ঋগ্বেদ ০৪।৩৪

৩৪ সুক্ত ।।

অনুবাদঃ
১। হে ঋভু, বিভ্বা, বাজ এবং ইন্দ্র! তোমরা রত্নদানের জন্য আমাদের এ যজ্ঞে এস। কারণ ধিষণা দেবী এইমাত্র তোমাদের দিবসের সোমজনিত প্রীতি দান করেছেন। অতএব সোমজনিত হর্ষ তোমাদের সঙ্গে সঙ্গত হোক।
২। হে অন্নদ্বারা শোভমান ঋভুগণ! তোমরা দেবজন্ম বিদিত হয়ে ঋভুগণের সাথে হৃষ্ট হও। হর্ষকর সোম ও স্তুতি তোমাদের জন্য একত্রিত হয়েছে, তোমরা আমাদের পুত্রপৌত্রাদিবিশিষ্ট ধন প্রেরণ কর।
৩। হে ঋভুগণ! তোমাদের জন্য এ যজ্ঞ করা হয়েছে, তোমরা মনুষ্যবৎ দীপ্তিশালী হয়ে এ ধারণ কর। সেবমান সোম তোমাদের নিকট রয়েছে। হে বাজগণ! তোমরা প্রথমে উপাস্য।
৪। হে নেতৃগণ!। এক্ষণে তোমাদের অনুগ্রহে দানযোগ্য রত্ন পরিচর্যাকারী হব্যদাতা মনুষ্যের হোক। হে বাজগণ! হে ঋভুগণ! তোমরা পান কর, আমি হর্ষের জন্য তৃতীয় সবনের প্রভূত সোম তোমাদের দান করছি।
৫। হে বাজগণ! হে ঋভুক্ষাগণ! তোমরা নেতা। তোমরা মহৎ ধনকে স্তুতি করে আমাদের নিকট এস। দিবসের সমাপ্তিতে নবপ্রসবা গাভীগণ যেরূপ গৃহে আসে, সেরূপ এ সোমরসের পান তোমাদের নিকট আসছে।
৬। হে বলের পুত্রগণ! তোমরা স্তোত্রদ্বারা আহূত হয়ে এ যজ্ঞে এস। তোমরা ইন্দ্রের সঙ্গে সঙ্গত এবং মেধাবী, কারণ তোমরা ইন্দ্রের। তোমরা ইন্দ্রের সাথে রত্ন দান করে মধুর সোম পান কর।
৭। হে ইন্দ্র। তুমি বরুণের সাথে সমান প্রীতিযুক্ত হয়ে সোম পান কর। হে স্তুতিযোগ্য ইন্দ্র। তুমি মরুদগণের সাথে সঙ্গত হয়ে সোম পান কর। তুমি, প্রথম পানকারী ঋতুপাগনের সাথে এবং রত্নদাত্রী দেবপত্নীগণের সঙ্গে সোম পান কর।
৮। হে ঋভুগণ! তোমরা আদিত্যের সাথে সঙ্গত হয়ে হৃষ্ট হও, পর্বতগণের সাথে সঙ্গগত হয়ে হৃষ্ট হও, দেবগণের হিতকর সবিতাদেবের সাথে সঙ্গত হয়ে হৃষ্ট হও, রত্নদাতা নদী দেবগণের সঙ্গে সঙ্গত হয়ে হৃষ্ট হও।
৯। যারা অশ্বিদ্বয়কে রথ নির্মাণাদি কার্যদ্বারা প্রীত করেছিলেন যারা জীর্ণ পিতা মাতাকে যুবা করেছিলেন, যারা ধেনু ও অশ্ব নির্মাণ করেছিলেন, যারা দেবগণের জন্য অংসত্তা কবচ নির্মাণ করেছিলেন, যারা দ্যাবাপৃথিবীকে পৃথক করেছিলেন, যারা ব্যাপ্ত এবং নেতা, যারা সুন্দর অপত্য বিশিষ্ট কর্ম করেছিলেন।
১০। যারা গোবিশিষ্ট, অন্নবিশিষ্ট, পুত্রপৌত্রাদিবিশিষ্ট, গৃহযুক্ত, বহু ও অন্নযুক্ত ধন ধারণ করেন এবং যারা ধনের প্রশংসা, করেন, সে অগ্রে পানকারী ঋভুগণ হৃষ্ট হয়ে আমাদের ধন দান করেন।
১১। হে ঋভুগণ! তোমরা চলে যেও না, আমরাও তোমাদের তৃজ্ঞার্ত করব না। হে দেবগণ! তোমরা অনিন্দিত হয়ে রমণীয় ধন দানের জন্য এ যজ্ঞে ইন্দ্রের সাথে হৃষ্ট হও, মরুদগণের সাথে হৃষ্ট হও, দীপ্তিমান অন্যান্য দেবগণের সাথে হৃষ্ট হও।

টীকাঃ
১। পর্বদিবসে অর্চমান দেববিশেষ। সায়ণ। পূর্বে সায়ণ পর্বত অর্থে পর্জন্য দেব করেছেন।

HYMN XXXIV. Ṛbhus.

1. To this our sacrifice come Ṛbhu, Vibhvan, Vāja, and Indra with the gift of riches,
Because this day hath Dhiṣaṇā the Goddess set drink for you: the gladdening draughts have reached you.
2 Knowing your birth and rich in gathered treasure, Ṛbhus, rejoice together with the Ṛtus.
The gladdening draughts and wisdom have approached you: send ye us riches with good store of heroes.
3 For you was made this sacrifice, O Ṛbhus, which ye, like men, won for yourselves aforetime.
To you come all who find in you their pleasure: ye all were—even the two elder—Vājas.
4 Now for the mortal worshipper, O Heroes, for him who served you, was the gift of riches.
Drink, Vājas, Ṛbhus! unto you is offered, to gladden you, the third and great libation.
5 Come to us, Heroes, Vājas and Ṛbhukṣans, glorified for the sake of mighty treasure.
These draughts approach you as the day is closing, as cows, whose calves are newly-born, their stable.
6 Come to this sacrifice of ours, ye Children of Strength, invoked with humble adoration.
Drink of this meath, Wealth-givers, joined with Indra with whom ye are in full accord, ye Princes.
7 Close knit with Varuṇa drink the Soma, Indra; close-knit, Hymn-lover! with the Maruts drink it:
Close-knit with drinkers first, who drink in season; close-knit with heavenly Dames who give us treasures.
8 Rejoice in full accord with the Ādityas, in concord with the Parvatas, O Ṛbhus;
In full accord with Savitar, Divine One; in full accord with floods that pour forth riches.
9 Ṛbhus, who helped their Parents and the Aśvins, who formed the Milch-cow and the pair of horses,
Made armour, set the heaven and earth asunder,—far- reaching Heroes, they have made good offspring.
10 Ye who have wealth in cattle and in booty, in heroes, in rich sustenance and treasure,
Such, O ye Ṛbhus, first to drink, rejoicing, give unto us and those who laud our present.
11 Ye were not far: we have not left you thirsting, blameless in this our sacrifice, O Ṛbhus.
Rejoice you with the Maruts and with Indra, with the Kings, Gods! that ye may give us riches.

Rig Veda Book 4 Hymn 34
रभुर विभ्वा वाज इन्द्रो नो अछेमं यज्ञं रत्नधेयोप यात |
इदा हि वो धिषणा देव्य अह्नाम अधात पीतिं सम मदा अग्मता वः ||
विदानासो जन्मनो वाजरत्ना उत रतुभिर रभवो मादयध्वम |
सं वो मदा अग्मत सम पुरंधिः सुवीराम अस्मे रयिम एरयध्वम ||
अयं वो यज्ञ रभवो ऽकारि यम आ मनुष्वत परदिवो दधिध्वे |
पर वो ऽछा जुजुषाणासो अस्थुर अभूत विश्वे अग्रियोत वाजाः ||
अभूद उ वो विधते रत्नधेयम इदा नरो दाशुषे मर्त्याय |
पिबत वाजा रभवो ददे वो महि तर्तीयं सवनम मदाय ||
आ वाजा यातोप न रभुक्षा महो नरो दरविणसो गर्णानाः |
आ वः पीतयो ऽभिपित्वे अह्नाम इमा अस्तं नवस्व इव गमन ||
आ नपातः शवसो यातनोपेमं यज्ञं नमसा हूयमानाः |
सजोषसः सूरयो यस्य च सथ मध्वः पात रत्नधा इन्द्रवन्तः ||
सजोषा इन्द्र वरुणेन सोमं सजोषाः पाहि गिर्वणो मरुद्भिः |
अग्रेपाभिर रतुपाभिः सजोषा गनास्पत्नीभी रत्नधाभिः सजोषाः ||
सजोषस आदित्यैर मादयध्वं सजोषस रभवः पर्वतेभिः |
सजोषसो दैव्येना सवित्रा सजोषसः सिन्धुभी रत्नधेभिः ||
ये अश्विना ये पितरा य ऊती धेनुं ततक्षुर रभवो ये अश्वा |
ये अंसत्रा य रधग रोदसी ये विभ्वो नरः सवपत्यानि चक्रुः ||
ये गोमन्तं वाजवन्तं सुवीरं रयिं धत्थ वसुमन्तम पुरुक्षुम |
ते अग्रेपा रभवो मन्दसाना अस्मे धत्त ये च रातिं गर्णन्ति ||
नापाभूत न वो ऽतीत्र्षामानिःशस्ता रभवो यज्ञे अस्मिन |
सम इन्द्रेण मदथ सम मरुद्भिः सं राजभी रत्नधेयाय देवाः ||

ṛbhur vibhvā vāja indro no achemaṃ yajñaṃ ratnadheyopa yāta |
idā hi vo dhiṣaṇā devy ahnām adhāt pītiṃ sam madā aghmatā vaḥ ||
vidānāso janmano vājaratnā uta ṛtubhir ṛbhavo mādayadhvam |
saṃ vo madā aghmata sam puraṃdhiḥ suvīrām asme rayim erayadhvam ||
ayaṃ vo yajña ṛbhavo ‘kāri yam ā manuṣvat pradivo dadhidhve |
pra vo ‘chā jujuṣāṇāso asthur abhūta viśve aghriyota vājāḥ ||
abhūd u vo vidhate ratnadheyam idā naro dāśuṣe martyāya |
pibata vājā ṛbhavo dade vo mahi tṛtīyaṃ savanam madāya ||
ā vājā yātopa na ṛbhukṣā maho naro draviṇaso ghṛṇānāḥ |
ā vaḥ pītayo ‘bhipitve ahnām imā astaṃ navasva iva ghman ||
ā napātaḥ śavaso yātanopemaṃ yajñaṃ namasā hūyamānāḥ |
sajoṣasaḥ sūrayo yasya ca stha madhvaḥ pāta ratnadhā indravantaḥ ||
sajoṣā indra varuṇena somaṃ sajoṣāḥ pāhi ghirvaṇo marudbhiḥ |
aghrepābhir ṛtupābhiḥ sajoṣā ghnāspatnībhī ratnadhābhiḥ sajoṣāḥ ||
sajoṣasa ādityair mādayadhvaṃ sajoṣasa ṛbhavaḥ parvatebhiḥ |
sajoṣaso daivyenā savitrā sajoṣasaḥ sindhubhī ratnadhebhiḥ ||
ye aśvinā ye pitarā ya ūtī dhenuṃ tatakṣur ṛbhavo ye aśvā |
ye aṃsatrā ya ṛdhagh rodasī ye vibhvo naraḥ svapatyāni cakruḥ ||
ye ghomantaṃ vājavantaṃ suvīraṃ rayiṃ dhattha vasumantam purukṣum |
te aghrepā ṛbhavo mandasānā asme dhatta ye ca rātiṃ ghṛṇanti ||
nāpābhūta na vo ‘tītṛṣāmāniḥśastā ṛbhavo yajñe asmin |
sam indreṇa madatha sam marudbhiḥ saṃ rājabhī ratnadheyāya devāḥ ||