ঋগ্বেদ ০৩।৬০

৬০ সুক্ত ।।

অনুবাদঃ
১। হে ঋভুগণ! তোমাদের কমৃ সকলেই জানে, হে মনুষ্যগণ? তোমরা সুধম্বার পুত্র, তোমরা যে সকল কর্মদ্বারা শত্রুপরাভবোপযুক্ত তেজবিশিষ্ট হয়ে যজ্ঞীয় ভাগ প্রাপ্ত হয়েছে, যজ্ঞভাগ কামনা কালে তোমরা সে সকল কর্মজানতে পেরেছিলে।
২। হে ঋভুগণ! তোমরা যে শক্তি দ্বারা চমসকে বিভক্ত করেছিলে, যে প্রজ্ঞাবলে গোশরীরে চর্ম যোজনা করেছিলে, যে মনীষাদ্বারা ইন্দ্রের অশ্বদ্বয়কে নিমৃাণ করেছিলে সে সকলের দ্বারা দেবত্ব প্রাপ্ত হয়েছে।
৩। মনুষ্যের নপ্তা ঋভুগণ বাগাদিকর্ম করে ইন্দ্রের সখিত্ব প্রাপ্ত হয়েছিলেন এবং প্রাণ ধারণ করেছিলেন। সুধম্বার পুণ্যকার্যকারী পুত্রগণ কর্মবলে ও যজ্ঞাদি বলে ব্যাপ্ত হ{েয় অমৃতত্ব প্রাপ্ত হয়েছেন।
৪। হে ঋভুগণ! তোমরা ইন্দ্রের সাথে একরথে সোমাভিষব স্থানে যাও। পরে মনুষ্যগণের স্তুতি গ্রহণ কর। হে ফলবাহক সুধম্বার পুত্রগণ! তোমাদের সুকৃত কেহ ইয়ত্তা করতে পা রনা। হে ঋভুগণ! তোমাদের বীর্যও কেউ ইয়ত্তা করতে পারে না।
৫। হে ইন্দ্র! তুমি বাজবিশিষ্ট ঋভুগণের সাথে সম্যকরূপে জলদ্বারা সিক্ত অভিষুত সোম দু হাতে গ্রহণ করে পান কর। হেজ মঘবন! তুমি স্তুতিদ্বারা প্রেরিত হয়ে যজমানের গৃহে সুধম্বার পুত্রগণের সঙ্গে উল্লসিত হও।
৬। হে বহুলোক স্তুত ইন্দ্র! তুমি ঋভু ও বাজের সমভিব্যাহারে আমাদরে এ যজ্ঞে (১) আনন্দিত হও। হে ইন্দ্র! দিন সকল তোমার জন্য নিয়ত হয়েছে। দেবগণের ব্রত মনুষ্যগণের কর্মের সাথে দিন সকল তোমাদের জন্য নিয়ত হয়েছে।
৭। হে ইন্দ্র! তুমি স্তোতার অন্ন সম্পাদন করে বাজযুক্ত ঋতুগণের সাথে এ যজ্ঞে স্তোতার স্তোত্র অভিমুখে এস। মরুৎগণও শতসংখ্যক গমনকুশল অশ্বের সাথে যজমানরে সহস্র প্রকারে প্রনীত অধ্বরের এস।

টীকাঃ
১। মূলে শচ্রা আছে। ইন্দ্রাণ্যা কর্মণা বা সায়ণ। শেষ অর্থই আমসরা গ্রহণ করেছি। কেন না ইন্দ্রের স্ত্রীর নাম শচী তা ঋগ্বেদে কোথাও লক্ষিত হয় না। ইন্দ্র শচীপতি, অর্থাৎ যজ্ঞপতি, তা হতেই ইন্দ্রের ভার্ষা শচী সম্বন্ধ পৌরাণিক গল্পের উদ্ভব।

HYMN LX. Ṛbhus.

1. HERE is your ghostly kinship, here, O Men: they came desirous to these holy rites with store of wealth,
With wondrous arts, whereby, with schemes to meet each need, Ye gained, Sudhanvan’s Sons! your share in sacrifice.
2 The mighty powers wherewith. ye formed the chalices, the thought by which ye drew the cow from out the hide,
The intellect wherewith ye wrought the two Bay Steeds,—through these, O Ṛbhus, ye attained divinity.
3 Friendship with Indra have the Ṛbhus, fully gained: grandsons of Manu, they skilfully urged the work.
Sudhanvan’s Children won them everlasting life, serving with holy rites, pious with noble acts.
4:In company with Indra come ye to the juice, then gloriously shall your wishes be fulfilled.
Not to be paragoned, ye Priests, are your good deeds, nor your heroic acts, Ṛbhus, Sudhanvan’s Sons.
5 O Indra, with the Ṛbhus, Mighty Ones, pour down the Soma juice effused, well-blent, from both thy hands.
Maghalan, urged by song, in the drink-offerer’s house rejoice thee with the Heroes, with Sudhanvan’s Sons.
6 With Ṛbhu near, and Vāja, Indra, here exult, with Saci, praised of many, in the juice we pour.
These homes wherein we dwell have turned themselves to thee, -devotions to the Gods, as laws of men ordain.
7 Come with the mighty Ṛbhus, Indra, come to us, strengthening with thy help the singer’s holy praise;
At hundred eager calls come to the living man, with thousand arts attend the act of sacrifice.

Rig Veda Book 3 Hymn 60
इहेह वो मनसा बन्धुता नर उशिजो जग्मुरभि तानि वेदसा |
याभिर्मायाभिः परतिजूतिवर्पसः सौधन्वना यज्ञियं भागमानश ||
याभिः शचीभिश्चमसानपिंशत यया धिया गामरिणीत चर्मणः |
येन हरी मनसा निरतक्षत तेन देवत्वं रभवः समानश ||
इन्द्रस्य सख्यं रभवः समानशुर्मनोर्नपातो अपसो दधन्विरे |
सौधन्वनासो अम्र्तत्वमेरिरे विष्ट्वी शमीभिः सुक्र्तः सुक्र्त्यया ||
इन्द्रेण याथ सरथं सुते सचानथो वशानां भवथासह शरिया |
न वः परतिमै सुक्र्तानि वाघतः सौधन्वना रभवो वीर्याणि च ||
इन्द्र रभुभिर्वाजवद्भिः समुक्षितं सुतं सोममा वर्षस्वा गभस्त्योः |
धियेषितो मघवन दाशुषो गर्हे सौधन्वनेभिः सह मत्स्वा नर्भिः ||
इन्द्र रभुमान वाजवान मत्स्वेह नो.अस्मिन सवने शच्या पुरुष्टुत |
इमानि तुभ्यं सवसराणि येमिरे वरता देवानां मनुषश्च धर्मभिः ||
इन्द्र रभुभिर्वाजिभिर्वाजयन्निह सतोमं जरितुरुप याहि यज्ञियम |
शतं केतेभिरिषिरेभिरायवे सहस्रणीथोध्वरस्य होमनि ||

iheha vo manasā bandhutā nara uśijo jaghmurabhi tāni vedasā |
yābhirmāyābhiḥ pratijūtivarpasaḥ saudhanvanā yajñiyaṃ bhāghamānaśa ||
yābhiḥ śacībhiścamasānapiṃśata yayā dhiyā ghāmariṇīta carmaṇaḥ |
yena harī manasā niratakṣata tena devatvaṃ ṛbhavaḥ samānaśa ||
indrasya sakhyaṃ ṛbhavaḥ samānaśurmanornapāto apaso dadhanvire |
saudhanvanāso amṛtatvamerire viṣṭvī śamībhiḥ sukṛtaḥ sukṛtyayā ||
indreṇa yātha sarathaṃ sute sacānatho vaśānāṃ bhavathāsaha śriyā |
na vaḥ pratimai sukṛtāni vāghataḥ saudhanvanā ṛbhavo vīryāṇi ca ||
indra ṛbhubhirvājavadbhiḥ samukṣitaṃ sutaṃ somamā vṛṣasvā ghabhastyoḥ |
dhiyeṣito maghavan dāśuṣo ghṛhe saudhanvanebhiḥ saha matsvā nṛbhiḥ ||
indra ṛbhumān vājavān matsveha no.asmin savane śacyā puruṣṭuta |
imāni tubhyaṃ svasarāṇi yemire vratā devānāṃ manuṣaśca dharmabhiḥ ||
indra ṛbhubhirvājibhirvājayanniha stomaṃ jariturupa yāhi yajñiyam |
śataṃ ketebhiriṣirebhirāyave sahasraṇīthoadhvarasya homani ||