ঋগ্বেদ ০৩।৩২

৩২ সুক্ত ।।

অনুবাদঃ
১। হে সোমপতি ইন্দ্র! এ মাধান্দিন সকনে সোম পান কর, যেহেতু এ তোমার প্রিয়। হে ধনবান, ঋজীষসোমপায়ী ইন্দ্র! অশ্বদ্বয়কে রথ হতে খুলে দিয়ে, তাদরে হনুদ্বয়কে খাদ্যে পূর্ণ করে এ যজ্ঞে তাদের হৃষ্ট কর।
২। হে ইন্দ্র! গব্যমিশ্রিত, মন্থসংযুক্ত, অভিনব সোম পান কর, তোমার হর্ষের জন্য আমরা দান করছি। তুমি, স্তোত্রকারী মরুৎগণ ও রুদ্রগণের সাথে তৃপ্তি পর্যন্ত পান কর।
৩। হে ইন্দ্র! যে মরুৎগণ তোমার শত্রুশোষক তেজ বর্ধিত করে, যে মরুৎগণ তোমার বল বর্ধিত করে, সে মরুৎগণ স্তব করে তোমার যুদ্ধ সামর্থ্য বর্ধিত করে। হে বজ্রহস্ত, শোভন হনুযুক্ত ইন্দ্র! রুদ্রগণের সাথে মাধ্যন্দিন সবনে সোমপান কর।
৪। মরুৎগণ ইন্দ্রের বলভূত হয়েছিলেন। আমার মর্মস্থান কেউ জানে না, বৃত্ত এরূপ অভিমসান করাতে, ইন্দ্র মরুৎগণ কর্তৃক প্রেরিত হয়ে বৃত্তের মর্মস্থান জেনেছিলেন। সে মরুৎগণ তোমাকে শীঘ্র মাধুর্যযুক্ত উৎসাহ বাক্য বলেছিলেন।
৫। হে ইন্দ্র! তুমি মনুর যজ্ঞের ন্যায় আমার এ যজ্ঞ সেবা করে শাশ্বত বলের জন্য সোম পান কর। হে হর্যাশ্ব! তুমি যজ্ঞার্হ মরুৎগণের সাথে এস। গমনশীল মরুৎগণের সাথে অন্তরিক্ষ হতে জল প্রেরণ কর।
৬। হে ইন্দ্র! যেহেতু তুমি দীপ্তিমান জলের আবরণকারী, দীপ্তিরহিত ও শয়ান বৃত্তকে যুদ্ধে নিহত করেছ অতএব তুমি যুদ্ধকালে অশ্বের ন্যায় জল ছেড়ে দিয়েছ।
৭। অতএব আমরা হব্যদ্বারা প্রবৃদ্ধ ও মহান জরারহিত ও নিত্যতরুণ, স্তোতব্য ইন্দ্রের পূজা করি। পরিমাণরহিতা দ্যাবাপৃথিবী যজ্ঞার্হ ইন্দ্রের মহিমা পরিচ্ছেদ করতে পারে না।
৮। সমস্ত দেবগণ ইন্দ্রে রকর্ম সুকৃত ও বহুতর যজ্ঞাদি হিংসা করতে পারে না। এ ইন্দ্র ভুলোক, দ্যুলোক ও অন্তরীক্ষ লোক ধারণ করে আছেন। তার কর্ম রমনীয়, তিনি সূর্য ও ঊষাকে উৎপন্ন করেছেন।
৯। হে দৌরাত্মরহিত ইন্দ্র। তোমার মহিমাই যথার্থ মহিমা। যেহেতু তুমি উৎপন্ন হয়েই সোম পান কর। তুমি বলবান, স্বর্গাদিলোক তোমার তেজ নিবারণ করতে পারে না। দিন, মাস ও বৎসরও নিবারণ করত পারে না।
১০। হে ইন্দ্র! তুমি জাতমাত্র সর্বোচ্চ স্বর্গ প্রদেশে থেকেই সদ্য আনন্দের জন্য সোম পান করেছ, যখন তুমি দ্যাবাপৃথিবীতে অনুপ্রেবিষ্ট হয়েছ তখনই তুমি পুরাতন সৃষ্টি বিধাতা হয়েছ।
১১। হে ইন্দ্র! অনেকে তোমা হইতে উৎপন্ন হয়েছে। যে অহি আপনাকে বলবান মনে করে জল পরিবেষ্টন করে অবস্থিতি করেছিল, সে অহিকে তুমি প্রবৃদ্ধ হয়ে বিনাশ করেছ। কিন্তু যখন তুমি এক কটিতে পৃথিবীকে লুকিয়ে অবস্থান কর, তখন স্বর্গ তোমার মহিমার ইয়ত্তা করতে পারে না।
১২। হে ইন্দ্র! আমাদের যজ্ঞ তোমার বৃদ্ধি সম্পাদন করে। যে কার্যে সোম অভিষুত হয় তা তোমার প্রিয়। হে যজ্ঞযোগ্য! তুমি যজ্ঞ হেতু তোমার যজমানকে রক্ষা কর। এ যজ্ঞ অহিকে বিনাশ করবার জন্য তোমার বজ্রকে দৃঢ় করুক।
১৩। পুরাতন, মধ্যতন ও অধুনাতন স্তোমদ্বারা যে ইন্দ্র বর্ধিত হন, যজমান রক্ষাকর যজ্ঞঝ দ্বারা সে ইন্দ্রকে আপনার অভিমুখে আনছে, নুতন ধনের জন্য তাকে আবর্তিত করছে।
১৪। যখনই আমি মনে মনে ইন্দ্রকে স্তব করবার ইচ্ছা করি, তখনই আমি স্তুতি করি। আমি দূরবর্তী অশূভ দিবসের পূর্বেই ইন্দ্রকে স্তব করি, তিনি যেন আমাদের দুঃখের পরে নিয়ে যান। এ জন্য উভয় কুলবর্তী লোক সকল নৌকারোহীকে যেরূপ আহ্বান করে, সেরূপ আমার উভয় কুলবর্তী লোক সকল ইন্দ্রকে আহ্বান করছে।
১৫। ইন্দ্রের কলস পূর্ণ হয়েছে, পানার্থে স্বহাশব্দ উচ্চারিত হয়েছে। সেক্তা যেমন জলপাত্রে জলসেক করে আমি সেরূপ সোম সেচন করছি। সুস্বাদু সোম ইন্দ্রের অভিমুখে প্রদক্ষিণ করে তার হর্ষের জন্য যাচ্ছে।
১৬। হে বহুলোকের আহুত ইন্দ্র! গভীর সিন্ধু তোমাকে বিনারণ করতে পারে না, তার চতুর্দিকে বর্তমান অদ্রিসকল তোমাকে নিবারণ করতে পারে না। যেহেতু বন্ধুগণ কর্তৃক এ প্রকারে প্রার্থিত হয়ে অতি প্রবল, গব্য উর্বাকে নিবারণ করেছ।
১৭। হে ইন্দ্র! তুমি অন্ন লাভ কর, যুদ্ধে উৎসাহ দ্বারা প্রবৃদ্ধ, তুমি ধনবান প্রভূত ঐশ্বর্যসম্পন্ন, নেতৃশ্রেষ্ঠ স্তুতিশ্রবণকারী, উগ্র, সংগ্রামে শত্রুবিনাশী ও ধর্মজেতা। আমরা আশ্রয় লাভের জন্য তোমাকে আহ্বান করছি।

HYMN XXXII. Indra

1. DRINK thou this Soma, Indra, Lord of Soma; drink thou the draught of noonday which thou Iovest.
Puffing thy cheeks, impetuous, liberal Giver, here loose thy two Bay Horses and rejoice thee.
2 Quaff it pure, meal-blent, mixt with milk, O Indra; we have poured forth the Soma for thy rapture.
Knit with the prayer-fulfilling band of Maruts, yea, with the Rudras, drink till thou art sated;
3 Those who gave increase to thy strength and vigour; the Maruts singing forth thy might, O Indra.
Drink thou, O fair of cheek, whose hand wields thunder, with Rudras banded, at our noon libation.
4 They, even the Maruts who were there, excited with song the meath-created strength of Indra.
By them impelled to act he reached the vitals Of Vṛtra, though he deemed that none might wound him.
5 Pleased, like a man, with our libation, Indra, drink, for enduring hero might, the Soma.
Lord of Bays, moved by sacrifice come hither: thou with the Swift Ones stirrest floods and waters.
6 When thou didst loose the streams to run like racers in the swift contest, having smitten Vṛtra
With flying weapon where he lay, O Indra, and, godless, kept the Goddesses encompassed.
7 With reverence let us worship mighty Indra, great and sublime, eternal, everyouthful,
Whose greatness the dear world-halves have not measured, no, nor conceived the might of him the Holy.
8 Many are Indra’s nobly wrought achievements, and none of all the Gods transgress his statutes.
He beareth up this earth and heaven, and, doer of marvels, he begot the Sun and Morning.
9 Herein, O Guileless One, is thy true greatness, that soon as born thou drankest up the Soma.
Days may not check the power of thee the Mighty, nor the nights, Indra, nor the months, nor autumns.
10 As soon as thou wast born in highest heaven thou drankest Soma to delight thee, Indra;
And when thou hadst pervaded earth and heaven thou wast the first supporter of the singer.
11 Thou, puissant God, more mighty, slewest. Ahi showing his strength when couched around the waters.
The heaven itself attained not to thy greatness when with one hip of thine the earth was shadowed.
12 Sacrifice, Indra, made thee wax so mighty, the dear oblation with the flowing Soma.
O Worshipful, with worship help our worship, for worship helped thy bolt when slaying Ahi.
13 With sacrifice and wish have I brought Indra; still for new blessings may I turn him hither,
Him magnified by ancient songs and praises, by lauds of later time and days yet recent.
14 I have brought forth a song when longing seized me: ere the decisive day will I laud Indra;
Then may he safely bear us over trouble, as in a ship, when both sides invocate him.
15 Full is his chalice: Glory! Like a pourer I have filled up the vessel for his drinking.
Presented on the right, dear Soma juices have brought us Indra, to rejoice him, hither.
16 Not the deep-flowing flood, O Much-invoked One! not hills that compass thee about restrain thee,
Since here incited, for thy friends, O Indra, thou breakest e’en the firm built stall of cattle.
17 Call we on Maghavan, auspicious Indra, best Hero in this fight where spoil is gathered,
The Strong who listens, who gives aid in battles, who slays the Vṛtras, wins and gathers riches.

Rig Veda Book 3 Hymn 32
इन्द्र सोमं सोमपते पिबेमं माध्यन्दिनं सवनं चारु यत ते |
परप्रुथ्या शिप्रे मघवन्न्र्जीषिन विमुच्या हरी इहमादयस्व ||
गवाशिरं मन्थिनमिन्द्र शुक्रं पिबा सोमं ररिमा ते मदाय |
बरह्मक्र्ता मारुतेना गणेन सजोषा रुद्रैस्त्र्पदाव्र्षस्व ||
ये ते शुष्मं ये तविषीमवर्धन्नर्चन्त इन्द्र मरुतस्तोजः |
माध्यन्दिने सवने वज्रहस्त पिबा रुद्रेभिः सगणः सुशिप्र ||
त इन नवस्य मधुमद विविप्र इन्द्रस्य शर्धो मरुतो य आसन |
येभिर्व्र्त्रस्येषितो विवेदामर्मणो मन्यमानस्य मर्म ||
मनुष्वदिन्द्र सवनं जुषाणः पिबा सोमं शश्वते वीर्याय |
स आ वव्र्त्स्व हर्यश्व यज्ञैः सरण्युभिरपो अर्णा सिसर्षि ||
तवमपो यद ध वर्त्रं जघन्वानत्यानिव परास्र्जः सर्तवाजौ |
शयानमिन्द्र चरत वधेन वव्रिवांसं परि देवीरदेवम ||
यजाम इन नमसा वर्द्धमिन्द्रं बर्हन्तं रष्वमजरं युवानम |
यस्य परिये ममतुर्यज्ञियस्य न रोदसी महिमानं ममाते ||
इन्द्रस्य कर्म सुक्र्ता पुरूणि वरतानि देवा न मिनन्ति विश्वे |
दाधार यः पर्थिवीं दयामुतेमां जजान सूर्यमुषसं सुदंसाः ||
अद्रोघ सत्यं तव तन महित्वं सद्यो यज्जातो अपिबो ह सोमम |
न दयाव इन्द्र तवसस्त ओजो नाहा न मासाः शरदो वरन्त ||
तवं सद्यो अपिबो जात इन्द्र मदाय सोमं परमे वयोमन |
यद ध दयावाप्र्थिवी आविवेषीरथाभवः पूर्व्यः कारुधायाः ||
अहन्नहिं परिशयानमर्ण ओजायमानं तुविजात तव्यान |
न ते महित्वमनु भूदध दयौर्यदन्यया सफिग्या कषामवस्थाः ||
यज्ञो हि त इन्द्र वर्धनो भूदुत परियः सुतसोमो मियेधः |
यज्ञेन यज्ञमव यज्ञियः सन यज्ञस्ते वज्रमहिहत्य आवत ||
यज्ञेनेन्द्रमवसा चक्रे अर्वागैनं सुम्नाय नव्यसे वव्र्त्याम |
य सतोमेभिर्वाव्र्धे पूर्व्येभिर्यो मध्यमेभिरुत नूतनेभिः ||
विवेष यन मा धिषणा जजान सतवै पुरा पार्यादिन्द्रमह्नः |
अंहसो यत्र पीपरद यथा नो नावेव यान्तमुभये हवन्ते ||
आपूर्णो अस्य कलशः सवाहा सेक्तेव कोशं सिसिचे पिबध्यै |
समु परिया आवव्र्त्रन मदाय परदक्षिणिदभि सोमासैन्द्रम ||
न तवा गभीरः पुरुहूत सिन्धुर्नाद्रयः परि षन्तो वरन्त |
इत्था सखिभ्य इषितो यदिन्द्रा दर्ळ्हं चिदरुजो गव्यमूर्वम ||
शुनं हुवेम … ||

indra somaṃ somapate pibemaṃ mādhyandinaṃ savanaṃ cāru yat te |
prapruthyā śipre maghavannṛjīṣin vimucyā harī ihamādayasva ||
ghavāśiraṃ manthinamindra śukraṃ pibā somaṃ rarimā te madāya |
brahmakṛtā mārutenā ghaṇena sajoṣā rudraistṛpadāvṛṣasva ||
ye te śuṣmaṃ ye taviṣīmavardhannarcanta indra marutastaojaḥ |
mādhyandine savane vajrahasta pibā rudrebhiḥ saghaṇaḥ suśipra ||
ta in nvasya madhumad vivipra indrasya śardho maruto ya āsan |
yebhirvṛtrasyeṣito vivedāmarmaṇo manyamānasya marma ||
manuṣvadindra savanaṃ juṣāṇaḥ pibā somaṃ śaśvate vīryāya |
sa ā vavṛtsva haryaśva yajñaiḥ saraṇyubhirapo arṇā sisarṣi ||
tvamapo yad dha vṛtraṃ jaghanvānatyāniva prāsṛjaḥ sartavājau |
śayānamindra carata vadhena vavrivāṃsaṃ pari devīradevam ||
yajāma in namasā vṛddhamindraṃ bṛhantaṃ ṛṣvamajaraṃ yuvānam |
yasya priye mamaturyajñiyasya na rodasī mahimānaṃ mamāte ||
indrasya karma sukṛtā purūṇi vratāni devā na minanti viśve |
dādhāra yaḥ pṛthivīṃ dyāmutemāṃ jajāna sūryamuṣasaṃ sudaṃsāḥ ||
adrogha satyaṃ tava tan mahitvaṃ sadyo yajjāto apibo ha somam |
na dyāva indra tavasasta ojo nāhā na māsāḥ śarado varanta ||
tvaṃ sadyo apibo jāta indra madāya somaṃ parame vyoman |
yad dha dyāvāpṛthivī āviveṣīrathābhavaḥ pūrvyaḥ kārudhāyāḥ ||
ahannahiṃ pariśayānamarṇa ojāyamānaṃ tuvijāta tavyān |
na te mahitvamanu bhūdadha dyauryadanyayā sphighyā kṣāmavasthāḥ ||
yajño hi ta indra vardhano bhūduta priyaḥ sutasomo miyedhaḥ |
yajñena yajñamava yajñiyaḥ san yajñaste vajramahihatya āvat ||
yajñenendramavasā cakre arvāghainaṃ sumnāya navyase vavṛtyām |
ya stomebhirvāvṛdhe pūrvyebhiryo madhyamebhiruta nūtanebhiḥ ||
viveṣa yan mā dhiṣaṇā jajāna stavai purā pāryādindramahnaḥ |
aṃhaso yatra pīparad yathā no nāveva yāntamubhaye havante ||
āpūrṇo asya kalaśaḥ svāhā sekteva kośaṃ sisice pibadhyai |
samu priyā āvavṛtran madāya pradakṣiṇidabhi somāsaindram ||
na tvā ghabhīraḥ puruhūta sindhurnādrayaḥ pari ṣanto varanta |
itthā sakhibhya iṣito yadindrā dṛḷhaṃ cidarujo ghavyamūrvam ||
śunaṃ huvema … ||