ঋগ্বেদ ০৩।৬১

৬১ সুক্ত ।।
অনুবাদঃ
১। হে অন্নবতী ধনবতী উষা! আমি স্তব করছি, তুমি প্রকৃষ্ট জ্ঞানবতী হয়ে আমা রস্তোত্র গ্রহণ কর। হে সকলের বরণীয়া পুরাতনী যুবতীর ন্যায় শোভমানা ও বহস্তোত্রবতী উষা! তুমি যজ্ঞকর্মাভিমুখে এস।
২। হে মরণরহিতা চন্দ্ররথা (১) সুনুতবাক্যোচ্চারণশীলা ঊষা! তুমি শোভমানা হও। যে সকল প্রভূত বলযুক্ত হিরণ্যবর্ণ অশ্ব আছে, তাদের মুখে রথে যোজিত করতে পারা যায়। তারা তোমাকে আহ্বান করুক।
৩। হে ঊষা! তুমি মরণধর্শ রহিত সূর্যের কেতুস্বরূপ। তুমি ত্রিভূবনাভিমুখে গমনশীলা। তুমি আকাশে উন্নতা হ{েয় আছ। হে নবতররা ঊষা! তুমি একপথে বিচরণ করতে ইচ্ছা করে চক্রের ন্যায় পুনরাবৃত্ত হও।
৪। যে ঊষা বস্ত্রের ন্যায় বিস্তীর্ণ অন্ধকার ক্ষয়িত করে সূর্যের পত্নী হয়ে যান, সে সৌভাগ্যবতী সৎকার্যশালিনী উষা দ্যুলোক ও পৃথিবীর অন্ত হতে প্রকাশিত হচ্ছেন।
৫। হে স্তোতৃগণ! উষাদেবী তোমাদের অভিমুখে শোভা পাচ্ছেন। তোমরা নমস্কার করে উত্তমরূপে তার স্তুতি কর। মধুধা উষা আকাশে উর্ধ্বাভিমুখে তেজের আশ্রয় করছেন। দীপ্তিমতী রমণীয় দর্শনা উষা অতিশয় দীপ্তি পাচ্ছেন।
৬। সত্যবতী যে উষার তেজপ্রভাবে সকলে তাকে জানতে পারে, ধনবতী যে উষা বিচিত্রভাবে দ্যাবাপৃথিবী ব্যাপ্ত করে আছেন, হে অগ্নি! যখন সে শোভমানা উষা তোমার অভিমুখে আসেন তখন প্রার্থনা করলে তুমি মনোহর ধন প্রাপ্ত হও।
৭। অভীষ্টবর্ষী আদিত্য সত্যভূত দিবসের মুলে উষাকে প্রেরণ করে বিস্তীর্ণ দ্যাবাপৃথিবীর মধ্যে প্রবেশ করলেন। পরে বিস্তীর্ণা উষা মিত্র ও বরুণের প্রভাস্বরূপ হয়ে নানাস্থানে আপনার শোভা বিকীর্ণ করলেন।

টীকাঃ
১। মূলে চন্দ্ররথ আছে। সুবর্ণময়রথোপেতা। সায়ণ।

HYMN LXI. Uṣas.

1. O Uṣas, strong with strength, endowed witli knowledge, accept the singer’s praise, O wealthy Lady.
Thou, Goddess, ancient, young, and full of wisdom, movest, all-bounteous! as the Law ordaineth.
2 Shine forth, O Morning, thou auspicious Goddess, on thy bright car awaking pleasant voices.
Let docile horses of far-reaching splendour convey thee hitherward, the goldencoloured.
3 Thou, Morning, turning thee to every creature, standest on high as ensign of the Immortal,
To one same goal ever and ever wending now, like a wheel, O newly-born, roll hi ther.
4 Letting her reins drop downward, Morning cometh, the wealthy Dame, the Lady of the dwelling;
Bringing forth light, the Wonderful, the Blessed hath spread her from the bounds of earth and heaven.
5 Hither invoke the radiant Goddess Morning, and bring with reverence your hymn to praise her.
She, dropping sweets, hath set in heaven her brightness, and, fair to look on, hath beamed forth her splendour.
6 From heaven, with hymns, the Holy One was wakened: brightly to both worlds came the wealthy Lady.
To Morning, Agni, when she comes refulgent, thou goest forth soliciting fair riches.
7 On Law’s firm base the speeder of the Mornings, the Bull, hath entered mighty earth and heaven.
Great is the power of Varuṇa and Mitra, which, bright, hath spread in every place its splendour.

Rig Veda Book 3 Hymn 61
उषो वाजेन वाजिनि परचेता सतोमं जुषस्व गर्णतो मघोनि |
पुराणी देवि युवतिः पुरन्धिरनु वरतं चरसि विश्ववारे ||
उषो देव्यमर्त्या वि भाहि चन्द्ररथा सून्र्ता ईरयन्ती |
आ तवा वहन्तु सुयमासो अश्वा हिरण्यवर्णां पर्थुपाजसो ये ||
उषः परतीची भुवनानि विश्वोर्ध्वा तिष्ठस्यम्र्तस्य केतुः |
समानमर्थं चरणीयमाना चक्रमिव नव्यस्या वव्र्त्स्व ||
अव सयूमेव चिन्वती मघोन्युषा याति सवसरस्य पत्नी |
सवर्जनन्ती सुभगा सुदंसा आन्ताद दिवः पप्रथ आ पर्थिव्याः ||
अछा वो देवीमुषसं विभातीं पर वो भरध्वं नमसा सुव्र्क्तिम |
ऊर्ध्वं मधुधा दिवि पाजो अश्रेत पर रोचना रुरुचे रण्वसन्द्र्क ||
रतावरी दिवो अर्कैरबोध्या रेवती रोदसी चित्रमस्थात |
आयतीमग्न उषसं विभातीं वाममेषि दरविणं भिक्षमाणः ||
रतस्य बुध्न उषसामिषण्यन वर्षा मही रोदसी आ विवेश |
मही मित्रस्य वरुणस्य माया चन्द्रेव भानुं वि दधे पुरुत्रा ||

uṣo vājena vājini pracetā stomaṃ juṣasva ghṛṇato maghoni |
purāṇī devi yuvatiḥ purandhiranu vrataṃ carasi viśvavāre ||
uṣo devyamartyā vi bhāhi candrarathā sūnṛtā īrayantī |
ā tvā vahantu suyamāso aśvā hiraṇyavarṇāṃ pṛthupājaso ye ||
uṣaḥ pratīcī bhuvanāni viśvordhvā tiṣṭhasyamṛtasya ketuḥ |
samānamarthaṃ caraṇīyamānā cakramiva navyasyā vavṛtsva ||
ava syūmeva cinvatī maghonyuṣā yāti svasarasya patnī |
svarjanantī subhaghā sudaṃsā āntād divaḥ papratha ā pṛthivyāḥ ||
achā vo devīmuṣasaṃ vibhātīṃ pra vo bharadhvaṃ namasā suvṛktim |
ūrdhvaṃ madhudhā divi pājo aśret pra rocanā ruruce raṇvasandṛk ||
ṛtāvarī divo arkairabodhyā revatī rodasī citramasthāt |
āyatīmaghna uṣasaṃ vibhātīṃ vāmameṣi draviṇaṃ bhikṣamāṇaḥ ||
ṛtasya budhna uṣasāmiṣaṇyan vṛṣā mahī rodasī ā viveśa |
mahī mitrasya varuṇasya māyā candreva bhānuṃ vi dadhe purutrā ||