৩৫ সুক্ত ।।
অনুবাদঃ
১। হে ইন্দ্র! হরিনামক অশষ্বদ্বয় রথে যোজিত হচ্ছে। তুমি তাদরে জন্য বায়ু যেরূপ নিষুতের জন্য অপেক্ষা করে, সেরূপ কিয়ৎক্ষণ অপেক্ষা করে আমাদের অভিমুখে এস। আমাদের প্রদত্ত সোম পান কর, আমরা স্বাহা শব্দ উচ্চারণ করে তোমার আনন্দের জন্য সোমপান করছি।
২। হু লোকরে আহুত ইন্দ্রের শীঘ্র গমনার্থে রথের অগ্রভাগে দ্রুতগামী অশ্বদ্বয় সংযোজিত করছি। অশ্দ্বয় সর্বতোভাবে অনুষ্ঠিত এ যজ্ঞের প্রতি ইন্দ্রকে শীঘ্র আনুক।
৩। হে অভীষ্টবর্ষী অন্নবান ইন্দ্র! তোমার বীর্যবান শত্রুভয়ত্তাতা অশ্বদ্বয়কে আমাদের নিকট আন, তুমি এ যজমানকে রক্ষা কর। রক্তবর্ণ অশ্বদ্বয়কে এ দেবযজনে ছেড়ে দাও, তারা ভক্ষণ করুক। তুমি সমান রূপবিশিষ্ট উপযুক্ত ধান্য ভক্ষণ কর (১)।
৪। হে ইন্দ্র! তোমার যে অশ্বদ্বয় মন্ত্রদ্বারা যোজিত হয় এবং যুদ্ধে যাদের সমান প্রসিদ্ধি, মন্ত্রবলে সে অশ্বদ্বয়কে যোজিত করছি। হে ইন্দ্র! তুমি বিদ্বান, তুমি জেনে সুদৃঢ় এবং সুখকর রথে আরোহণ করে সোমের নিকট এস।
৫। হে ইন্দ্র! অন্য যজমানগণ যেন তোমার বীর্যবান ও কমনীয় পৃষ্ঠ বিশিষ্ট হরিদ্বয়কে আনন্দিত না করে। আমরা অভিষুত সোমদ্বারা পর্যাপ্তরূপে তোমার তৃপ্তিসাধন করব, তুমি বহুতর যজমানকে অতিক্রম করে শীঘ্র এস।
৬। এ সোম তোমার, তুমি এর অভিমুখে এস। প্রীতমনে এ প্রভূত সোম পান কর। হে ইন্দ্র! এ যজ্ঞে কুশোপরি উপবেশন করে এ সোমকে জঠরে স্থাপন কর।
৭। হে ্ন্দ্রি! তোমার জন্য কুশ বিস্তৃত করা হয়েছে, সোম অভিষুত হয়েছে, তোমার অশ্বদ্বয়ের ভোজনের জন্য ধান্য প্রস্তুত হয়েছে। কুশ তোমার আসন, অনেকে তোমার স্তব করে, তুমি অভীষ্টবর্ষী, তোমার মরুৎ সেনা আছে, তোমার জন্য হব্য সকল বিস্তৃত হয়েছে।
৮। হে ইন্দ্র! তোমার জন্য অধ্বর্যুগণ প্রস্তর ও জল এ সোম দুগ্ধকে মধুর রসবিশিষ্ট করেছে। হে দর্শনীয় ও বিদ্বান ইন্দ্র! তুমি প্রসন্ন মনে আপন হিতকর স্তুতি অবগত হয়ে সোম পান কর।
৯। হে ইন্দ্র! সোমপান কালে যে মরুৎগণকে সম্ভাবিত কর, যারা যুদ্ধে তোমাকে বর্ধিত করে ও তোমার সহায় হয়, সে সকল মরুৎগণের সাথে মিলিত হয়ে সোমপানাভিলাষী হয়ে অগ্নির জিহ্বা দ্বারা পান কর।
১০। হে যজনীয় ইন্দ্র! স্বধাদ্বারা অথবা অগ্নির জিহ্বাদ্বারা অভিষুত সোম পান কর। হে শক্রু! অধুর্ষুর হস্ত দ্বারা প্রদত্ত সোম অথবা হোতার যজনীয় হব্য সেবা কর।
১১। হে ইন্দ্র! তুমি অন্নলাভকর যুদ্ধে উৎসাহ দ্বারা প্রবৃদ্ধ: তুমি ধনবান প্রভূত ঐশ্বর্যসম্পন্ন, নেতৃশ্রেষ্ঠ, স্তুতিশ্রবণকারী উগ্র, সংগ্রামে শত্রু বিনাশী এবং ধনজেতা। আমরা আশ্রয় লাভের জন্য তোমাকে আহ্বান করছি।
টীকাঃ
১। সায়ণ অর্থ করেছেন ভূষ্টষবান। ধান শব্দ ঋগ্বেদে অনেক স্থানে ব্যবহৃত হয়েছে, আমরা তার শব্দার্থ ধান্য করেছি, কিন্তু তার অর্থ চাল নহে। অর্থ ভাজা যব। ব্রীহি অর্থে চাল, কিন্তু ঋগ্বেদে এ শব্দের ব্যবহার নেই।
HYMN XXXV Indra.
1. MOUNT the Bay Horses to thy chariot harnessed, and come to us like Vāyu with his coursers.
Thou, hastening to us, shalt drink the Soma. Hail, Indra. We have poured it for thy rapture.
2 For him, the God who is invoked by many, the two swift Bay Steeds to the pole I harness,
That they in fleet course may bring Indra hither, e’en to this sacrifice arranged completely.
3 Bring the strong Steeds who drink the warm libation, and, Bull of Godlike nature, be thou gracious.
Let thy Steeds eat; set free thy Tawny Horses, and roasted grain like this consume thou daily.
4 Those who are yoked by prayer I harness, fleet friendly Bays who take their joy together.
Mounting thy firm and easy car, O Indra, wise and all-knowing come thou to the Soma.
5 No other worshippers must stay beside them thy Bays, thy vigorous and smooth-backed Coursers.
Pass by them all and hasten onward hither: with Soma pressed we will prepare to feast thee.
6 Thine is this Soma: hasten to approach it. Drink thou thereof, benevolent, and cease not.
Sit on the sacred grass at this our worship, and take these drops into thy belly, Indra.
7 The grass is strewn for thee, pressed is the Soma; the grain is ready for thy Bays to feed on.
To thee who lovest them, the very mighty, strong, girt by Maruts, are these gifts presented.
8 This the sweet draught, with cows, the men, the mountains, the waters, Indra, have for thee made ready.
Come, drink thereof, Sublime One, friendly-minded, foreseeing, knowing well the ways thou goest.
9 The Maruts, they with whom thou sharedst Soma, Indra, who made thee strong and were thine army,—
With these accordant, eagerly desirous drink thou this Soma with the tongue of Agni.
10 Drink, Indra, of the juice by thine own nature, or by the tongue of Agni, O thou Holy.
Accept the sacrificial gift, O Śakra, from the Adhvaryu’s hand or from the Hotar’s.
11 Call we on Maghavan, auspicious Indra, best Hero in the fight where spoil is gathered,
The Strong, who listens, who.gives aid in battles, who slays the Vṛtras, wins and gathers riches.
Rig Veda Book 3 Hymn 35
तिष्ठा हरी रथ आ युज्यमाना याहि वायुर्न नियुतो नो अछ |
पिबास्यन्धो अभिस्र्ष्टो अस्मे इन्द्र सवाहा ररिमाते मदाय ||
उपाजिरा पुरुहूताय सप्ती हरी रथस्य धूर्ष्वा युनज्मि |
दरवद यथा सम्भ्र्तं विश्वतश्चिदुपेमं यज्ञमावहात इन्द्रम ||
उपो नयस्व वर्षणा तपुष्पोतेमव तवं वर्षभ सवधावः |
गरसेतामश्वा वि मुचेह शोणा दिवे-दिवे सद्र्शीरद्धिधानाः ||
बरह्मणा ते बरह्मयुजा युनज्मि हरी सखाया सधमाद आशू |
सथिरं रथं सुखमिन्द्राधितिष्ठन परजानन विद्वानुप याहि सोमम ||
मा ते हरी वर्षणा वीतप्र्ष्ठा नि रीरमन यजमानासो अन्ये |
अत्यायाहि शश्वतो वयं ते.अरं सुतेभिः कर्णवामसोमैः ||
तवायं सोमस्त्वमेह्यर्वां छश्वत्तमं सुमना अस्यपाहि |
अस्मिन यज्ञे बर्हिष्या निषद्या दधिष्वेमं जठर इन्दुमिन्द्र ||
सतीर्णं ते बर्हिः सुत इन्द्र सोमः कर्ता धाना अत्तवे तेहरिभ्याम |
तदोकसे पुरुशाकाय वर्ष्णे मरुत्वते तुभ्यंराता हवींषि ||
इमं नरः पर्वतास्तुभ्यमापः समिन्द्र गोभिर्मधुमन्तमक्रन |
तस्यागत्या सुमना रष्व पाहि परजानन विद्वान पथ्या अनु सवाः ||
यानाभजो मरुत इन्द्र सोमे ये तवामवर्धन्नभवन गणस्ते |
तेभिरेतं सजोषा वावशानो.अग्नेः पिब जिह्वयासोममिन्द्र ||
इन्द्र पिब सवधया चित सुतस्याग्नेर्वा पाहि जिह्वया यजत्र |
अध्वर्योर्वा परयतं शक्र हस्ताद धोतुर्वा यज्ञं हविषो जुषस्व ||
शुनं हुवेम … ||
tiṣṭhā harī ratha ā yujyamānā yāhi vāyurna niyuto no acha |
pibāsyandho abhisṛṣṭo asme indra svāhā rarimāte madāya ||
upājirā puruhūtāya saptī harī rathasya dhūrṣvā yunajmi |
dravad yathā sambhṛtaṃ viśvataścidupemaṃ yajñamāvahāta indram ||
upo nayasva vṛṣaṇā tapuṣpotemava tvaṃ vṛṣabha svadhāvaḥ |
ghrasetāmaśvā vi muceha śoṇā dive-dive sadṛśīraddhidhānāḥ ||
brahmaṇā te brahmayujā yunajmi harī sakhāyā sadhamāda āśū |
sthiraṃ rathaṃ sukhamindrādhitiṣṭhan prajānan vidvānupa yāhi somam ||
mā te harī vṛṣaṇā vītapṛṣṭhā ni rīraman yajamānāso anye |
atyāyāhi śaśvato vayaṃ te.araṃ sutebhiḥ kṛṇavāmasomaiḥ ||
tavāyaṃ somastvamehyarvāṃ chaśvattamaṃ sumanā asyapāhi |
asmin yajñe barhiṣyā niṣadyā dadhiṣvemaṃ jaṭhara indumindra ||
stīrṇaṃ te barhiḥ suta indra somaḥ kṛtā dhānā attave teharibhyām |
tadokase puruśākāya vṛṣṇe marutvate tubhyaṃrātā havīṃṣi ||
imaṃ naraḥ parvatāstubhyamāpaḥ samindra ghobhirmadhumantamakran |
tasyāghatyā sumanā ṛṣva pāhi prajānan vidvān pathyā anu svāḥ ||
yānābhajo maruta indra some ye tvāmavardhannabhavan ghaṇaste |
tebhiretaṃ sajoṣā vāvaśāno.aghneḥ piba jihvayāsomamindra ||
indra piba svadhayā cit sutasyāghnervā pāhi jihvayā yajatra |
adhvaryorvā prayataṃ śakra hastād dhoturvā yajñaṃ haviṣo juṣasva ||
śunaṃ huvema … ||