৩১ সুক্ত ।।
অনুবাদঃ
১। ঐশ্বর্যশালী ইন্দ্র হব্য কামনায় স্বয়ং অধিষ্ঠিত হয়ে রথচালনা করেন। গোপালক যেরূপ পশুপাল ইতস্তত: সঞ্চালিত করে সেরূপ দেবাগ্রগণ্য ইন্দ্র শত্রুদের দূরে বিক্ষিপ্ত করে শত্রুধনে কামনা করে অপ্রতিহত প্রভাবে গমন করেন।
২। হে অশ্ববান ইন্দ্র! তুমি আমাদের সামনে এস এবং আমাদের প্রতি ঔদাসীনা প্রদর্শন করো না; হে বিবিধ ধনদাতা! আমাদের প্রতি অনুকুল হও, কারণ তোমা অপেক্ষা শ্রেষ্ঠতর অন্য কিছুই নেই; তুমি পত্নীহীন ব্যক্তিগণকে পত্নী প্রদান করেছ।
৩। যখন সুর্যের কিরণ ঊষার দীপ্তিকে অভিভূত করে তখন ইন্দ্র সর্ব প্রকার ধন প্রদান করেন। তিনি রোধকারী পর্বতের মধ্য হতে দুগ্ধপ্রদ ধেনু সকলকে মুক্ত করেছেন এবং সর্বব্যাপী অন্ধকারকে প্রভাদ্বারা দুরীভূত করেন।
৪। হে ইন্দ্র! তোমাকে বহুলোক আহ্বান করে; মানবগণ তোমার রথকে অশ্ববাহ্য করে প্রস্তুত করেছে; ত্বষ্টা তোমার দীপ্তিমান বজ্র নির্মাণ করেছেন; অঙ্গিরাগণ বৃত্বধের জন্য ইন্দ্রের স্তব করে তার বল বর্ধিত করেছেন।
৫। হে ইন্দ্র! তুমি অভীষ্টবর্ষী; যখন কল্রাণবর্ষী মরুৎগণ স্তবদ্বারা তোমার পূজা করেছিলেন এবং পাষাণ সকল সোমচূর্ণ করতে আনন্দিত হয়েছিল তখন অশ্বহীন ও রথহীন ইন্দ্র প্রেরিত মরুতগণ গিয়ে দস্যুদের পরাজিত করেছিলেন।
৬। হে ইন্দ্র! আমি তেমার প্রাচীন ও নুতন বীরত্বের ঘোষণা করছি, হে বজ্রধারী! তুমি স্বর্গ ও পৃথিবী জয় করে মনুষ্যগণকে অদ্ভূত কল্যাণকর জল প্রদান করেছ।
৭। মনোহর মুর্তি, জ্ঞানসম্পন্ন ইন্দ্র! এ তোমারই কার্য, যে বৃত্রকে সংহার করে তুমি জগতে নিজ বল প্রকাশ করেছ। তুমি যুদ্ধ করে শুষ্ণের কপটতা এবং দস্যুগণকে নষ্ট করেছ।
৮। হে ইন্দ্র! তুমি নদীপারে অবস্থন করে যদু এবং তুর্বসুকে উর্বরতাবিধায়ক জলদ্বারা প্রীত করেছ। হে ইন্দ্র! তুমি ভয়ানক শুষ্ণকে আক্রমণ করেছ এবং তাকে বধ করে কুৎসকে স্বগৃহে নিয়ে গিয়েছ। এজন্য উশনা ও দেবগণ তোমাদের উভয়ের সম্মান করেছেন।
৯। হে ইন্দ্র! হে কুৎস! এক রথে আরুঢ় তোমাদের অশ্বগণ যজমানের নিকট আনুক, তোমরা শুষ্ণকে তার আবাসভূত জল হতে দূরীভূত করেছ,তোমার ধনবান যজমানের হৃদয় হতে অজ্ঞানরূপ অন্ধকার দূর করেছ।
১০। হে ইন্দ্র! জ্ঞানী অবস্যু বায়ুর ন্যায় বেগগামী শান্ত প্রকৃতি অশ্ব সকল লাভ করেছেন। অবস্যুর মিত্রভূত সমস্ত স্তবকারিগণ স্তবদ্বারা তোমার বলের সম্বর্ধনা করেন।
১১। পূর্বে এতশের সাথে সূর্যের যখন যুদ্ধ হয়েছিল তখন ইন্দ্র দ্রুতগামী সূর্যরথের গতি রোধ করেছিলেন, ইন্দ্র পূর্বে দ্বিচক্র রথের একখানি চক্র হরণ করেছিলেন (১); সে চক্রদ্বারা ইন্দ্র শত্রুনাশ করেন; ইন্দ্র আমাদের যজ্ঞে উপস্থিত হয়ে আমাদের পুরস্কার প্রদান করুন।
১২। হে মানবগণ! ইন্দ্র সোমরস প্রদানকারী মিত্রভূত যজমানকে দেখবার আশায় তোমাদের দেখতে এসেছেন, যজমানগণ যে সোমচূর্ণকারী শব্দায়মান প্রস্তরের জন্য ত্বরায়মান, সে প্রস্তর বেদির উপর সংস্থাপিত হোক।
১৩। হে অমর ইন্দ্র! যে সকল লোক ধনলাভার্থে ব্যগ্রতার সাথে তোমাকে কামনা করে, তারা যেন পাপে পতিত না হয়; তুমি যজমানগণের প্রতি প্রসন্ন হও এবং যাদের মধ্যে আমরা স্তবকারী হয়ে তোমার বিশেষ প্রিয়পাত্র হয়েছি, সে সকল ব্যক্তিকে বল প্রদান কর।
টীকাঃ
১। এতশের জন্য ইন্দ্র সূর্যের রথের একটি চক্র হরণ করেছিলেন, একথার বাবার উল্লেখ আছে।
১।১৭০।৪ ও টীকা দেখুন। সূর্য গোলাকার একখানি চক্রের ন্যায়, এ হতেই তার একচক্র রথের কথা এবং রথের অপর চক্র ইন্দ্র দ্বারা অপহৃত হবার উপাখ্যান রোধ হয় উৎপন্ন হয়েছে।
HYMN XXXI. Indra.
1. MAGHAVAN Indra turns his chariot downward, the strength-displaying car which he hath mounted.
Even as a herdsman driveth forth his cattle, he goeth, first, uninjured, fain for treasure.
2. Haste to us, Lord of Bays; be not ungracious: visit us, lover of gold-hued oblation.
There is naught else better than thou art, Indra: e’en to the wifeless hast thou given spouses.
3 When out of strength arose the strength that conquers, Indra displayed all powers that he possesses.
Forth from the cave he drove the milky mothers, and with the light laid bare investing darkness.
4. Anus have wrought a chariot for thy Courser, and Tvaṣṭar, Much-invoked! thy bolt that glitters.
The Brahmans with their songs exalting Indra increased his strength that he might slaughter Ahi.
5 When heroes sang their laud to thee the Hero, Indra! and stones and Aditi accordant,
Without or steed or chariot were the fellies which, sped by Indra, rolled upon the Dasytis.
6 I will declare thine exploits wrought aforetime, and, Maghavan, thy deeds of late achievement,
When, Lord of Might, thou sunderedst earth and heaven, winning for man the moistly-gleaming waters.
7 This is thy deed, e’en this, Wonderful! Singer! that, slaying Ahi, here thy strength thou showedst,
Didst check and stay e’en gusna’s wiles and magic, and, drawing nigh, didst chase away the Dasytis.
8 Thou, Indra, on the farther bank forYadu and Turvaga didst stay the gushing waters.
Ye both assailed the fierce: thou barest Kutsa: when Gods and Uśanā came to you together.
9 Let the steeds bring you both, Indra and Kutsa, borne on the chariot within hearing-distance.
Ye blew him from the waters, from his dwelling, and chased the darkness from the noble’s spirit.
10 Even this sage hath come looking for succour even to Vāta’s docile harnessed horses.
Here are the Maruts, all, thy dear companions: prayers have increased thy power and might, O Indra.
11 When night was near its close he carried forward e’en the Sun’s chariot backward in its running.
Etaga brought his wheel and firmly stays it: setting it eastward he shall give us courage.
12 This Indra, O ye men, hath come to see you, seeking a friend who hath expressed the Soma.
The creaking stone is laid upon the altar, and the Adhvaryus come to turn it quickly.
13 Let mortals who were happy still be happy; let them not come to sorrow, O Immortal.
Love thou the pious, and to these thy people-with whom may we be numbered-give thou vigour.
Rig Veda Book 5 Hymn 31
इन्द्रो रथाय परवतं कर्णोति यम अध्यस्थान मघवा वाजयन्तम |
यूथेव पश्वो वय उनोति गोपा अरिष्टो याति परथमः सिषासन ||
आ पर दरव हरिवो मा वि वेनः पिशङगराते अभि नः सचस्व |
नहि तवद इन्द्र वस्यो अन्यद अस्त्य अमेनांश चिज जनिवतश चकर्थ ||
उद यत सहः सहस आजनिष्ट देदिष्ट इन्द्र इन्द्रियाणि विश्वा |
पराचोदयत सुदुघा वव्रे अन्तर वि जयोतिषा संवव्र्त्वत तमो ऽवः ||
अनवस ते रथम अश्वाय तक्षन तवष्टा वज्रम पुरुहूत दयुमन्तम |
बरह्माण इन्द्रम महयन्तो अर्कैर अवर्धयन्न अहये हन्तवा उ ||
वर्ष्णे यत ते वर्षणो अर्कम अर्चान इन्द्र गरावाणो अदितिः सजोषाः |
अनश्वासो ये पवयो ऽरथा इन्द्रेषिता अभ्य अवर्तन्त दस्यून ||
पर ते पूर्वाणि करणानि वोचम पर नूतना मघवन या चकर्थ |
शक्तीवो यद विभरा रोदसी उभे जयन्न अपो मनवे दानुचित्राः ||
तद इन नु ते करणं दस्म विप्राहिं यद घनन्न ओजो अत्रामिमीथाः |
शुष्णस्य चित परि माया अग्र्भ्णाः परपित्वं यन्न अप दस्यूंर असेधः ||
तवम अपो यदवे तुर्वशायारमयः सुदुघाः पार इन्द्र |
उग्रम अयातम अवहो ह कुत्सं सं ह यद वाम उशनारन्त देवाः ||
इन्द्राकुत्सा वहमाना रथेना वाम अत्या अपि कर्णे वहन्तु |
निः षीम अद्भ्यो धमथो निः षधस्थान मघोनो हर्दो वरथस तमांसि ||
वातस्य युक्तान सुयुजश चिद अश्वान कविश चिद एषो अजगन्न अवस्युः |
विश्वे ते अत्र मरुतः सखाय इन्द्र बरह्माणि तविषीम अवर्धन ||
सूरश चिद रथम परितक्म्यायाम पूर्वं करद उपरं जूजुवांसम |
भरच चक्रम एतशः सं रिणाति पुरो दधत सनिष्यति करतुं नः ||
आयं जना अभिचक्षे जगामेन्द्रः सखायं सुतसोमम इछन |
वदन गरावाव वेदिम भरियाते यस्य जीरम अध्वर्यवश चरन्ति ||
ये चाकनन्त चाकनन्त नू ते मर्ता अम्र्त मो ते अंह आरन |
वावन्धि यज्यूंर उत तेषु धेह्य ओजो जनेषु येषु ते सयाम ||
indro rathāya pravataṃ kṛṇoti yam adhyasthān maghavā vājayantam |
yūtheva paśvo vy unoti ghopā aṛiṣṭo yāti prathamaḥ siṣāsan ||
ā pra drava harivo mā vi venaḥ piśaṅgharāte abhi naḥ sacasva |
nahi tvad indra vasyo anyad asty amenāṃś cij janivataś cakartha ||
ud yat sahaḥ sahasa ājaniṣṭa dediṣṭa indra indriyāṇi viśvā |
prācodayat sudughā vavre antar vi jyotiṣā saṃvavṛtvat tamo ‘vaḥ ||
anavas te ratham aśvāya takṣan tvaṣṭā vajram puruhūta dyumantam |
brahmāṇa indram mahayanto arkair avardhayann ahaye hantavā u ||
vṛṣṇe yat te vṛṣaṇo arkam arcān indra ghrāvāṇo aditiḥ sajoṣāḥ |
anaśvāso ye pavayo ‘rathā indreṣitā abhy avartanta dasyūn ||
pra te pūrvāṇi karaṇāni vocam pra nūtanā maghavan yā cakartha |
śaktīvo yad vibharā rodasī ubhe jayann apo manave dānucitrāḥ ||
tad in nu te karaṇaṃ dasma viprāhiṃ yad ghnann ojo atrāmimīthāḥ |
śuṣṇasya cit pari māyā aghṛbhṇāḥ prapitvaṃ yann apa dasyūṃr asedhaḥ ||
tvam apo yadave turvaśāyāramayaḥ sudughāḥ pāra indra |
ughram ayātam avaho ha kutsaṃ saṃ ha yad vām uśanāranta devāḥ ||
indrākutsā vahamānā rathenā vām atyā api karṇe vahantu |
niḥ ṣīm adbhyo dhamatho niḥ ṣadhasthān maghono hṛdo varathas tamāṃsi ||
vātasya yuktān suyujaś cid aśvān kaviś cid eṣo ajaghann avasyuḥ |
viśve te atra marutaḥ sakhāya indra brahmāṇi taviṣīm avardhan ||
sūraś cid ratham paritakmyāyām pūrvaṃ karad uparaṃ jūjuvāṃsam |
bharac cakram etaśaḥ saṃ riṇāti puro dadhat saniṣyati kratuṃ naḥ ||
āyaṃ janā abhicakṣe jaghāmendraḥ sakhāyaṃ sutasomam ichan |
vadan ghrāvāva vedim bhriyāte yasya jīram adhvaryavaś caranti ||
ye cākananta cākananta nū te martā amṛta mo te aṃha āran |
vāvandhi yajyūṃr uta teṣu dhehy ojo janeṣu yeṣu te syāma ||