ঋগ্বেদ ০৩।৫৮

৫৮ সুক্ত ।।

অনুবাদঃ
১। ধেনু ঊষা পুরাতন অগ্নির জন্য কমনীয় দুগ্ধ দোহন করছেন। দক্ষিনার পুত্র সূর্য মধ্যে প্রবেশ করছেন, পরে শুভ্রদীপ্তি দিবস দ্যোতমান সূর্যকে বহন করে আনছে। অশ্বিদ্বয়ের স্তোতা উষার পূর্বে জাগরিত হচ্ছে।
২। হে অশ্বিদ্বয়! উত্তমরূপে যোজিত অশ্বদ্বয় সত্যরূপ রথে তোমাদের বহন করছে। পুত্র পিতার জন্য যেরূপ উন্মুখ হয়, যজ্ঞগণ সেরূপ তোমাদের জন্য উন্মুখ হয়ে আছে। আমাদরে নিকট হতে পণির বৃদ্ধি বিশেষরূপে নাশ কর। আমরা তোমাদের জন্য হবি প্রস্তুত করছি, তোমরা এস।
৩। হে অশ্বিদ্বয়! সুন্দর চক্রবিশিষ্ট রথে আরোহণ করে উত্তমরূপে যোজিত অশ্বদ্বরা বাহিত হয়ে তোমরা, স্তুতিকারীর এ শ্লোক শ্রবণ কর। হে অশ্বিদ্বয়! পুরাতন মেধাবীগণ কি বলেন নি, যে তোমরা বৃত্তিহানির বিরুদ্ধে যাও।
৪। হে অশ্বিদ্বয়! তোমরা আমার স্তুতি অবগত হও এবং অশ্বগণের সাথে এস। সমস্ত লোক তোমাদের আহ্বান করছে, তারা বন্ধুর ন্যায় তোমাদের দুগ্ধমিশ্রিত হর্ষকর সোম প্রদান করছে। সূর্য অগ্রে উদয় হচ্ছেন।
৫। হে অশ্বিদ্বয়! নানা দেশকে তিরস্কৃত করে দেবযান পথে এ স্থলে আগমন কর। তোমরা ধনবান, তোমাদের স্তোত্র উদ্ঘোষিত হচ্ছে, তোমাদের জন্য মধুর আধার সকল সজ্জিত হয়েছে।
৬। হে অশ্বিদ্বয়! তোমাদের পুরাতন সখ্য বাঞ্চনীয় ও মসঙ্গলকর। হেজ নেতৃদ্বয়। জাহুবীতে (১) তোমাদের ধন আছে। তোমাদের সুখকর সখ্য বার বার প্রাপ্ত হয়ে আমরা তোমাদের সমান হয়েছি। আমরা হর্ষকর সোমদ্বারা তোমাদের শীঘ্র ও যুগপৎ হৃষ্ট করব।
৭। অক্ষীণ, সোমপায়ী, সুদক্ষ, নিত্যতরুণ অসত্যরহিত এবং সুদানশীল অশ্বিদ্বয় বায়ু ও নিষুতগণের সাথে মিলিত হয়ে দিবসের শেষে সোম পান করুন।
৮। হে অশ্বিদ্বয়! প্রচুর হবি তোমাদের নিকট গমন করছে, দোষশূন্য কর্মকুশল স্তোতুগণ স্তুতিদ্বারা তোমাদের পরিচর্যা করছে। স্তোতৃগণ কর্তৃক আকৃষ্ট, জলপ্রদ রথ সদা দ্যাবাপৃথিবীর অভিমুখে যাচ্ছে।
৯। হে অশ্বিদ্বয়! অত্য্নত মধুর রস বিশিষ্ট সোম মিশ্রিত হয়েছে, পান কর, ও যজ্ঞঝশালায় প্রবেশ কর। তোমাদের বারবার ধনদানকারী রথ সোমাভিষবকারীর সংস্কৃত গহৃহে আসছে।

টীকাঃ
১। জহুকুলজা সায়ণ। It might imply the Ganges, Ja hnayi, if we had reason to suppose the legend of her origin from Jahnu was known to the Vedas.- Wilson.

HYMN LVIII. Aśvins.

1. THE Ancient’s Milch-cow yields the things we long for: the Son of Dakṣiṇā travels between them.
She with the splendid chariot brings refulgence. The praise of Uṣas hath awoke the Aśvins.
2 They bear you hither by well-orderd statute: our sacred offerings rise as if to parents.
Destroy in us the counsel of the niggard come hitherward, for we have shown you favour.
3 With lightly-rolling car and well-yoked horses hear this, the press-stone’s song, ye Wonder-Workers.
Have not the sages of old time, ye Aśvins, called you most prompt to come and stay misfortune?
4 Remember us, and come to us, for ever men, as their wont is, invocate the Aśvins.
Friends as it were have offered you these juices, sweet, blent with milk at the first break of morning.
5 Even through many regions, O ye Aśvins high praise is yours among mankind, ye Mighty-
Come, helpers, on the paths which Gods have travelled: here your libations of sweet meath are ready.
6 Ancient your home, auspicious is your friendship: Heroes, your wealth is with the house of Jahnu.
Forming again with you auspicious friendship, let us rejoice with draughts of meath together.
7 O Aśvins, Very Mighty ones, with Vāyu and with his steeds, one-minded, ever-youthful,
Nāsatyas, joying in the third day’s Soma, drink it, not hostile, Very Bounteous Givers.
8 Aśvins, to you are brought abundant viands in rivalry with sacred songs, unceasing.
Sprung from high Law your car, urged on by press-stones, goes round the earth and heaven in one brief moment.
9 Aśvins, your Soma sheds delicious sweetness: drink ye thereof and come unto our dwelling.
Your car, assuming many a shape, most often goes to the Soma-presser’s place of meeting.

Rig Veda Book 3 Hymn 58
धेनुः परत्नस्य काम्यं दुहानान्तः पुत्रश्चरति दक्षिणायाः |
आ दयोतनिं वहति शुभ्रयामोषस सतोमो अश्विनावजीगः ||
सुयुग वहन्ति परति वां रतेनोर्ध्वा भवन्ति पितरेव मेधाः |
जरेथामस्मद वि पणेर्महीषां युवोरवश्चक्र्मा यातमर्वाक ||
सुयुग्भिरश्वैः सुव्र्ता रथेन दस्राविमं शर्णुतं शलोकमद्रेः |
किमङग वां परत्यवर्तिं गमिष्ठाहुर्विप्रासो अश्विना पुराजाः ||
आ मन्येथामा गतं कच्चिदेवैर्विश्वे जनासो अश्विना हवन्ते |
इमा हि वां गोर्जीका मधूनि पर मित्रासो न ददुरुस्रो अग्रे ||
तिरः पुरू चिदश्विना रजांस्याङगूषो वां मघवाना जनेषु |
एह यातं पथिभिर्देवयानैर्दस्राविमे वां निधयो मधूनाम ||
पुराणमोकः सख्यं शिवं वां युवोर्नरा दरविणं जह्नाव्याम |
पुनः कर्ण्वानाः सख्या शिवानि मध्वा मदेमसह नू समानाः ||
अश्विना वायुना युवं सुदक्षा नियुद्भिष च सजोषसा युवाना |
नासत्या तिरोह्न्यं जुषाणा सोमं पिबतमस्रिधा सुदानू ||
अश्विना परि वामिषः पुरूचीरीयुर्गीर्भिर्यतमाना अम्र्ध्राः |
रथो ह वां रतजा अद्रिजूतः परि दयावाप्र्थिवी याति सद्यः ||
अश्विना मधुषुत्तमो युवाकुः सोमस्तं पातमा गतं दुरोणे |
रथो ह वां भूरि वर्पः करिक्रत सुतावतो निष्क्र्तमागमिष्ठः ||

dhenuḥ pratnasya kāmyaṃ duhānāntaḥ putraścarati dakṣiṇāyāḥ |
ā dyotaniṃ vahati śubhrayāmoṣasa stomo aśvināvajīghaḥ ||
suyugh vahanti prati vāṃ ṛtenordhvā bhavanti pitareva medhāḥ |
jarethāmasmad vi paṇermahīṣāṃ yuvoravaścakṛmā yātamarvāk ||
suyughbhiraśvaiḥ suvṛtā rathena dasrāvimaṃ śṛṇutaṃ ślokamadreḥ |
kimaṅgha vāṃ pratyavartiṃ ghamiṣṭhāhurviprāso aśvinā purājāḥ ||
ā manyethāmā ghataṃ kaccidevairviśve janāso aśvinā havante |
imā hi vāṃ ghoṛjīkā madhūni pra mitrāso na dadurusro aghre ||
tiraḥ purū cidaśvinā rajāṃsyāṅghūṣo vāṃ maghavānā janeṣu |
eha yātaṃ pathibhirdevayānairdasrāvime vāṃ nidhayo madhūnām ||
purāṇamokaḥ sakhyaṃ śivaṃ vāṃ yuvornarā draviṇaṃ jahnāvyām |
punaḥ kṛṇvānāḥ sakhyā śivāni madhvā mademasaha nū samānāḥ ||
aśvinā vāyunā yuvaṃ sudakṣā niyudbhiṣ ca sajoṣasā yuvānā |
nāsatyā tiroahnyaṃ juṣāṇā somaṃ pibatamasridhā sudānū ||
aśvinā pari vāmiṣaḥ purūcīrīyurghīrbhiryatamānā amṛdhrāḥ |
ratho ha vāṃ ṛtajā adrijūtaḥ pari dyāvāpṛthivī yāti sadyaḥ ||
aśvinā madhuṣuttamo yuvākuḥ somastaṃ pātamā ghataṃ duroṇe |
ratho ha vāṃ bhūri varpaḥ karikrat sutāvato niṣkṛtamāghamiṣṭhaḥ ||