৫৫ সুক্ত ।।
অনুবাদঃ
১। পূজনীয় মরুৎগণ সমুজ্জ্বল অস্ত্রধারী ও বক্ষ:স্থলে সুবর্ণ আভরণকারী, তারা প্রভূত বল ধারণ করেন। বিনীত, দ্রুতগামী অশ্বগণ তাদের বহন করছে। সুন্দরভাবে গমনকারী মরুৎগণের রথ সকলও পশ্চাৎ গমন করছে।
২। হে মরুৎগণ! তোমরা যেরূপ উচিত বোধ কর, স্বয়ং সেরূপ বল ধারণ কর। তোমরা অসীম ও বলবান রূপে শোভা পাও ও বলদ্বারা অন্তরীক্ষ ব্যাপ্ত কর। সুন্দরভাবে গমনকারী মরুৎগণের রথ সকলও পশ্চাৎ গমন করে।
৩। বলবান মরুৎগণ এককালে জন্মেছেন ও এককালে বর্ষণ করেন। তারা শোভাসম্পন্ন হয়ে বৃদ্ধি লাভ করেছেন। তারা সূর্য রশ্মির ন্যায় বাগাদি ক্রিয়ার অধিনায়ক ও দীপ্তিমান। সুন্দরভাবে গমনকারী মরুৎগণের রথ সকলও পশ্চাৎ গমন করে।
৪। হে মরুৎগণ! তোমাদের মহত্ব, স্তবার্হ ও সূর্য মুর্তির ন্যায় দর্শনীয়। তোমরা আমাদের স্বর্গ সাধন বিষয়ে সহায়তা কর। সুন্দরভাবে গমনকারী মরুৎগণের রথ সকলও পশ্চাৎ গমন করে।
৫। হে মরুৎগণ! তোমরা অন্তরিক্ষ হতে বারি বর্ষণ কর। হে জল সম্পন্ন। তোমরা বৃষ্টিপাত কর। হে শত্রুনাশকগণ! তোমাদের ধেনু গণ অর্থাৎ মেঘ সকল, কখনও শুষ্ক হয় না। সুন্দরভাবে গমনকারী মরুৎগণের রথ সকলও পশ্চাৎ গমন করে।
৬। হে মরুৎগণ! যেকালে তোমরা রথাগ্রভাবে পুশতী অশ্বী সকলকে যোজনা কর, সেকালে তোমরা কনকময়” কবচ উন্মুক্ত কর। এরূপে তোমরা সমস্ত সংগ্রাম জয় কর। সুন্দরভাবে গমনকারী মরুৎগণের রথ সকলও পশ্চাৎ গমন করে।
৭। হে মরুৎগণ! পর্বত বা নদী সকল তেমাদের গতিরোধ না করুক। তোমরা যে কোন স্থানে যেতে অভিপ্রায় কর, তথায় গমন কর এবং স্বর্গ ও পৃথিবীতে ব্যাপ্ত হও। সুন্দরভাবে গমনকারী মরুৎগণের রথ সকলও পশ্চাৎ গমন করে।
৮। হে মরুৎগণ! তোমাদের উদ্দেশে যে কোন যাগাদি পূর্বে অনুষ্ঠিত হয়েছে ও অধুন্য হচ্ছে; হে বসুগণ! যে কোন মন্ত্রগীত হচ্ছে ও যে কান স্তোত্র পঠিত হচ্ছে, তোমরা সে সমস্ত অবগত হও। সুন্দরভাবে গমনকারী মরুৎগণের রথ সকলও পশ্চাৎ গমন করে।
৯। হে মরুৎগণ! তোমরা আমাদের অনিষ্ট বিধান না করে সুখ বিধান কর। সখ্যদ্বারা আমাদের স্তোত্রের পুরস্কার কর। সুন্দরভাবে গমনকারী মরুৎগণের রথ সকলও পশ্চাৎ গমন করছে।
১০। হে মরুৎগণ! তোমরা আমাদের ঐশ্বর্যাভিমুখে নিয়ে যাও, আমাদের স্তবে প্রসন্ন হয়ে পাপ হতে আমাদের মুক্ত কর। হে পুজনীয় মরুৎগণ! তোমরা আমাদের প্রদত্ত হব্য গ্রহণ কর, আমরা যেন নানাবিধ ধনের অধিপতি হই।
HYMN LV. Maruts.
1. WITH gleaming lances, with their breasts adorned with gold, the Maruts, rushing onward, hold high power of life.
They hasten with swift steeds easy to be controlled. Their cars moved onward as they went to victory.
2 Ye, as ye wist, have gained of your own selves your power: high, O ye Mighty Ones, and wide ye shine abroad.
They with their strength have even measured out the sky.
Their cars moved onward as they went to victory.
3 Strong, born together, they together have waxed great: the Heroes more and more have grown to majesty
Resplendent as the Sun’s beams in their light are they. Their cars moved onward as they went to victory.
4 Maruts, your mightiness deserves to be adored, sight to be longed for like the shining of the Sun.
So lead us with your aid to immortality.
Their cars moved onward as they went to victory.
5 O Maruts, from the Ocean ye uplift the rain, and fraught with vaporous moisture pour the torrents down.
Never, ye Wonder-Workers, are your Milch-kine dry. Their cars moved onward as they went to victory.
6 When to your car-poles ye have yoked your spotted deer to be your steeds, and put your golden mantles on,
O Maruts, ye disperse all enemies abroad. Their cars moved onward as they went to victory.
7 Neither the mountains nor the rivers keep you back: whither ye have resolved thither ye, Maruts, go.
Ye compass round about even the heaven and earth. Their cars moved onward as they went to victory.
Whate’er is ancient, Maruts, what of recent time, whate’er is spoken, Vasus, what is chanted forth,
They who take cognizance of all of this are ye. Their cars moved onward as they went to victory.
9 Be gracious unto us, ye Maruts, slay us not extend ye unto us shelter of many a sort.
Pay due regard unto our friendship and our praise. Their cars moved onward as they went to victory.
10 O Maruts, lead us on to higher fortune deliver us, when lauded, from afflictions.
Accept, ye Holy Ones, the gifts we bring you. May we be masters of abundant riches.
Rig Veda Book 5 Hymn 55
परयज्यवो मरुतो भराजद्र्ष्टयो बर्हद वयो दधिरे रुक्मवक्षसः |
ईयन्ते अश्वैः सुयमेभिर आशुभिः शुभं याताम अनु रथा अव्र्त्सत ||
सवयं दधिध्वे तविषीं यथा विद बर्हन महान्त उर्विया वि राजथ |
उतान्तरिक्षम ममिरे वय ओजसा शुभं याताम अनु रथा अव्र्त्सत ||
साकं जाताः सुभ्वः साकम उक्षिताः शरिये चिद आ परतरं वाव्र्धुर नरः |
विरोकिणः सूर्यस्येव रश्मयः शुभं याताम अनु रथा अव्र्त्सत ||
आभूषेण्यं वो मरुतो महित्वनं दिद्र्क्षेण्यं सूर्यस्येव चक्षणम |
उतो अस्मां अम्र्तत्वे दधातन शुभं याताम अनु रथा अव्र्त्सत ||
उद ईरयथा मरुतः समुद्रतो यूयं वर्ष्टिं वर्षयथा पुरीषिणः |
न वो दस्रा उप दस्यन्ति धेनवः शुभं याताम अनु रथा अव्र्त्सत ||
यद अश्वान धूर्षु पर्षतीर अयुग्ध्वं हिरण्ययान परत्य अत्कां अमुग्ध्वम |
विश्वा इत सप्र्धो मरुतो वय अस्यथ शुभं याताम अनु रथा अव्र्त्सत ||
न पर्वता न नद्यो वरन्त वो यत्राचिध्वम मरुतो गछथेद उ तत |
उत दयावाप्र्थिवी याथना परि शुभं याताम अनु रथा अव्र्त्सत ||
यत पूर्व्यम मरुतो यच च नूतनं यद उद्यते वसवो यच च शस्यते |
विश्वस्य तस्य भवथा नवेदसः शुभं याताम अनु रथा अव्र्त्सत ||
मर्ळत नो मरुतो मा वधिष्टनास्मभ्यं शर्म बहुलं वि यन्तन |
अधि सतोत्रस्य सख्यस्य गातन शुभं याताम अनु रथा अव्र्त्सत ||
यूयम अस्मान नयत वस्यो अछा निर अंहतिभ्यो मरुतो गर्णानाः |
जुषध्वं नो हव्यदातिं यजत्रा वयं सयाम पतयो रयीणाम ||
prayajyavo maruto bhrājadṛṣṭayo bṛhad vayo dadhire rukmavakṣasaḥ |
īyante aśvaiḥ suyamebhir āśubhiḥ śubhaṃ yātām anu rathā avṛtsata ||
svayaṃ dadhidhve taviṣīṃ yathā vida bṛhan mahānta urviyā vi rājatha |
utāntarikṣam mamire vy ojasā śubhaṃ yātām anu rathā avṛtsata ||
sākaṃ jātāḥ subhvaḥ sākam ukṣitāḥ śriye cid ā prataraṃ vāvṛdhur naraḥ |
virokiṇaḥ sūryasyeva raśmayaḥ śubhaṃ yātām anu rathā avṛtsata ||
ābhūṣeṇyaṃ vo maruto mahitvanaṃ didṛkṣeṇyaṃ sūryasyeva cakṣaṇam |
uto asmāṃ amṛtatve dadhātana śubhaṃ yātām anu rathā avṛtsata ||
ud īrayathā marutaḥ samudrato yūyaṃ vṛṣṭiṃ varṣayathā purīṣiṇaḥ |
na vo dasrā upa dasyanti dhenavaḥ śubhaṃ yātām anu rathā avṛtsata ||
yad aśvān dhūrṣu pṛṣatīr ayughdhvaṃ hiraṇyayān praty atkāṃ amughdhvam |
viśvā it spṛdho maruto vy asyatha śubhaṃ yātām anu rathā avṛtsata ||
na parvatā na nadyo varanta vo yatrācidhvam maruto ghachathed u tat |
uta dyāvāpṛthivī yāthanā pari śubhaṃ yātām anu rathā avṛtsata ||
yat pūrvyam maruto yac ca nūtanaṃ yad udyate vasavo yac ca śasyate |
viśvasya tasya bhavathā navedasaḥ śubhaṃ yātām anu rathā avṛtsata ||
mṛḷata no maruto mā vadhiṣṭanāsmabhyaṃ śarma bahulaṃ vi yantana |
adhi stotrasya sakhyasya ghātana śubhaṃ yātām anu rathā avṛtsata ||
yūyam asmān nayata vasyo achā nir aṃhatibhyo maruto ghṛṇānāḥ |
juṣadhvaṃ no havyadātiṃ yajatrā vayaṃ syāma patayo rayīṇām ||