৫৪ সুক্ত ।।
অনুবাদঃ
১। এ স্তুতিদ্বারা মরুৎ বলের প্রশংসা কর, মরুৎগণ নিজবলে বলীয়ান, পর্বতগণের উৎপাটনকারী, উত্তাপনাশক, স্বর্গ হতে আগত, পরিচিত যজ্ঞে ও প্রচুর অন্নদাতা; তাদের প্রচুর হব্য প্রদান কর।
২। হে মরুৎগণ! তোমরা দীপ্তিমান, বারিবর্ষক ও অন্নবর্ধক; তোমরা রথে অশ্ব যোজনা করে সর্বত্র গমন কর ও বিদ্যুতের সাথে মিলিত হও। তৎকালে ত্রিত গর্জন করেন এবং সর্বব্যাপিনী বারিধারা ধরাতলে পতিত হয়।
৩। প্রখর দী্তিশালী, বারিবর্ষক, অস্ত্রব্যাপ্ত, দীপ্তিমান, পর্বতভেদী, নিরন্তর বৃষ্টিদাতা, বজ্র্রধারী, সমবেত গর্জনকারী উদ্যোগশালী ও সমধিক বলসম্পন্ন মরুৎগণ বৃষ্টির জন্য আবির্ভূত হচ্ছেন।
৪। হে রুদ্র পুত্রগণ! তোমরা দিবা ও রাত্রি প্রবর্তিত কর। হে শক্তিসম্পন্নগণ! তোমরা অন্তরীক্ষ ও জগৎ সমুদয় বিক্ষিপ্ত কর। হে কম্পনবিধায়িগণ! তোমরা সমুদ্র গর্ভস্থ নৌকায় ন্যায় মেঘ সকলকে নিধুনিত কর। তোমরা শত্রুদের দুর্গ সকল বিধ্বস্ত কর, অথচ হে মরুৎগণ! তোমরা হিংসা কর না।
৫। হে মরুৎগণ! সূর্য যেরূপ বহুদুর নিজ দীপ্ত বিস্তার করেন অথবা বিচিত্রবর্ণ দেবগণের অশ্ব সকল যেরূপ দূরগামী হয়, তদ্রুপ তোমাদের সুপ্রসিদ্ধ বীর্য তোমাদরে গৌরব সুদুরব্যাপ্ত করেছেন। হে অসীম দীপ্তিশালী মরুৎগণ। তোমরা বারিবর্ষণ প্রতি বন্ধক মেঘকে বিদীর্ণ করেছ।
৬। হে বৃষ্টিবর্ষণকারী মরুৎগণ! যে কালে জলপূর্ণ মেঘকে বিক্ষিপ্ত করে বৃষ্টিপাত কর, সেকালে তোমাদের বল প্রকাশিত হয়। নেত্র যেরূপ পথ প্রদর্শক হয় সেরূপ তোমরা সকলে পরস্পর সমবেত ও প্রসন্নচিত্ত হয়ে পথ প্রদর্শন পূর্বক আমাদের সুগম পথদ্বারা ঐশ্বর্য সমীপে নিয়ে যাও।
৭। হে মরুৎগণ! যে ঋষি বা রাজাকে তোমরা প্রবর্তিত কর, তিনি পরাজিত বা নিহত হন না। তার ক্ষয়, যন্ত্রণা ও ক্ষতি হয় না; তার ধন বা নিরাপদতার হ্রাস হয় না।
৮। নিষুৎনামক অশ্বগণের অধিপতি, পদার্থ সকলের সংশ্লেষনাশক যাগাদি কার্যের নেতা ও আদিত্যগণের ন্যায় দীপ্তিশালী মরুৎগণ বারিরাশি প্রদান করেন। তখন তারা একাধিপত্য লাভ করেন, সেকালে তারা মেঘকে জল পূর্ণ করেন এবং উচ্চেস্বরে গর্জন করেন তারা সুমধুর সারভূত জলদ্বারা পৃথিবীকে আর্দ্র করেন।
৯। এ পৃথিবী মরুৎগণের জন্য সুবিস্তীর্ণ হয়ে আছে। বিস্তৃত স্বর্গ প্রবহমান বায়ুর জন্য অবস্থিত আছে। অন্তরীক্ষস্থিত পথ সকল তার গতির নিমিত্ত বিস্তৃত আছে। তাদেরই জন্য বিস্তৃত মেঘ সকল সত্বর বারিবর্ষণ করে।
১০। হে বলশালী, নেতা স্বর্গের পথ প্রদর্শক মরুৎগণ। সূর্য উদিত হলে যখন তোমরা সোমরস পনার্থে উল্লসিত হও, তৎকালে তোমাদের অশ্বগণ গমনে শৈথিল্য প্রকাশ করে না। তোমরাও এ অখিল ত্রিভুবন মার্গের পারে উত্তীর্ণ হও।
১১। হে মরুৎগণ! তোমাদরে সকন্ধদেশে অস্ত্র সকল, পাদদেশে কটক। বক্ষ:স্থলে সুবর্ণময় আছরণ এবং রথোপরি শোভমান দীপ্তি আছে। তোমাদের হস্তদ্বয়ে অঘ্নিদ্বারা প্রদীপ্ত বিদ্যুৎ সকল শোভা পায় এবং মস্তকোপরি কর্ণকময় উষ্ণীক (১) সকল বিস্তৃত থাকে।
১২। হে মরুৎগণ! যেকালে তোমরা আস সেকালে অপ্রতিহত দীপ্তিশলী স্বর্গ ও সমুজ্জল বারিরাশি বিচলিত হতে থাকে। যখন তোমরা আমরা প্রদত্ত হব্য ভোজন করে বলশালী হও ও উজ্জ্বলভাবে দীপ্তি প্রকাশ কর এবং যখন তোমরা বারিবর্ষণ করতে অভিপ্রায় কয় তৎকালে তোমরা ভীষণ রূপে গর্জন করতে থাক।
১৩। হে জ্ঞানসম্পন্ন মরুৎগণ! রথের অধিপতি আমরা যেন তোমার দেওয়া অন্নরূপ ধনের অধিকারী হই; সূর্যের যেরূপ ্কাশ হতে লয় নেই সেরূপ সে ধনর বিলয় ্েই। অতএব হে মরুৎগণ! আমাদের অপরিমিত ধনদ্বারা আনন্দিত কর।
১৪। হে মরুৎগণ! তোমরা ধন ও বাঞ্চনয়ি পুত্র ভৃত্যাদি প্রদান কর; তোমরা সামগায়ক ঋষিকে রক্ষা কর। আমি দেবগণের হোম করছি, তেমরা আমাকে অশ্ব ও অন্ন দান কর; তোমরা রাজাকে সমৃদ্ধশালী কর।
১৫। হে মরুৎগণ! তোমরা রক্ষা করণে তৎপর বলে আমি তোমাদের নিকট ধন প্রার্থনা করছি। সূর্য যেরূপ নিজ রশ্মি বহু দূরে বিস্তৃত করেন, সেরূপ সে ধন দ্বারা আমার পুত্র ভৃতাদিগকে সুদুর ব্যাপ্ত করতে পারব। হে মরুৎগণ! তোমরা ্মার এ স্তবে প্রসন্ন হও যেন এ স্তোত্রবলে আমরা শত হেমন্ত অতিক্রম করব অর্থাৎ শত বৎসর জীবিত থকব (২)।
টীকাঃ
১। মূলে শিপ্রা: শীর্ষসু বিততা: হিরণ্যরী: আছে। Golden tiaras are towering hn your heads. Wilson.
২। মনুষ্য পরমায়ুর সীমা শত বৎসর।
HYMN LIV. Maruts.
1. THIS hymn will I make for the Marut host who bright in native splendour cast the mountains down.
Sing the great strength of those illustrious in renown, who stay the heat, who sacrifice on heights of heaven.
2 O Maruts, rich in water, strengtheners of life are your strong bands with harnessed steeds, that wander far.
Trita roars out at him who aims the lightning-flash. The waters sweeping round are thundering on their way.
3 They gleam with lightning, Heroes, Casters of the Stone, wind-rapid Maruts, overthrowers of the bills,
Oft through desire to rain coming with storm of hail, roaring in onset, violent and exceeding strong.
4 When, mighty Rudras, through the nights and through the days, when through the sky and realms of air, shakers of all,
When over the broad fields ye drive along like ships, e’en to strongholds ye come, Maruts, but are not harmed.
5 Maruts, this hero strength and majesty of yours hath, like the Sun, extended o’er a lengthened way,
When in your course like deer with splendour unsubdued ye bowed the hill that gives imperishable rain.
6 Bright shone your host, ye Sages, Maruts, when ye smote the waving tree as when the worm consumeth it.
Accordant, as the eye guides him who walks, have ye led our devotion onward by an easy path.
7 Never is he, O Maruts, slain or overcome, never doth he decay ne’er is distressed or harmed;
His treasures, his resources, never waste away, whom. whether he be prince or Ṛṣi, ye direct.
8 With harnessed team like heroes overcoming troops, the friendly Maruts, laden with their water-casks,
Let the spring flow, and when impetuous’ they roar they inundate the earth with floods of pleasant meath.
9 Free for the Maruts is the earth with sloping ways, free for the rushing Ones is heaven with steep descents.
The paths of air’s mid-region are precipitous, precipitous the mountains with their running streams.
10 When, as the Sun hath risen up, ye take delight, O bounteous radiant Maruts, Heroes of the sky,
Your coursers weary not when speeding onṭheir way, and rapidly ye reach the end of this your path.
11 Lances are on your shoulders, anklets on your feet, gold chains are on your breasts, gems, Maruts, on your car.
Lightnings aglow with flame are flashing in your hands, and visors wroughtof gold are laid upon your heads.
12 Maruts, in eager stir ye shake the vault of heaven, splendid beyond conception, for its shining fruit.
They gathered when they let their deeds of might flash forth. The Pious Ones send forth a far-resounding shout.
13 Sage Maruts, may we be the drivers of the car of riches ful I of life that have been given by you.
O Maruts, let that wealth in thousands dwell with us which never vanishes like Tisya from the sky.
14 Maruts, ye further wealth with longedfor heroes, further the Ṛṣi skilled in chanted verses.
Ye give the Bhārata as his strength, a charger, and ye bestow a king who quickly listens.
15 Of you, most swift to succour! I solicit wealth wherewith we may spread forth mid men like as the Sun.
Accept, O Maruts, graciously this hymn of mine that we may live a hundred winters through its power.
Rig Veda Book 5 Hymn 54
पर शर्धाय मारुताय सवभानव इमां वाचम अनजा पर्वतच्युते |
घर्मस्तुभे दिव आ पर्ष्ठयज्वने दयुम्नश्रवसे महि नर्म्णम अर्चत ||
पर वो मरुतस तविषा उदन्यवो वयोव्र्धो अश्वयुजः परिज्रयः |
सं विद्युता दधति वाशति तरितः सवरन्त्य आपो ऽवना परिज्रयः ||
विद्युन्महसो नरो अश्मदिद्यवो वातत्विषो मरुतः पर्वतच्युतः |
अब्दया चिन मुहुर आ हरादुनीव्र्त सतनयदमा रभसा उदोजसः ||
वय अक्तून रुद्रा वय अहानि शिक्वसो वय अन्तरिक्षं वि रजांसि धूतयः |
वि यद अज्रां अजथ नाव ईं यथा वि दुर्गाणि मरुतो नाह रिष्यथ ||
तद वीर्यं वो मरुतो महित्वनं दीर्घं ततान सूर्यो न योजनम |
एता न यामे अग्र्भीतशोचिषो ऽनश्वदां यन नय अयातना गिरिम ||
अभ्राजि शर्धो मरुतो यद अर्णसम मोषथा वर्क्षं कपनेव वेधसः |
अध समा नो अरमतिं सजोषसश चक्षुर इव यन्तम अनु नेषथा सुगम ||
न स जीयते मरुतो न हन्यते न सरेधति न वयथते न रिष्यति |
नास्य राय उप दस्यन्ति नोतय रषिं वा यं राजानं वा सुषूदथ ||
नियुत्वन्तो गरामजितो यथा नरो ऽरयमणो न मरुतः कबन्धिनः |
पिन्वन्त्य उत्सं यद इनासो अस्वरन वय उन्दन्ति पर्थिवीम मध्वो अन्धसा ||
परवत्वतीयम पर्थिवी मरुद्भ्यः परवत्वती दयौर भवति परयद्भ्यः |
परवत्वतीः पथ्य्र अन्तरिक्ष्याः परवत्वन्तः पर्वता जीरदानवः ||
यन मरुतः सभरसः सवर्णरः सूर्य उदिते मदथा दिवो नरः |
न वो ऽशवाः शरथयन्ताह सिस्रतः सद्यो अस्याध्वनः पारम अश्नुथ ||
अंसेषु व रष्टयः पत्सु खादयो वक्षस्सु रुक्मा मरुतो रथे शुभः |
अग्निभ्राजसो विद्युतो गभस्त्योः शिप्राः शीर्षसु वितता हिरण्ययीः ||
तं नाकम अर्यो अग्र्भीतशोचिषं रुशत पिप्पलम मरुतो वि धूनुथ |
सम अच्यन्त वर्जनातित्विषन्त यत सवरन्ति घोषं विततम रतायवः ||
युष्मादत्तस्य मरुतो विचेतसो रायः सयाम रथ्यो वयस्वतः |
न यो युछति तिष्यो यथा दिवो ऽसमे रारन्त मरुतः सहस्रिणम ||
यूयं रयिम मरुत सपार्हवीरं यूयम रषिम अवथ सामविप्रम |
यूयम अर्वन्तम भरताय वाजं यूयं धत्थ राजानं शरुष्टिमन्तम ||
तद वो यामि दरविणं सद्यूतयो येना सवर ण ततनाम नॄंर अभि |
इदं सु मे मरुतो हर्यता वचो यस्य तरेम तरसा शतं हिमाः ||
pra śardhāya mārutāya svabhānava imāṃ vācam anajā parvatacyute |
gharmastubhe diva ā pṛṣṭhayajvane dyumnaśravase mahi nṛmṇam arcata ||
pra vo marutas taviṣā udanyavo vayovṛdho aśvayujaḥ parijrayaḥ |
saṃ vidyutā dadhati vāśati tritaḥ svaranty āpo ‘vanā parijrayaḥ ||
vidyunmahaso naro aśmadidyavo vātatviṣo marutaḥ parvatacyutaḥ |
abdayā cin muhur ā hrādunīvṛta stanayadamā rabhasā udojasaḥ ||
vy aktūn rudrā vy ahāni śikvaso vy antarikṣaṃ vi rajāṃsi dhūtayaḥ |
vi yad ajrāṃ ajatha nāva īṃ yathā vi durghāṇi maruto nāha riṣyatha ||
tad vīryaṃ vo maruto mahitvanaṃ dīrghaṃ tatāna sūryo na yojanam |
etā na yāme aghṛbhītaśociṣo ‘naśvadāṃ yan ny ayātanā ghirim ||
abhrāji śardho maruto yad arṇasam moṣathā vṛkṣaṃ kapaneva vedhasaḥ |
adha smā no aramatiṃ sajoṣasaś cakṣur iva yantam anu neṣathā sugham ||
na sa jīyate maruto na hanyate na sredhati na vyathate na riṣyati |
nāsya rāya upa dasyanti notaya ṛṣiṃ vā yaṃ rājānaṃ vā suṣūdatha ||
niyutvanto ghrāmajito yathā naro ‘ryamaṇo na marutaḥ kabandhinaḥ |
pinvanty utsaṃ yad ināso asvaran vy undanti pṛthivīm madhvo andhasā ||
pravatvatīyam pṛthivī marudbhyaḥ pravatvatī dyaur bhavati prayadbhyaḥ |
pravatvatīḥ pathyṛ antarikṣyāḥ pravatvantaḥ parvatā jīradānavaḥ ||
yan marutaḥ sabharasaḥ svarṇaraḥ sūrya udite madathā divo naraḥ |
na vo ‘śvāḥ śrathayantāha sisrataḥ sadyo asyādhvanaḥ pāram aśnutha ||
aṃseṣu va ṛṣṭayaḥ patsu khādayo vakṣassu rukmā maruto rathe śubhaḥ |
aghnibhrājaso vidyuto ghabhastyoḥ śiprāḥ śīrṣasu vitatā hiraṇyayīḥ ||
taṃ nākam aryo aghṛbhītaśociṣaṃ ruśat pippalam maruto vi dhūnutha |
sam acyanta vṛjanātitviṣanta yat svaranti ghoṣaṃ vitatam ṛtāyavaḥ ||
yuṣmādattasya maruto vicetaso rāyaḥ syāma rathyo vayasvataḥ |
na yo yuchati tiṣyo yathā divo ‘sme rāranta marutaḥ sahasriṇam ||
yūyaṃ rayim maruta spārhavīraṃ yūyam ṛṣim avatha sāmavipram |
yūyam arvantam bharatāya vājaṃ yūyaṃ dhattha rājānaṃ śruṣṭimantam ||
tad vo yāmi draviṇaṃ sadyaūtayo yenā svar ṇa tatanāma nṝṃr abhi |
idaṃ su me maruto haryatā vaco yasya tarema tarasā śataṃ himāḥ ||