৬২ সুক্ত ।।
অনুবাদঃ
১। হে ইন্দ্রাবরুণ! অভিমন্যমান ও ভ্রমণশীল তোমাদের এ প্রজাগণ যেন তরুণবয়স্ক শত্রুকর্তৃক হিংসিত না হয়। তোমার যে যশোদ্বারা বন্ধুবর্গ আমাদের জন্য অন্ন সম্পাদন করেছে, তোমাদের জন্য অন্ন সম্পাদন করেছ, তোমাদরে সেরূপ যশ কোথায় আছে?
২। হে ইন্দ্রবরণ! ধনলাভের অভিলাষে এ মহান যজমান আশ্রয় লাভের জন্য তোমাদরে আহ্বান করছে। তোমরা দ্যুলোক পৃথিবী এবং মরুৎগণের সাথে মিলিত হয়ে আমাদরে আহ্বান শোন।
৩। হে ইন্দ্রাবরুণ! সে ধন আমাদ রহোক, হে মরুৎগণ! সর্বকর্ম সমর্থ ধন আমাদের হোক। সকলের ভজনীয়া দেবপত্নীগণ শরণ দ্বারা আমাদরে পালন করুন। হোত্রাভারতী দক্ষিণা দ্বারা আমাদরে পালন করুন।
৪। হে সকল দেবগণের তহতকর বৃহস্পতি! আমাদরে হব্য গ্রহণ করি। হব্য প্রদায়ীকে উত্তম ধন প্রদান কর।
৫। হে ঋত্বিকগণ! তোমরা যজ্ঞ সমূহে স্তোত্রদ্বারা বিশুদ্ধ বৃহস্পতির পরিচর্যা কর। আমি তার অনভিভবনীয় বল প্রার্থনা করি।
৬। মানুষগণের অভীষ্টবর্ষী বিশ্বরূপ বরণীয় বৃহস্পতির নিকট অভিমত ফ{ল কামনা করি।
৭। হে দীপ্তিমান পূর্ষা! এ নূতন স্তুতি তোমারই জন্য। এ স্তুতি আমরা তোমার জন্য উচ্চারণ করছি।
৮। হে পুষা! আামর সে স্তুতি গ্রহণ কর! স্প্রীপ্রিয় ব্যক্তি যেরূপ স্ত্রীর অভিমুখে আসে সেরুপ তুমি হর্ষকারিণী এ স্তুতির অভিমুখে এস।
৯। যে পুষা বিশ্ব জগৎ বিশেষরূপে দর্শন করেন, সে পূষা আমাদরে রক্ষক হোন।
১০। যিনি আমাদের ধীশক্তি প্রেরণ করেন, আমরা সে সবিতাদেবের সে বরণীয় তেজ ধ্যান করি (১)।
১১। আমরা অন্নাভিলাষী হয়ে স্তুতি করে সবিতাদেবের ও ভগদেবের ধন দান যাঞ্চা করছি।
১২। কর্মরতা মেধাবী অদ্বর্যগুণ বুদ্ধিদ্বারা প্রেরিত হয়ে যজ্ঞ ও সুন্দর স্তোত্রদ্বারা সবিতা দেবতাকে পূজা করেন।
১৩। পথজ্ঞ সোম গমন করছেন। উপবেশনকারী দেবগণের জন্য সংস্কৃত যজ্ঞস্থানে গমন করছেন।
১৪। সোম আমাদরে জন্য এবং দ্বিপদ ও চতুস্পদ পশুদের জন্য রোগশুন্য অন্ন প্রদান করুন।
১৫। সোম আমাদরে আয়ু বর্ধিত করে এবং শত্রুগণকে অভিভূত করে যজ্ঞস্থান্উপবেশন করুন।
১৬। হে শোভনকর্মকারী মিত্রাবরুণ! আমাদের গোষ্ঠ দুগ্ধপূর্ণ কর; আমাদরে আবাসস্থান মধুর রসপূর্ণ কর।
১৭। হে শুচিব্রত! তোমরা অনেকের স্তুতিভাজন এবং উপসনাদ্বারা বর্ধমান। তোমরা দীর্ঘ স্তুতিযুক্ত হয়ে বলমাহাত্ম্যে বিরাজ কর।
১৮। তোমরা জমদগ্নি কর্তৃক (২) স্তুত হয়ে যজ্ঞস্থানে উপবেশন কর। তোমরাই যজ্ঞ বর্ধয়িতা; তোমরা সোম পান কর।
টীকাঃ । এ ঋকটি প্রসিদ্ধ গায়ত্রী। মুলে এ আছে যথা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন: প্রচোদয়াৎ। সায়ণ সবিতা শব্দের পরমেশ্বর এবং সূর্য এ দু প্রকার অর্থ করেছেন। আমরা সবিতৃদেবতার সে বরণীয় তেজ ধ্যান করি যার প্রভাবে আমরা স্বীয় স্বীয় কর্তব্যানুষ্ঠানে প্রবৃত্ত হতে সমর্থ হই। সত্যব্রত সামশ্রমী। সবিতদেবের বরণীয় তেজ আমরা ধ্যান করি, যিনি আমাদরে বৃদ্ধিবৃত্তি প্রেরণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২। মুলে জমদগ্নিনা আছে। এতন্নামকেন মহর্ষিণা যদ্বা প্রজ্বলিতাগ্নিনা বিশ্বামিত্রেণ। ও জস্বী বিশ্বামিত্র গোত্রের সুক্তগুলি অর্থাৎ ঋগ্বেদের তৃতীয় মন্ডল, সমাপ্ত হল। বিশ্বামিত্রের অনেকগুলি সুক্ত গভীর চিন্তাপূর্ণ। তার ৫ সুক্তটি জ্বলন্ত ভাষায় মহৎ দেবনাং অসুরত্বং একং অর্থাৎ ঐশ্বারিক বল ও দৈবকার্যের একতা প্রকটিত করছে। এবং তার ৬২ সুক্তের জগদ্বিখ্যাত গায়ত্রী সবিতার অথবা ঈশ্বরের বরেণ্যং ভর্গ: অর্থাৎ বরণীয় জ্যোতি মানব হৃদয়ে বিস্তার করছে।
HYMN LXII. Indra and Others.
1. YOUR well-known prompt activities aforetime needed no impulse from your faithful servant.
Where, Indra-Varuṇa, is now that glory wherewith ye brought support to those who loved you?
2 This man, most diligent, seeking after riches, incessantly invokes you for your favour.
Accordant, Indra-Varuṇa, with Maruts, with Heaven and Earth, hear ye mine invocation.
3 O Indra-Varuṇa, ours be this treasure ours be wealth, Maruts, with full store of heroes.
May the Varūtrīs with their shelter aid us, and Bhāratī and Hotrā with the Mornings.
4 Be pleased! with our oblations, thou loved of all Gods, Bṛhaspati:
Give wealth to him who brings thee gifts.
5 At sacrifices, with your hymns worship the pure Bṛhaspati—
I pray for power which none may bend—
6 The Bull of men, whom none deceive, the wearer of each shape at will,
Bṛhaspati Most Excellent.
7 Divine, resplendent Pūṣan, this our newest hymn of eulogy,
By us is chanted forth to thee.
8 Accept with favour this my song, be gracious to the earnest thought,
Even as a bridegroom to his bride.
9 May he who sees all living things, see, them together at a glance,—
May he, may Pūṣan be our help.
10 May we attain that excellent glory of Savitar the God:
So May he stimulate our prayers.
11 With understanding, earnestly, of Savitar the God we crave
Our portion of prosperity.
12 Men, singers worship Savitar the God with hymn and holy rites,
Urged by the impulse of their thoughts.
13 Soma who gives success goes forth, goes to the gathering place of Gods,
To seat him at the seat of Law.
14 To us and to our cattle may Soma give salutary food,
To biped and to quadruped.
15 May Soma, strengthening our power of life, and conquering our foes,
In our assembly take his seat.
16 May Mitra-Varuṇa, sapient Pair, bedew our pasturage with oil,
With meatb the regions of the air.
17 Far-ruling, joyful when adored, ye reign through majesty of might,
With pure laws everlastingly.
18 Lauded by Jamadagni’s song, sit in the place of holy Law:
Rig Veda Book 3 Hymn 62
इमा उ वां भर्मयो मन्यमाना युवावते न तुज्या अभूवन |
कव तयदिन्द्रावरुणा यशो वां येन समा सिनं भरथः सखिभ्यः ||
अयमु वां पुरुतमो रयीयञ्छश्वत्तममवसे जोहवीति |
सजोषाविन्द्रावरुणा मरुद्भिर्दिवा पर्थिव्या शर्णुतं हवम्मे ||
अस्मे तदिन्द्रावरुणा वसु षयादस्मे रयिर्मरुतः सर्ववीरः |
अस्मान वरूत्रीः शरणैरवन्त्वस्मान होत्रा भारती दक्षिणाभिः ||
बर्हस्पते जुषस्व नो हव्यानि विश्वदेव्य |
रास्व रत्नानि दाशुषे ||
शुचिमर्कैर्ब्र्हस्पतिमध्वरेषु नमस्यत |
अनाम्योज आचके ||
वर्षभं चर्षणीनां विश्वरूपमदाभ्यम |
बर्हस्पतिंवरेण्यम ||
इयं ते पूषन्नाघ्र्णे सुष्टुतिर्देव नव्यसी |
अस्माभिस्तुभ्यं शस्यते ||
तां जुषस्व गिरं मम वाजयन्तीमवा धियम |
वधूयुरिव योषणाम ||
यो विश्वाभि विपश्यति भुवना सं च पश्यति |
स नः पूषाविता भुवत ||
तत सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि |
धियो यो नः परचोदयात ||
देवस्य सवितुर्वयं वाजयन्तः पुरन्ध्या |
भगस्य रातिमीमहे ||
देवं नरः सवितारं विप्रा यज्ञैः सुव्र्क्तिभिः |
नमस्यन्ति धियेषिताः ||
सोमो जिगाति गातुविद देवानामेति निष्क्र्तम |
रतस्य योनिमासदम ||
सोमो अस्मभ्यं दविपदे चतुष्पदे च पशवे |
अनमीवा इषस करत ||
अस्माकमायुर्वर्धयन्नभिमातीः सहमानः |
सोमः सधस्थमासदत ||
आ नो मित्रावरुणा घर्तैर्गव्यूतिमुक्षतम |
मध्वा रजांसि सुक्रतू ||
उरुशंसा नमोव्र्धा मह्ना दक्षस्य राजथः |
दराघिष्ठाभिः शुचिव्रता ||
गर्णाना जमदग्निना योनाव रतस्य सीदतम |
पातं सोमं रताव्र्धा ||
imā u vāṃ bhṛmayo manyamānā yuvāvate na tujyā abhūvan |
kva tyadindrāvaruṇā yaśo vāṃ yena smā sinaṃ bharathaḥ sakhibhyaḥ ||
ayamu vāṃ purutamo rayīyañchaśvattamamavase johavīti |
sajoṣāvindrāvaruṇā marudbhirdivā pṛthivyā śṛṇutaṃ havamme ||
asme tadindrāvaruṇā vasu ṣyādasme rayirmarutaḥ sarvavīraḥ |
asmān varūtrīḥ śaraṇairavantvasmān hotrā bhāratī dakṣiṇābhiḥ ||
bṛhaspate juṣasva no havyāni viśvadevya |
rāsva ratnāni dāśuṣe ||
śucimarkairbṛhaspatimadhvareṣu namasyata |
anāmyoja ācake ||
vṛṣabhaṃ carṣaṇīnāṃ viśvarūpamadābhyam |
bṛhaspatiṃvareṇyam ||
iyaṃ te pūṣannāghṛṇe suṣṭutirdeva navyasī |
asmābhistubhyaṃ śasyate ||
tāṃ juṣasva ghiraṃ mama vājayantīmavā dhiyam |
vadhūyuriva yoṣaṇām ||
yo viśvābhi vipaśyati bhuvanā saṃ ca paśyati |
sa naḥ pūṣāvitā bhuvat ||
tat saviturvareṇyaṃ bhargho devasya dhīmahi |
dhiyo yo naḥ pracodayāt ||
devasya saviturvayaṃ vājayantaḥ purandhyā |
bhaghasya rātimīmahe ||
devaṃ naraḥ savitāraṃ viprā yajñaiḥ suvṛktibhiḥ |
namasyanti dhiyeṣitāḥ ||
somo jighāti ghātuvid devānāmeti niṣkṛtam |
ṛtasya yonimāsadam ||
somo asmabhyaṃ dvipade catuṣpade ca paśave |
anamīvā iṣas karat ||
asmākamāyurvardhayannabhimātīḥ sahamānaḥ |
somaḥ sadhasthamāsadat ||
ā no mitrāvaruṇā ghṛtairghavyūtimukṣatam |
madhvā rajāṃsi sukratū ||
uruśaṃsā namovṛdhā mahnā dakṣasya rājathaḥ |
drāghiṣṭhābhiḥ śucivratā ||
ghṛṇānā jamadaghninā yonāv ṛtasya sīdatam |
pātaṃ somaṃ ṛtāvṛdhā ||