীর ন্যায় বিচিত্রভাবে গমন করিয়া রাত্রি অতিক্রম করেন, অর্থাৎ ধীরে ধীরে অন্ধকার নাশ করেন।
৬ । সেই অগ্নি স্তর্বাহ, সূর্যের ন্যায় আপনাকে দীপ্ত রশ্মিদ্বারা আব্রত করেন। অনুকূল দীপ্তি বিস্তার করিয়া শিখাসহকারে নিরতিশয় শব্দ করেন ; তিনি রাত্রিতে দীপ্তি প্রকাশ করিয়া দিবসের ন্যায় মনুষ্যগণকে স্ব স্ব কার্য্যে প্রেরণ করেন । অমর ও দোষ রহিত অগ্নি প্রভান্বিত দীপ্তি সহকারে নেতৃভূত নিজ রশ্মি সকলকে প্রেরণ করেন ।
৭ । দীপ্তিসম্পন্ন স্বৰ্য্যের ন্যায় রশ্মি বিস্তারকারী যে অগ্নির মহৎ শব্দ শ্রুত হয়, অভীষ্টবৰ্ষী দীপ্ত সেই অগ্নি ওষধিসমূহের মধ্যে নিরতিশয় শব্দ করেন । যিনি দীপ্ত ও গণনশীল এবং ইতস্ততঃ উর্দ্ধগামী তেজোদ্বারা গমনপূর্বক শক্রগণকে দমন করিয়া শোভনপতিসম্পন্ন স্বর্গ ও পৃথিবীকে ধনদ্বারা পূর্ণ করেন (৩) ।
৮ । যে অগ্নি স্বয়ং নিযুক্ত হইয়া অশ্বের ন্যায় পূজনীয় দীপ্তি সহকারে গমন করেন, যিনি নিজ দহনকারী রশ্মি সহকারে বিদ্যুতের ন্যায় শোভt পাইতেছেন, যিনি মরুৎগণের বল শোষণ করেন, নিরতিশয় দীপ্তিশালী সুর্য্যের ন্যায় প্রদীপ্ত ও বেগসম্পন্ন সেই অগ্নি বিরাজ করিতেছেন।
——————
( ১ ) মূলে “দ্রবিঃ ন দ্রাবয়তি” আছে। “As a melter causes to melt.”–Wilson.
( ২ ) মূলে “অযসো ন ধারাং” আছে। অযঃ অর্থে এখানে লৌহের অস্ত্র।
(৩) পতি যেরূপ ভাৰ্য্যাকে অর্থ দান করেন, অগ্নি সেইরূপ স্বর্গ ও পৃথিৰীকে ধন পূর্ণ করেন, এই বোধ হয় অর্থ।