ঋগ্বেদ ০৩।০৭

৭ সুক্ত ।।

অনুবাদঃ
১। শ্বেত পৃষ্ঠবিশিষ্ট সকলের ধারক অগ্নির যে রশ্মি সকল প্রকর্ষরূপে উদ্গমন করে তারা পিতৃমাতৃভূত দ্যাবাপৃথিবীতে চতুর্দিকে প্রবিষ্ট হয়, সপ্ত নদীতেও প্রবিষ্ট হয়। চতুদিৃকে বর্তমান, পিতৃমাতৃভূত দ্যাবাপৃথিবী সম্যকরূপে প্রসূত হন এবং প্রকর্ষরূপে যজ্ঞ করবার জন্য অগ্নির দীর্ঘ আয়ু সম্পাদন করেন।
২। দ্যুলোকবাসী ধেনুই অভীষ্টবর্ষী অগ্নির অশ্ব! অগ্নি মধুর জল বাহিনী দ্যুতিমতি নদী সকলে অধিষ্ঠান করেন। তুমি ঋতের সদনে আবাস ইচ্ছা কর এবং জ্বারা প্রেরণ কর, একটি গো তোমাকে সেবা করছে।
৩। ধনের মধ্যে শ্রেষ্ঠ ধনের স্বামী, জ্ঞানবান, অধিপতি অগ্নি সুখে সংযমনীয় বড়বা আরোহণ করলেন। নীল পৃষ্ঠবিশিষ্ট ও চতুর্দিকে প্রসৃত অগ্নি তাদরে সতত গমন করবার জন্য ছেড়ে দিলেন।
৪। বলকারিণী, বহনশীলা নদীগণ অগ্নিকে ধারণ করে। তিনি মহান ত্বষ্টার পুত্র জরারহিত, ও লোক সকলকে ধারণ করতে অভিলাষী। (পুরুষ যেরূপ) একটি স্ত্রীর নিকট গমন করে সেরূপ তিনি জলের সমীপে দীপ্তাঙ্গ হয়ে দ্যাবাপৃথিবীতে প্রবেশ করেন।
৫। লোকে অভীষ্টবর্ষী হিংসা রহিত অগ্নির আশ্রয় জনিত সুখ জানে এবং মহৎ জঅগ্নির আজ্ঞায় রত হয়। যে সকল মনুষ্যের মহৎ স্তুতিরূপ বাক্য গণনীয় হয়, তারা দ্যুলোকের দীপ্তিকারী ও শোভন দীপ্তিবিশিষ্ট ও দেদীপ্যমান হন।
৬। মহান হতে ও মহত্তর পিতৃমাতৃস্থানীয় দ্যাবাপৃথিবীর অবগতির পর উচ্চৈ:স্বরে স্তুুতি জনিত সুখ অগ্নির নিকট নীত হয়। জলসেককারী অগ্নি রজনীর চতুর্দিকে ব্যাপ্ত স্বকীয় তেজ স্তোতার নিকটে বহন করেন।
৭। পাঁচজন অধ্বর্যুর সাথে সাতজন হোতা গমনশীল অগ্নির প্রিয় স্থান রক্ষা করছেন। সোমপানের জন্য পূর্বমুখে গমনকারী, জরারহিত সোমরসবর্ষী স্তোতাগণ হৃষ্ট হচ্ছেন। কারণ দেবগণ, দেবতুল্য স্তোতার যজ্ঞে গিয়েছিলেন।
৮। দৈব্য হোতাদ্বয়স্বরূপ মুখ্য অগ্নিদ্বয়কে আমি অলঙ্কৃত করছি। সাতজন হোতা সোমদ্বারা হৃষ্ট হচ্ছেন। স্তোত্রকারী, যজ্ঞরক্ষক, দীপ্তিযুক্ত হোতাগণ যজ্ঞে অগ্নিই সত্য এ কথা বলেন।
৯। হে দেদীপ্যমান ও দেবতাগণের আহ্বানকারী, অগ্নি! তুমি মহৎ, সকলকে অতিক্রম করে বর্তমান, নানাবিধ বর্ণবিশিষ্ট ও অভীষ্টবর্ষী। তোমার জন্য প্রভূত, অত্যন্ত বিস্তৃত ও সর্বত্র ব্যাপ্ত জ্বালা সকল বৃষের ন্যায় আচরণ করেছে। তুমি মাদয়িতা ও জ্ঞানী, তুমি পূজ্য দেবগণকে ও দ্যাবাপৃথিবীকে এ কর্মে আবাহন কর।
১০। হে সততগমনশীল অগ্নি! যে উষাকালে প্রকর্ষরূপে অন্নদ্বারা যাগ করতে আরম্ভ করা হয়, যে উষাকালে শোভন বাক্যবিশিষ্ট ও পক্ষী মানবগণের শব্দদ্বারা সুচিহ্নিত সে উষাকাল সকল তোমাদের জন্য ধনযুক্ত হয়ে প্রকাশিত হচ্ছে। হে অগ্নি! তুমি বিস্তীর্ণ মহিমাদ্বারা যজমানের কত পাপ নাশ কর।
১১। হে অগ্নি! তুমি স্তোতাকে বহুকমেৃর হেতুভূত ও ধেনুপ্রদাত্র ভূমি চিরকাল প্রদান কর। আমাদের বংশবিস্তারকারী এবং সন্তুতি জনয়িতা এক পুত্র হোক। হে অগ্নি! আমাদের প্রতি তোমার অনুগ্রহ হোক।

HYMN VII.

1. THE seven tones risen from the whitebacked viand have made their way between the pair of Mothers.
Both circumjacent Parents come together to yield us length of days they hasten forward.
2 The Male who dwells in heaven hath Mares and Milchkine: he came to Goddesses who bring sweet treasure.
To thee safe resting in the seat of Order the Cow alone upon her way proceedeth.
3 Wise Master, wealthy finder-out of riches, he mounted those who may with case be guided.
He, dark-backed, manifold with varied aspect, hath made them burst forth from their food the brush-wood.
4 Strength-giving streams bear hither him eternal, fain to support the mighty work. of Tvaṣṭar.
He, flashing in his home with all his members, hath entered both the worlds as they were single.
5 They know the red Bull’s blessing, and are joyful under the flaming-coloured Lord’s dominion:
They who give shine from heavenwith fair effulgence, whose lofty song like Iḷā must be honoured.
6 Yea, by tradition from the ancient sages they brought great strength from the two mighty Parents,
To where the singer’s Bull, the night’s dispeller, after his proper law hath waxen stronger.
7 Seven holy singers guard with five Adhvaryus the Bird’s beloved firmly-settled station.
The willing Bulls, untouched by old, rejoice them: as Gods themselves the ways of Gods they follow.
8 I crave the grace of heaven’s two chief Invokers: the seven swift steeds joy in their wonted manner.
These speak of truth, praising the Truth Eternal, thinking on Order as the guards of Order.
9 The many seek the great Steed as a stallion: the reins obey the Lord of varied colour.
O heavenly Priest, most pleasant, full of wisdom, bring the great Gods to us, and Earth and Heaven.
10 Rich Lord, the Mornings have gleamed forth in splendour, fair-rayed, fair-speaking, worshipped with all viands,
Yea, with the glory of the earth, O Agni. Forgive us, for our weal, e’en sin cornmitted.
11 As holy food, Agni, to thine invoker, give wealth in cattle, lasting, rich in marvels.
To us be born a son, and spreading offspring Agni, be this thy gracious will to usward.

Rig Veda Book 3 Hymn 7
पर य आरुः शितिप्र्ष्ठस्य धासेरा मातरा विविशुः सप्त वाणीः |
परिक्षिता पितरा सं चरेते पर सर्स्राते दीर्घमायुः परयक्षे ||
दिवक्षसो धेनवो वर्ष्णो अश्वा देवीरा तस्थौ मधुमद वहन्तीः |
रतस्य तवा सदसि कषेमयन्तं पर्येका चरति वर्तनिं गौः ||
आ सीमरोहत सुयमा भवन्तीः पतिश्चिकित्वान रयिविद रयीणाम |
पर नीलप्र्ष्ठो अतसस्य धासेस्ता अवासयत पुरुधप्रतीकः ||
महि तवाष्ट्रमूर्जयन्तीरजुर्यं सतभूयमानं वहतो वहन्ति |
वयङगेभिर्दिद्युतानः सधस्थ एकामिव रोदसी आ विवेश ||
जानन्ति वर्ष्णो अरुषस्य शेवमुत बरध्नस्य शासने रणन्ति |
दिवोरुचः सुरुचो रोचमाना इळा येषां गण्या माहिना गीः ||
उतो पित्र्भ्यां परविदानु घोषं महो महद्भ्यामनयन्त शूषम |
उक्षा ह यत्र परि धानमक्तोरनु सवं धाम जरितुर्ववक्ष ||
अध्वर्युभिः पञ्चभिः सप्त विप्राः परियं रक्षन्ते निहितं पदं वेः |
पराञ्चो मदन्त्युक्षणो अजुर्या देवा देवानामनु हि वरता गुः ||
दैव्या होतारा परथमा … ||
वर्षायन्ते महे अत्याय पूर्वीर्व्र्ष्णे चित्राय रश्मयः सुयामाः |
देव होतर्मन्द्रतरश्चिकित्वान महो देवान रोदसी एह वक्षि ||
पर्क्षप्रयजो दरविणः सुवाचः सुकेतव उषसो रेवदूषुः |
उतो चिदग्ने महिना पर्थिव्याः कर्तं चिदेनः सं महे दशस्य ||
इळामग्ने … ||

pra ya āruḥ śitipṛṣṭhasya dhāserā mātarā viviśuḥ sapta vāṇīḥ |
parikṣitā pitarā saṃ carete pra sarsrāte dīrghamāyuḥ prayakṣe ||
divakṣaso dhenavo vṛṣṇo aśvā devīrā tasthau madhumad vahantīḥ |
ṛtasya tvā sadasi kṣemayantaṃ paryekā carati vartaniṃ ghauḥ ||
ā sīmarohat suyamā bhavantīḥ patiścikitvān rayivid rayīṇām |
pra nīlapṛṣṭho atasasya dhāsestā avāsayat purudhapratīkaḥ ||
mahi tvāṣṭramūrjayantīrajuryaṃ stabhūyamānaṃ vahato vahanti |
vyaṅghebhirdidyutānaḥ sadhastha ekāmiva rodasī ā viveśa ||
jānanti vṛṣṇo aruṣasya śevamuta bradhnasya śāsane raṇanti |
divorucaḥ suruco rocamānā iḷā yeṣāṃ ghaṇyā māhinā ghīḥ ||
uto pitṛbhyāṃ pravidānu ghoṣaṃ maho mahadbhyāmanayanta śūṣam |
ukṣā ha yatra pari dhānamaktoranu svaṃ dhāma jariturvavakṣa ||
adhvaryubhiḥ pañcabhiḥ sapta viprāḥ priyaṃ rakṣante nihitaṃ padaṃ veḥ |
prāñco madantyukṣaṇo ajuryā devā devānāmanu hi vratā ghuḥ ||
daivyā hotārā prathamā … ||
vṛṣāyante mahe atyāya pūrvīrvṛṣṇe citrāya raśmayaḥ suyāmāḥ |
deva hotarmandrataraścikitvān maho devān rodasī eha vakṣi ||
pṛkṣaprayajo draviṇaḥ suvācaḥ suketava uṣaso revadūṣuḥ |
uto cidaghne mahinā pṛthivyāḥ kṛtaṃ cidenaḥ saṃ mahe daśasya ||
iḷāmaghne … ||