ঋগ্বেদ ০৩।৩৩

৩৩ সুক্ত ।।

অনুবাদঃ
১। জলপ্রবাহবতী বিপাশ ও শুতুদ্রী নদীদ্বয় পর্বতের উৎসঙ্গ প্রদেশ হতে সাগর সঙ্গমাভিলাষিণী হয়ে মন্দুরাবিমুক্ত ঘোটকীদবয়ের ন্যায় স্পর্ধা করে গোদ্বয়ের ন্যায় শোভমানা হয়ে বৎসলেহনাভিলাষিণী ধেনুদ্বয়ের ন্যায় বেগে গমন করছে (১)।
২। হে নদীদ্বয়! ইন্দ্র তোমাদের প্রেরণ করছেন, তোমরা তার প্রার্থনা রক্ষা করছ ও রথীদ্বয়ের ন্যায় সমুদ্রাভিমুখে যাচ্ছ। তোমরা একযোগে প্রবাহিত হয়ে তরঙ্গদ্বারা বর্ধিত হয়ে পরস্পর পরস্পরের নিকট গিয়ে শোভা পাচ্ছ।
৩। মাতৃসদৃশী শুতুদ্রী নদীর নিকট উপস্থিত হয়েছি। মহতী সৌভাগ্যবতী বিপাশ নদীর নিকট উপস্থিত হয়েছি। এরা উভয়ে বৎসলেহনাভিলাষিণী ধেনুর ন্যায় এক স্থানাভিমুখে যাচ্ছে।
৪। নদীদ্বয়: আমরা এ জল দ্বারা স্ফীত হয়ে দেবকৃত স্থানের অভিমুখে যাচ্ছি। আমাদের গমনের উদ্যোগ নিবৃত্ত হবার নয়। কি জন্য এ বিপ্র বার বার নদীগণকে আহ্বান করছে?
৫। বিশ্বামিত্র: হে জলবতী নদীদ্বয়! আমার সোম সম্পাদক বাক্যের জন্য মুহুর্তের জন্য গমন হতে বিরত হও। আমি কুশিকের পুত্র, আমি প্রসাদাভিলাষে মহতী স্তুতি দ্বারা নদীকে আমার উদ্দেশে আহ্বান করছি।
৬। নদীদ্বয়: নদীগণের পরিবেষ্টক বৃত্তকে হনন করে বজ্রবাহু ইন্দ্র আমাদের খনন করছেন। জগৎপ্রেরক সুহস্ত, দ্যুতিমান ইন্দ্র আমাদের প্রেরণ করেছেন, তার আজ্ঞায় আমরা প্রভূত হয়ে গমন করছি।
৭। বিশ্বামিত্র: ইন্দ্র যে অহিকে বিদীর্ণ করেছিলেন, তার সে বীর কর্ম সর্বদা কীর্তন করা উচিত। ইন্দ্র চতুর্দিকে আসীম অর্থাৎ অবরোধকারীদের বজ্রদ্বারা বধ করছিলেন। গমনালাভিলাষী জলসমূহ এসেছিল।
৮। নদীদ্বয়: হে স্তোতা! তুমি এই যে বাক্য ঘোষনা করছ, তা বিস্মৃত হয়ো না, ভবিষ্যৎ যজ্ঞ দিবসে তুমি উকথ রচনা করে আমাদের সেবা করো। আমরা তোমাকে নমস্কার করছি, আমাদের পুরুষের ন্যায় প্রগলভ করো না।
৯। বিশ্বামিত্র: হে ভগিনীভূত নদীদ্বয় আমি স্তব করছি। আমাকে প শ্রবণ কর। আমি দুরদেশ হতে রথ ও অশ্ব নিয়ে এসেছি। তোমরা অবনত হও, যাতে সুখে পার হওয়া যাবে। হে নদীদ্বয়! তোমরা স্রোতের জল নিয়ে রথচক্রের অক্ষের অধোদেশে যাও।
১০। নদীদ্বয়: হে স্তোতা! আমরা তোমার এ সকল বাক্য শুনলাম তুমি দুর হতে এসেছ, অতএব রথ ও শকটের সাথে যাও। মাতা যেমন পুত্রকে জন পান করাবার জন্য এবং যুবতী যেরূপ মানুষকে আলিঙ্গন করবা রজন্য অবনত হয়, সেরূপ আমরা তোমার জন্য অবনত হচ্ছি।
১১। বিশ্বামিত্র: হে নদীদ্বয়! যেহেতু ভারতগণ (২) তোমাদের পার হবে, যেহেতু পার হতে অভিলাষী ভরত বংশীয়েরা ইন্দ্র কর্তৃক প্রেরিত ও তোমাদের কর্তৃক অনুজ্ঞাত হয়ে পার হবে, ও পার হবার উদ্যোগ করছে ও অনুমতি পেয়েছে, অতএব আমি সর্বত্র তোমাদের স্তুতি করব; তোমরা যজ্ঞার্হ।
১২। গোধন অভিলাষী ভারতগণ পার হয়ে গেলেন, বিপ্র নদীগণের সুন্দর স্তুতি করছেন। তোমরা অন্নকারিণী ও ধনযুক্তা হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র নদী সকলকে তৃপ্ত কর ও পূর্ণ কর এবং শীঘ্র যাও।
১৩। হে নদীদ্বয়! তোমাদের তরঙ্গ এরূপভাবে প্রবাহিত হোক, যে যুগকীল (৩) তার উপরে থাকুক তোমরা রজ্জু স্পর্শ করো না। পাপরহিতা, কল্যাণকারিণী, অনিন্দানীয়া বিপাশ ও শুততুদ্রু যেন এক্ষণে বর্ধিতা না হয়।

টীকাঃ
১। ভারত প্রভৃতি দশ জাতি যখন সুদাসের বিরুদ্ধে যুদ্ধার্থে গমন করছিল, সৈন্যদল নদী পার হবার সময় ভারতদের পুরোহিত বিশ্বামিত্র নদীদ্বয়কে এই সুক্ত দ্বারা স্তব করেন। ১।৪৭।৬ ঋকের টীকা দেখুন। The Bharatas, Matsyas, Anus and Druhyees must have crossed the Vipasa and the Satadru in order to attack the Tritus. The Rig Veda mentions a prayer address by Vissamitra to these to streams. ** After the two rivers were crossed, a battle took, Maa Duncker’s India, translated bv Abbot, Chap.111 ঐ যুদ্ধে সুদাস জয়লাভ করেন, ভারত প্রভূতি জাতি পরাজিত হয়। তখন সুদাসের পুরোহিত বশিষ্ঠ যে জয় গীত রচনা করেছিলেন, তা ৭ মন্ডলের ১৮ এবং ৮৩ সুক্ত দ্রষ্টব্য।
২। বিশ্বামিত্র ভারতদের পুরোহিত। বশিষ্ঠ সুদাস রাজার পুরোহিত। ১।৪৭।৬ এবং ৭।৮৩।৮ দেখুন।
৩। The pin of the yoke. Wilson.

HYMN XXXIII. Indra.

1. FORTH from the bosom of the mountains, eager as two swift mares with loosened rein contending,
Like two bright mother cows who lick their youngling, Vipāś and Sutudri speed down their waters.
2 Impelled by Indra whom ye pray to urge you, ye move as ’twere on chariots to the ocean.
Flowing together, swelling with your billows, O lucid Streams, each of you seeks the other.
3 I have attained the most maternal River, we have approached Vipāś, the broad, the blessed.
Licking as ’twere their calf the pair of Mothers flow onward to their common home together.
4 We two who rise and swell with billowy waters move forward to the home which Gods have made us.
Our flood may not be stayed when urged to motion. What would the singer, calling to the Rivers?
5 Linger a little at my friendly bidding rest, Holy Ones, a moment in your journey.
With hymn sublime soliciting your favour Kuśika’s son hath called unto the River.
6 Indra who wields the thunder dug our channels: he smote down Vṛtra, him who stayed our currents.
Savitar, God, the lovely-handed, led us, and at his sending forth we flow expanded.
7 That hero deed of Indra must be lauded for ever that he rent Ahi in pieces.
He smote away the obstructors with his thunder, and eager for their course forth flowed the waters.
8 Never forget this word of thine, O singer, which future generations shall reecho.
In hymns, O bard, show us thy loving kindness. Humble us not mid men. To thee be honour!
9 List quickly, Sisters, to the bard who cometh to you from far away with car and wagon.
Bow lowly down; be easy to be traversed stay, Rivers, with your floods below our axles.
10 Yea, we will listen to thy words, O singer. With wain and car from far away thou comest.
Low, like a nursing mother, will I bend me, and yield me as a maiden to her lover.
11 Soon as the Bharatas have fared across thee, the warrior band, urged on and sped by Indra,
Then let your streams flow on in rapid motion. I crave your favour who deserve our worship.
12 The warrior host, the Bharatas, fared over the singer won the favour of the Rivers.
Swell with your billows, hasting, pouring riches. Fill full your channels, and roll swiftly onward.
13 So let your wave bear up the pins, and ye, O Waters, spare the thongs;
And never may the pair of Bulls, harmless and sinless, waste away.

Rig Veda Book 3 Hymn 33
पर पर्वतानामुशती उपस्थादश्वे इव विषिते हासमाने |
गावेव शुभ्रे मातरा रिहाणे विपाट छुतुद्री पयसाजवेते ||
इन्द्रेषिते परसवं भिक्षमाणे अछा समुद्रं रथ्येव याथः |
समाराणे ऊर्मिभिः पिन्वमाने अन्या वामन्यामप्येति शुभ्रे ||
अछा सिन्धुं मात्र्तमामयासं विपाशमुर्वीं सुभगामगन्म |
वत्समिव मातरा संरिहाणे समानं योनिमनु संचरन्ती ||
एन वयं पयसा पिन्वमाना अनु योनिं देवक्र्तं चरन्तीः |
न वर्तवे परसवः सर्गतक्तः किंयुर्विप्रो नद्यो जोहवीति ||
रमध्वं मे वचसे सोम्याय रतावरीरुप मुहूर्तमेवैः |
पर सिन्धुमछा बर्हती मनीषावस्युरह्वे कुशिकस्य सूनुः ||
इन्द्रो अस्मानरदद वज्रबाहुरपाहन वर्त्रं परिधिं नदीनाम |
देवो.अनयत सवित सुपाणिस्तस्य वयं परसवे याम उर्वीः ||
परवाच्यं शश्वधा वीर्यं तदिन्द्रस्य कर्म यदहिंविव्र्श्चत |
वि वज्रेण परिषदो जघानायन्नापो.अयनमिछमानाः ||
एतद वचो जरितर्मापि मर्ष्ठा आ यत ते घोषानुत्तरा युगानि |
उक्थेषु कारो परति नो जुषस्व मा नो नि कः पुरुषत्रा नमस्ते ||
ओ षु सवसारः कारवे शर्णोत ययौ वो दूरादनसा रथेन |
नि षू नमध्वं भवता सुपारा अधोक्षाः सिन्धवःस्रोत्याभिः ||
आ ते कारो शर्णवामा वचांसि ययाथ दूरादनसा रथेन |
नि ते नंसै पीप्यानेव योषा मर्यायेव कन्या शश्वचै ते ||
यदङग तवा भरताः सन्तरेयुर्गव्यन गराम इषित इन्द्रजूतः |
अर्षादह परसवः सर्गतक्त आ वो वर्णे सुमतिं यज्ञियानाम ||
अतारिषुर्भरता गव्यवः समभक्त विप्रः सुमतिं नदीनाम |
पर पिन्वध्वमिषयन्तीः सुराधा आ वक्षणाः पर्णध्वं यात शीभम ||
उद व ऊर्मिः शम्या हन्त्वापो योक्त्राणि मुञ्चत |
मादुष्क्र्तौ वयेनसाघ्न्यौ शूनमारताम ||

pra parvatānāmuśatī upasthādaśve iva viṣite hāsamāne |
ghāveva śubhre mātarā rihāṇe vipāṭ chutudrī payasājavete ||
indreṣite prasavaṃ bhikṣamāṇe achā samudraṃ rathyeva yāthaḥ |
samārāṇe ūrmibhiḥ pinvamāne anyā vāmanyāmapyeti śubhre ||
achā sindhuṃ mātṛtamāmayāsaṃ vipāśamurvīṃ subhaghāmaghanma |
vatsamiva mātarā saṃrihāṇe samānaṃ yonimanu saṃcarantī ||
ena vayaṃ payasā pinvamānā anu yoniṃ devakṛtaṃ carantīḥ |
na vartave prasavaḥ sarghataktaḥ kiṃyurvipro nadyo johavīti ||
ramadhvaṃ me vacase somyāya ṛtāvarīrupa muhūrtamevaiḥ |
pra sindhumachā bṛhatī manīṣāvasyurahve kuśikasya sūnuḥ ||
indro asmānaradad vajrabāhurapāhan vṛtraṃ paridhiṃ nadīnām |
devo.anayat savita supāṇistasya vayaṃ prasave yāma urvīḥ ||
pravācyaṃ śaśvadhā vīryaṃ tadindrasya karma yadahiṃvivṛścat |
vi vajreṇa pariṣado jaghānāyannāpo.ayanamichamānāḥ ||
etad vaco jaritarmāpi mṛṣṭhā ā yat te ghoṣānuttarā yughāni |
uktheṣu kāro prati no juṣasva mā no ni kaḥ puruṣatrā namaste ||
o ṣu svasāraḥ kārave śṛṇota yayau vo dūrādanasā rathena |
ni ṣū namadhvaṃ bhavatā supārā adhoakṣāḥ sindhavaḥsrotyābhiḥ ||
ā te kāro śṛṇavāmā vacāṃsi yayātha dūrādanasā rathena |
ni te naṃsai pīpyāneva yoṣā maryāyeva kanyā śaśvacai te ||
yadaṅgha tvā bharatāḥ santareyurghavyan ghrāma iṣita indrajūtaḥ |
arṣādaha prasavaḥ sarghatakta ā vo vṛṇe sumatiṃ yajñiyānām ||
atāriṣurbharatā ghavyavaḥ samabhakta vipraḥ sumatiṃ nadīnām |
pra pinvadhvamiṣayantīḥ surādhā ā vakṣaṇāḥ pṛṇadhvaṃ yāta śībham ||
ud va ūrmiḥ śamyā hantvāpo yoktrāṇi muñcata |
māduṣkṛtau vyenasāghnyau śūnamāratām ||