৩৮ সুক্ত ।।
অনুবাদঃ
১। হে দ্যাবাপৃথিবী! দাতা ত্রসদস্যু রাজা তোমাদের নিকট হতে অনেক ধন পেয়ে প্রার্থীদের দান করেছেন। তোমরা উর্বরা ক্ষেত্রযুক্ত ধন (১) দান করেছ এবং দস্যুদের বধার্থে অভিভবকর ও উগ্র অন্য দান করেছ।
২। গমনশীল অনেক শত্রুগণের নিষেধক, সমস্ত লোকের রক্ষক, সরলগতি, সুন্দর গমন, দীপ্তিবিশিষ্ট, শীঘ্রগামী এবং বলবান রাজার ন্যায় শত্রু বিনাশক দধিক্রা দেবকে (২) তোমরা দুজনে দান করেছ।
৩। নিম্নগামী জলের ন্যায় গমনশীল, সংগ্রামাভিলাষী শুরের ন্যায় পদ দ্বারা দিকলঙ্ঘনাভিলাষী এবং রথগামী ও বায়ুর ন্যায় শীঘ্রগামী সে দধিক্র দেবকে সকলে হৃষ্ট হয়ে স্তুতি করে।
৪। যিনি সংগ্রামে একত্রীভূত পদার্থসমূহকে নিরোধ করে অত্যন্ত ভোগ বাসনায় সমস্ত দিকে গমন করে বেগে বিচরণ করেন, যার শক্তি আবিষূত রয়েছে, যিনি জ্ঞাতব্য সমূহ অবগত হয়ে স্তুতিকারী যজমানে শত্রুগণকে তিরস্কার করেন।
৫। লোকে যেরূপ বস্ত্রাপহারক তস্করকে দেখে চীৎকার করে, সেরূপ সংগ্রামে শত্রুগণ একে দেখে চীৎকার করে। পক্ষিগণ যেরূপ নিষ্মাভিমুখে আগমনকারী ক্ষুধার্ত শোন পক্ষিকে দেখে পলায়ন করে, সেরূপ লোকে অন্ন ও পশুযুথের উদ্দেশে গমনকারী এ দধিক্রাকে দেখে চীৎকার করে। তিনি যুদ্ধগমনে অভিলাষ করে রথশ্রেণীতে যুক্ত হয়ে গমন করেন। তিনি অলঙ্কৃত এবং লোকের হিতকর অশ্বের ন্যায় শোভমান, তিনি মুখস্থিত লৌহখন্ড দংশন করেন এবং ধুলি লেহন করেন (৩)।
৭। সে অশ্ব সহনশীল, অন্নবান এবং সময়ে স্বশরীর দ্বারা কার্যসাধন করেন। তিনি ঋজুগামী ও বেগগামী। শত্রুসেনামধ্যে বেগে গমন করেন। তিনি ধুলি উত্থিত করে ভ্রুদেশের উপরে বিক্ষেপ করেন।
৮। যুদ্ধাভিলাষীগণ দী্তিমান অশনির ন্যায় হিংসাকারী এ দধিক্রাকে ভয় করে। যখন তিনি চতুর্দিকে সহস্র লোককে প্রহার করেন তখন তিনি উত্তেজিত হয়ে ভীম ও দুর্বার হয়ে উঠেন।
৯। লোকে মনুষ্যগণের অভিলাষ পুরক এবং বেগমান এ দধিক্রা দেবের অভিভবকর বেগের স্তুতি করে এবং বলে যে শত্রু সকল পরাভূত হবে, দধিক্রা সহস্র সৈন্যের সাথে গমন করছেন (৪)।
১০। সূর্য যেরূপ তেজ দ্বারা জল দান করেন, সেরূপ দধিক্রা দেব বল দ্বারা পঞ্চকৃষ্টিকে (৫) বিস্তৃত করেছেন। শত সহস্রদাতা, বেগবান অশ্ব আমাদের স্তুতিবাক্য মধুর ফলের দ্বারা সংযোজিত করুন।
টীকাঃ
১। আর্যগণকে উর্বরা ক্ষেত্র দিয়েছ এবং অনার্য দস্যু হনন করবার জন্য অস্ত্রও দিয়েছ। ঋকের এ মর্ম।
২। অশ্বরূপী অগ্নির নাম দধিক্রা। সায়ণ। The sun under the type of a horse- Wilson.
৩। Raising the dust champing his hit. Wilson.
৪। আর্যগণ যুদ্ধে অশ্ব ও অশ্বারোহীগণের ব্যবহার বুঝতেন, তা এ সুক্ত হতে প্রতীয়মান হয়। এর পরের দুটি সুক্ত দেখুন।
৫। সায়ণ এখানে পঞ্চ কৃষ্টি শব্দের একটি অর্থ করেছেন দেব, মনুষ্য, অসুর, রাক্ষস ও পিতৃগণ। ২।২।১০ ঋকের টীকা দেখুন।
HYMN XXXVIII. Dadhikris.
1. FROM you two came the gifts in days aforetime which Trasadasyu granted to the Pūrus.
Ye gave the winner of our fields and plough-lands, and the strong smiter who subdued the Dasyus.
2 And ye gave mighty Dadhikrās, the giver of many gifts, who visiteth all people,
Impetuous hawk, swift and of varied colour, like a brave King whom each true man must honour.
3 Whom, as ’twere down a precipice, swift rushing, each Pūru praises and his heart rejoices,—
Springing forth like a hero fain for battle, whirling the car and flying like the tempest.
4 Who gaineth precious booty in the combats and moveth, winning spoil, among the cattle;
Shown in bright colour, looking on the assemblies, beyond the churl, to worship of the living.
5 Loudly the folk cry after him in battles, as ’twere a thief who steals away a garment;
Speeding to glory, or a herd of cattle, even as a hungry falcon swooping downward.
6 And, fain to come forth first amid these armies, this way and that with rows of cars he rushes,
Gay like a bridesman, making him a garland, tossing the dust, champing the rein that holds him.
7 And that strong Steed, victorious and faithful, obedient with his body in the combat,
Speeding straight on amid the swiftly pressing, casts o’er his brows the dust he tosses upward.
8 And at his thunder, like the roar of heaven, those who attack tremble and are affrighted;
For when he fights against embattled thousands, dread is he in his striving; none may stay him.
9 The people praise the overpowering swiftness of this fleet Steed who giveth men abundance.
Of him they say when drawing back from battle. Dadhikrās hath sped forward with his thousands.
10 Dadhikrās hath o’erspread the Fivefold People with vigour, as the Sun lightens the waters.
May the strong Steed who winneth hundreds, thousands, requite with sweetness these my words and praises.
Rig Veda Book 4 Hymn 38
उतो हि वां दात्रा सन्ति पूर्वा या पूरुभ्यस तरसदस्युर नितोशे |
कषेत्रासां ददथुर उर्वरासां घनं दस्युभ्यो अभिभूतिम उग्रम ||
उत वाजिनम पुरुनिष्षिध्वानं दधिक्राम उ ददथुर विश्वक्र्ष्टिम |
रजिप्यं शयेनम परुषितप्सुम आशुं चर्क्र्त्यम अर्यो नर्पतिं न शूरम ||
यं सीम अनु परवतेव दरवन्तं विश्वः पूरुर मदति हर्षमाणः |
पड्भिर गर्ध्यन्तम मेधयुं न शूरं रथतुरं वातम इव धरजन्तम ||
यः समारुन्धानो गध्या समत्सु सनुतरश चरति गोषु गछन |
आविर्र्जीको विदथा निचिक्यत तिरो अरतिम पर्य आप आयोः ||
उत समैनं वस्त्रमथिं न तायुम अनु करोशन्ति कषितयो भरेषु |
नीचायमानं जसुरिं न शयेनं शरवश चाछा पशुमच च यूथम ||
उत समासु परथमः सरिष्यन नि वेवेति शरेणिभी रथानाम |
सरजं कर्ण्वानो जन्यो न शुभ्वा रेणुं रेरिहत किरणं ददश्वान ||
उत सय वाजी सहुरिर रतावा शुश्रूषमाणस तन्वा समर्ये |
तुरं यतीषु तुरयन्न रजिप्यो ऽधि भरुवोः किरते रेणुम रञ्जन ||
उत समास्य तन्यतोर इव दयोर रघायतो अभियुजो भयन्ते |
यदा सहस्रम अभि षीम अयोधीद दुर्वर्तुः समा भवति भीम रञ्जन ||
उत समास्य पनयन्ति जना जूतिं कर्ष्टिप्रो अभिभूतिम आशोः |
उतैनम आहुः समिथे वियन्तः परा दधिक्रा असरत सहस्रैः ||
आ दधिक्राः शवसा पञ्च कर्ष्टीः सूर्य इव जयोतिषापस ततान |
सहस्रसाः शतसा वाज्य अर्वा पर्णक्तु मध्वा सम इमा वचांसि ||
uto hi vāṃ dātrā santi pūrvā yā pūrubhyas trasadasyur nitośe |
kṣetrāsāṃ dadathur urvarāsāṃ ghanaṃ dasyubhyo abhibhūtim ughram ||
uta vājinam puruniṣṣidhvānaṃ dadhikrām u dadathur viśvakṛṣṭim |
ṛjipyaṃ śyenam pruṣitapsum āśuṃ carkṛtyam aryo nṛpatiṃ na śūram ||
yaṃ sīm anu pravateva dravantaṃ viśvaḥ pūrur madati harṣamāṇaḥ |
paḍbhir ghṛdhyantam medhayuṃ na śūraṃ rathaturaṃ vātam iva dhrajantam ||
yaḥ smārundhāno ghadhyā samatsu sanutaraś carati ghoṣu ghachan |
āvirṛjīko vidathā nicikyat tiro aratim pary āpa āyoḥ ||
uta smainaṃ vastramathiṃ na tāyum anu krośanti kṣitayo bhareṣu |
nīcāyamānaṃ jasuriṃ na śyenaṃ śravaś cāchā paśumac ca yūtham ||
uta smāsu prathamaḥ sariṣyan ni veveti śreṇibhī rathānām |
srajaṃ kṛṇvāno janyo na śubhvā reṇuṃ rerihat kiraṇaṃ dadaśvān ||
uta sya vājī sahurir ṛtāvā śuśrūṣamāṇas tanvā samarye |
turaṃ yatīṣu turayann ṛjipyo ‘dhi bhruvoḥ kirate reṇum ṛñjan ||
uta smāsya tanyator iva dyor ṛghāyato abhiyujo bhayante |
yadā sahasram abhi ṣīm ayodhīd durvartuḥ smā bhavati bhīma ṛñjan ||
uta smāsya panayanti janā jūtiṃ kṛṣṭipro abhibhūtim āśoḥ |
utainam āhuḥ samithe viyantaḥ parā dadhikrā asarat sahasraiḥ ||
ā dadhikrāḥ śavasā pañca kṛṣṭīḥ sūrya iva jyotiṣāpas tatāna |
sahasrasāḥ śatasā vājy arvā pṛṇaktu madhvā sam imā vacāṃsi ||