ঋগ্বেদ ০৩।৩৬

৩৬ সুক্ত ।।

অনুবাদঃ
১। হে ইন্দ্র! মরুৎগণের সঙ্গে সর্বদা এসে বিশেষরূপে প্রস্তুত সোম ধন দানের জন্য ধারণ কর। যে ইন্দ্র বৃহৎ কর্মদ্বারা প্রখ্যাত হয়েছে তিনি প্রত্যেক সোমাভিষবে পুষ্টিসাধক হব্য দ্বারা বর্ধিত হয়েছেন।
২। পূর্বকালে ইন্দ্রের উদ্দেশে সোম প্রদত্ত হয়েছে, যা দিয়ে তিনি কালাত্মক, দীপ্ত ও মহান হয়েছেন। হে ্ন্দ্রি! তুমি এ প্রদত্ত সোম গ্রহণ কর এবং স্বর্গাদি ফলপ্রদ প্রস্তর দ্বারা অভিষুত সোম পান কর।
৩। হে ইন্দ্র! পান কর ও পরিপুষ্ট হও। তোমার জন্য প্রাচীন ও নুতন সোম অভিষুত হয়েছে। হে ইন্দ্র! তুমি স্তুতিযোগ্য তুমি পুরাতন সোম যেরূপ পান করেছিলে সেরূপ এক্ষণে নূতন সোম পান কর।
৪। যে ইন্দ্র অতিশয় সামর্থ্যবান, যুদ্ধে শত্রুদের অভিভবিতা এবং শত্রুদের আহ্বান কারী, সে ইন্দ্রের উগ্রবল ও দুর্ধর্ষতেজ সর্বত্র বিস্তৃত হচ্ছে; যখন সোমরস হর্যশ্ব ইন্দ্রকে হষ্ট করে তখন পৃথিবী এবং স্বর্গও তাকে ধারণ করতে পারে না।
৫। বলবান, উগ্র, অভীষ্টবর্ষী ও দাতা ইন্দ্র, বীরকীর্তির জন্য প্রবৃদ্ধ হয়েছেন, স্তোত্রের সঙ্গে মিলিত হয়েছেন। ইন্দ্রের গো সকল ক্ষীরপ্রদ হয়ে জন্মগ্রহণ করেছে, ইন্দ্রের দান প্রভূত ।
৬। নদীগণ যখন প্রসব অনুসরণ করে দূরবর্তী সমূদ্রেযায় তখন জল রথীর ন্যায গমন করে। সেরূপ বরীয়ান ইন্দ্র এ অন্তরীক্ষ হতে অবিষুত লতাখন্ডরূপে অল্প সোমের দিকে ধাবিত হন।
৭। সমুদ্র সঙ্গমাভিলাষী নদীগণ যেরূপ সমুদ্রকে পূর্ণ করে, সেরূপ অধ্বর্যুগণ ইন্দ্রের জন্য অভিষুত সোম সম্পাদন করে হস্তাদ্বারা লতা দোহন করে ও পবিত্রদ্বারা ধারারূপ মধুর সোমরস শোধন করে।
৮। ইন্দ্রের উদর হ্রদের ন্যায় সোমের আধার। তিনি বহু যজ্ঞ একবারে ব্যাপ্ত করেন। যেহেতু ইন্দ্র প্রথম ভক্ষনীয় সোমাদি ভক্ষণ করেছেন, পরে বৃত্তকে নিহত করে দেবগণকে ভাগ করে দিয়েছেন (৯) হে ইন্দ্র! শীঘ্র ধন প্রদান কর। তোমার এ ধনকে বন্ধ করতে পারে? আমরা তোমাকে ধনের স্বামী বলে জানি। তোমার যে মহনীয় ধন আছে; হে ইন্দ্র! তা আমাদের প্রদান কর।
১০। যে মঘবন! হে ঋজীষী সোমবিশিষ্ট ইনদ্র! তুমি সকলের বরণীয় প্রভূত ধন দান কর আমাদের জীবনের জন্য শত বৎসর প্রদান কর (১)। হে সুন্দর হনুবিশিষ্ট ইন্দ্র! আমসাদের বহু বীর পুত্র প্রদান কর।
১১। হে ইন্দ্র! তুমি অন্নলাভকর যুদ্ধে উৎসাহদ্বারা প্রবৃদ্ধ, তুমি ধনবান, প্রভূত ঐশ্বর্যসম্পন্ন, নেতৃশ্রেষ্ঠ, স্তুতিশ্রবণকারী, উগ্র, সংগ্রামে শত্রুবিনাশী এবং ধনজেতা। আমরা আশ্রয়লাভের জন্য তোমাকে আহ্বান করছি।

টীকাঃ
১। এখানে ও ঋগ্বেদের অন্যান্য অনেক স্থানে একশত বৎসরই মানুষের আয়ুর পরিমাণ বলে নির্দিষ্ট হয়েছে। ঋষিগণের সহস্রাধিক বৎসর দীর্ঘ জীবন সম্বন্ধীয় পৌরাণিক গল্পকথা ঋগ্বেদ রচনার সময় কম্পিত হয়নি।

HYMN XXXVI. Indra.

1. WITH constant succours, fain thyself to share it, make this oblation which we bring effective.
Grown great through strengthening gifts at each libation, he hath become renowned by mighty exploits.
2 For Indra were the Somas erst- discovered, whereby he grew strong-jointed, vast, and skilful.
Indra , take quickly these presented juices: drink of the strong, that which the strong have shaken.
3 Drink and wax great. Thine are the juices, Indra, both Somas of old time and these we bring thee.
Even as thou drankest, Indra, earlier Somas, so drink to-day, a new guest, meet for praises.
4 Great and impetuous, mighty-voiced in battle, surpassing power is his, and strength resistless.
Him the broad earth hath never comprehended when Somas cheered the Lord of Tawny Coursers.
5 Mighty and strong he waxed for hero exploit: the Bull was furnished a Sage’s wisdom.
Indra is our kind Lord; his steers have vigour; his cows are many with abundant offspring.
6 As floods according to their stream flow onward, so to the sea, as borne on cars, the waters.
Vaster is Indra even than his dwelling, what time the stalk milked out, the Soma, fills him.
7 Eager to mingle with the sea, the rivers carry the well-pressed Soma juice to Indra.
They drain the stalk out with their arms, quick-banded, and cleanse it with a stream of mead and filters.
8 Like lakes appear his flanks filled full with Soma: yea, he contains libations in abundance.
When Indra had consumed the first sweet viands, he, after slaying Vṛtra, claimed the Soma.
9 Then bring thou hither, and let none prevent it: we know thee well, the Lord of wealth and treasure.
That splendid gift which is thine own, O Indra, vouchsafe to us, Lord of the Tawny Coursers.
10 O Indra, Maghavan, impetuous mover, grant us abundant wealth that brings all blessings.
Give us a hundred autumns for our lifetime: give us, O fair-checked Indra, store of heroes.
11 Call we on Indra, Maghavan, auspicious, best Hero in the fight where spoil is gathered,
The Strong, who listens, who gives aid in battles, who slays the Vṛtras, wins and gathers riches.

Rig Veda Book 3 Hymn 36
इमामू षु परभ्र्तिं सातये धाः शश्वचः छश्वदूतिभिर्यादमानः |
सुते-सुते वाव्र्धे वर्धनेभिर्यः कर्मभिर्महद्भिः सुश्रुतो भूत ||
इन्द्राय सोमाः परदिवो विदाना रभुर्येभिर्व्र्षपर्वा विहायाः |
परयम्यमानान परति षू गर्भायेन्द्र पिब वर्षधूतस्य वर्ष्णः ||
पिबा वर्धस्व तव घा सुतास इन्द्र सोमासः परथमा उतेमे |
यथापिबः पूर्व्यानिन्द्र सोमानेवा पाहि पन्यो अद्या नवीयान ||
महानमत्रो वर्जने विरप्श्युग्रं शवः पत्यते धर्ष्ण्वोजः |
नाह विव्याच पर्थिवी चनैनं यत सोमासो हर्यश्वममन्दन ||
महानुग्रो वाव्र्धे वीर्याय समाचक्रे वर्षभः काव्येन |
इन्द्रो भगो वाजदा अस्य गावः पर जायन्ते दक्षिणा अस्य पूर्वीः ||
पर यत सिन्धवः परसवं यथायन्नापः समुद्रं रथ्येव जग्मुः |
अतश्चिदिन्द्रः सदसो वरीयान यदीं सोमः पर्णति दुग्धो अंशुः ||
समुद्रेण सिन्धवो यादमाना इन्द्राय सोमं सुषुतं भरन्तः |
अंशुं दुहन्ति हस्तिनो भरित्रैर्मध्वः पुनन्ति धारया पवित्रैः ||
हरदा इव कुक्षयः सोमधानाः समी विव्याच सवना पुरूणि |
अन्ना यदिन्द्रः परथमा वयाश वर्त्रं जघन्वानव्र्णीत सोमम ||
आ तू भर माकिरेतत परि षठाद विद्मा हि तवा वसुपतिं वसूनाम |
इन्द्र यत ते माहिनं दत्रमस्त्यस्मभ्यं तद धर्यश्व पर यन्धि ||
अस्मे पर यन्धि मघवन्न्र्जीषिन्निन्द्र रायो विश्ववारस्य भूरेः |
अस्मे शतं शरदो जीवसे धा अस्मे वीरान छश्वत इन्द्र शिप्रिन ||
शुनं हुवेम … ||

imāmū ṣu prabhṛtiṃ sātaye dhāḥ śaśvacḥ chaśvadūtibhiryādamānaḥ |
sute-sute vāvṛdhe vardhanebhiryaḥ karmabhirmahadbhiḥ suśruto bhūt ||
indrāya somāḥ pradivo vidānā ṛbhuryebhirvṛṣaparvā vihāyāḥ |
prayamyamānān prati ṣū ghṛbhāyendra piba vṛṣadhūtasya vṛṣṇaḥ ||
pibā vardhasva tava ghā sutāsa indra somāsaḥ prathamā uteme |
yathāpibaḥ pūrvyānindra somānevā pāhi panyo adyā navīyān ||
mahānamatro vṛjane virapśyughraṃ śavaḥ patyate dhṛṣṇvojaḥ |
nāha vivyāca pṛthivī canainaṃ yat somāso haryaśvamamandan ||
mahānughro vāvṛdhe vīryāya samācakre vṛṣabhaḥ kāvyena |
indro bhagho vājadā asya ghāvaḥ pra jāyante dakṣiṇā asya pūrvīḥ ||
pra yat sindhavaḥ prasavaṃ yathāyannāpaḥ samudraṃ rathyeva jaghmuḥ |
ataścidindraḥ sadaso varīyān yadīṃ somaḥ pṛṇati dughdho aṃśuḥ ||
samudreṇa sindhavo yādamānā indrāya somaṃ suṣutaṃ bharantaḥ |
aṃśuṃ duhanti hastino bharitrairmadhvaḥ punanti dhārayā pavitraiḥ ||
hradā iva kukṣayaḥ somadhānāḥ samī vivyāca savanā purūṇi |
annā yadindraḥ prathamā vyāśa vṛtraṃ jaghanvānavṛṇīta somam ||
ā tū bhara mākiretat pari ṣṭhād vidmā hi tvā vasupatiṃ vasūnām |
indra yat te māhinaṃ datramastyasmabhyaṃ tad dharyaśva pra yandhi ||
asme pra yandhi maghavannṛjīṣinnindra rāyo viśvavārasya bhūreḥ |
asme śataṃ śarado jīvase dhā asme vīrān chaśvata indra śiprin ||
śunaṃ huvema … ||