৬ সুক্ত ।।
অনুবাদঃ
১। হে যজ্ঞ কতৃাগণ! তোমরা দেবাভিলাষী, তোমরা মন্ত্রদ্বারা প্রেরিত হয়ে দেবাচৃনা সাধক স্রুক আন। আহবনীয় অগ্নির দক্ষিণদিকে যাকে বহন করা হচ্ছে, যাতে অন্ন আছে, যার অগ্রভাগ পূর্বদিকে রয়েছে, যা অগ্নির জন্য হব্য ধারণ করছে, সে ঘৃতযুক্ত স্রুক গমন করছে।
২। হে অগ্নি! তুমি জন্মানমাত্রেই দ্যাবাপৃথিবীকে পরিপূর্ণ কর। হে যাগযোগ্য! তুমি মহিমা দ্বারা অন্তরিক্ষ ও পৃথিবী হতে প্রকৃষ্টতর হও। তোমার অংশভূত সপ্ত জিহ্বা বিশিষ্ট বহ্নিসকল পূজিত হোক।
৩। হে অগ্নি! তুমি হোতা, যখন দেবাভিলাষী হব্যযুক্ত মনুষ্য লোক তোমার দীপ্ত তেজের স্তব করে, তখন অন্তরীক্ষ পৃথিবী ও যজ্ঞার্হ দেবগণ যজ্ঞ সম্পাদনের জন্য তোমার স্তব করেন।
৪। মহান ও যজমানদের প্রিয় অগ্নি দ্যাবাপৃথিবীর মধ্যে মহিমাযুক্ত স্বকীয় স্থানে অচলভাবে উপবিষ্টি আছেন। আক্রমণশালী, স্বপত্নীভূতা, জরারহিতা, অহিংসিতা ক্ষীরপ্রসবিনী দ্যাবাপৃথিবী অত্যন্ত গমনশীল অগ্নির ধেনু।
৫। হে অগ্নি! তুমি সর্বোৎকৃষ্ট, তোমার কর্ম মহৎ, তুমি ক্রতুদ্বারা দ্যাবাপৃথিবীকে বিস্তৃত করেছ, তুমি দূত। হে অভীষ্টবর্ষী অগ্নি! তুমি জন্মানমাত্রেই যজমানের নেতা হও।
৬। হে দ্যুতিমান অগ্নি! প্রশস্ত কেশবিশিষ্ট, রুজুযুক্ত, ঘৃতস্রাবী, রোহিত নামক অশ্বদ্বয়কে যজ্ঞের সম্মুখে যোজিত কর। অনন্তর তুমি সমস্ত দেবগণকে আনয়ন কর। হে সর্বভূতজ্ঞ! তুমি তাদের সুন্দর যজ্ঞযুক্ত কর।
৭। হে াগ্নি! তুমি বিশেষরূপে প্রকাশমান পুরাতন উষার পশ্চাতে শোভিত হও। স্তোতগণ স্তুতিযোগ্য হোতা অগ্নির স্তব করে।
৮। বিস্তীর্ণ অন্তরীক্ষে যে দেবগণ হৃষ্ট রয়েছেন, আকাশের দীপ্তিতে যে সকল দেবতা আছেন, উম নামক যে যজনীয় পিতৃগণ উত্তমরূপে আহুত হয়ে আগমন করেন, রথী অগ্নির যে সকল অশ্ব আছে।
৯। হে অগ্নি! তুমি এ সকল দেবগণের সাথে একরথে অতবা নানা রথে আরোহণ করে আমাদের অভিমুখে এস, যেহেতু তোমার অশ্বগণ সমর্থ। ৩৩ জন দেবতাকে (১) হে অগ্নি! তুমি এ সকল দেবগণের সাথে একরথে অথবা নানা রথে আরোহণ করে আমাদরে অভিমুখে এস, যেহেতু তোমার অশ্বগণ সমর্থ। ৩৩ জন দেবতাকে (১) পত্নীগণের সাথে অন্নের জন্য আন ও হৃষ্ট কর।
১০। বিস্তীর্ণা দ্যাবাপৃথিবী প্রত্যেক যজ্ঞে সমৃদ্ধির জন্য যে অগ্নির প্রশংসা করে, তিনিই দেবগণের হোতা। সুরুফা উদকবর্তী সত্যস্বরূপা দ্যাবাপৃথিবী যজ্ঞের ন্যায়, সত্য হতে জাত হোতা অগ্নির অনুকুল হয়ে থাকেন।
১১। হে অগ্নি! তুমি স্তোতাকে বহু কর্মের হেতুভূত ও ধেনু প্রদাত্রী ভূমি চিরকাল দান কর। আমাদের বংশ বিস্তারকারী এবং সন্তুতিজনয়িতা একটি পুত্র হোক। হে অগ্নি! আমাদরে প্রতি তোমার অনুগ্রহ হোক।
টীকাঃ
১। ৩৩ জন দেব সম্বন্ধে ১।৩৪।১১ ঋক এবং ১।৫৫।২ ঋক দেখুন।
HYMN VI. Agni.
1. URGED on by deep devotion, O ye singers, bring, pious ones, the God-approaching ladle.
Borne onward to the right it travels eastward, and, filled with oil, to Agni bears oblation.
2 Thou at thy birth didst fill both earth and heaven, yea, Most Adorable, thou didst exceed them.
Even through the heaven’s and through the earth’s expanses let thy swift seventongued flames roll on, O Agni.
3 Both Heaven and Earth and Gods who should be worshipped establish thee as Priest for every dwelling,
Whenever human families, God-devoted, bringing oblations; laud thy splendid lustre.
4 Firm in the Gods’ home is the Mighty seated, between vast Heaven and Earth the well-beloved-
Those Cows who yield, unharmed, their nectar, Spouses of the Far-Strider, everyoung, united.
5 Great are the deeds of thee, the Great, O Agni: thou by thy power hast spread out earth and heaven.
As soon as thou wast born thou wast an envoy, thou, Mighty One, was Leader of the people.
6 Bind to the pole with cords of holy Order the long-maned ruddy steeds who sprinkle fatness.
Bring hithier, O thou God, all Gods together: provide them noble worship, Jātavedas.
7 Even from the sky thy brilliant lights shone hither: still hast thou beamed through many a radiant morning,
That the Gods praised their joyous Herald’s labour eagerly burning, Agni, in the forests.
8 The Gods who take delight in air’s wide region, or those the dwellers in heaven’s realm of brightness,
Or those, the Holy, prompt to hear, our helpers, who, carborne, turn their horses hither, Agni—-
9 With these, borne on one ear, Agni, approach us, or borne on many, for thy steeds are able.
Bring, witb their Dames, the Gods, the Three and-Thirty, after thy Godlike nature, and be joyful.
10 He is the Priest at whose repeated worship even wide Heaven and Earth sing out for increase.
They fair and true and holy coming forward stand at his sacrifice who springs from Order.
11 As holy food, Agni, to thine invoker give wealth in cattle, lasting, rich in marvels.
To us be born a son and spreading offspring. Agni, be this thy gracious will to usward.
Rig Veda Book 3 Hymn 6
पर कारवो मनना वच्यमाना देवद्रीचीं नयत देवयन्तः |
दक्षिणावाड वाजिनी पराच्येति हविर्भरन्त्यग्नये घर्ताची ||
आ रोदसी अप्र्णा जायमान उत पर रिक्था अध नु परयज्यो |
दिवश्चिदग्ने महिना पर्थिव्या वच्यन्तां ते वह्नयः सप्तजिह्वाः ||
दयौश्च तवा पर्थिवी यज्ञियासो नि होतारं सादयन्ते दमाय |
यदी विशो मानुषीर्देवयन्तीः परयस्वतीरीळते शुक्रमर्चिः ||
महान सधस्थे धरुव आ निषत्तो.अन्तर्द्यावा माहिने हर्यमाणः |
आस्क्रे सपत्नी अजरे अम्र्क्ते सबर्दुघे उरुगायस्यधेनू ||
वरता ते अग्ने महतो महानि तव करत्वा रोदसी आ ततन्थ |
तवं दूतो अभवो जायमानस्त्वं नेता वर्षभ चर्षणीनाम ||
रतस्य वा केशिना योग्याभिर्घ्र्तस्नुवा रोहिता धुरि धिष्व |
अथा वह देवान देव विश्वान सवध्वरा कर्णुहि जातवेदः ||
दिवश्चिदा ते रुचयन्ते रोका उषो विभातीरनु भासि पूर्वीः |
अपो यदग्न उशधग वनेषु होतुर्मन्द्रस्य पनयन्त देवाः ||
उरौ वा ये अन्तरिक्षे मदन्ति दिवो वा ये रोचने सन्ति देवाः |
ऊमा वा ये सुहवासो यजत्रा आयेमिरे रथ्यो अग्ने अश्वाः ||
ऐभिरग्ने सरथं याह्यर्वां नानारथं वा विभवो हयश्वाः |
पत्नीवतस्त्रिंशतं तरींश्च देवाननुष्वधमा वह मादयस्व ||
स होता यस्य रोदसी चिदुर्वी यज्ञं-यज्ञमभि वर्धे गर्णीतः |
पराची अध्वरेव तस्थतुः सुमेके रतावरी रतजातस्य सत्ये ||
इळामग्ने … ||
pra kāravo mananā vacyamānā devadrīcīṃ nayata devayantaḥ |
dakṣiṇāvāḍ vājinī prācyeti havirbharantyaghnaye ghṛtācī ||
ā rodasī apṛṇā jāyamāna uta pra rikthā adha nu prayajyo |
divaścidaghne mahinā pṛthivyā vacyantāṃ te vahnayaḥ saptajihvāḥ ||
dyauśca tvā pṛthivī yajñiyāso ni hotāraṃ sādayante damāya |
yadī viśo mānuṣīrdevayantīḥ prayasvatīrīḷate śukramarciḥ ||
mahān sadhasthe dhruva ā niṣatto.antardyāvā māhine haryamāṇaḥ |
āskre sapatnī ajare amṛkte sabardughe urughāyasyadhenū ||
vratā te aghne mahato mahāni tava kratvā rodasī ā tatantha |
tvaṃ dūto abhavo jāyamānastvaṃ netā vṛṣabha carṣaṇīnām ||
ṛtasya vā keśinā yoghyābhirghṛtasnuvā rohitā dhuri dhiṣva |
athā vaha devān deva viśvān svadhvarā kṛṇuhi jātavedaḥ ||
divaścidā te rucayante rokā uṣo vibhātīranu bhāsi pūrvīḥ |
apo yadaghna uśadhagh vaneṣu hoturmandrasya panayanta devāḥ ||
urau vā ye antarikṣe madanti divo vā ye rocane santi devāḥ |
ūmā vā ye suhavāso yajatrā āyemire rathyo aghne aśvāḥ ||
aibhiraghne sarathaṃ yāhyarvāṃ nānārathaṃ vā vibhavo hyaśvāḥ |
patnīvatastriṃśataṃ trīṃśca devānanuṣvadhamā vaha mādayasva ||
sa hotā yasya rodasī cidurvī yajñaṃ-yajñamabhi vṛdhe ghṛṇītaḥ |
prācī adhvareva tasthatuḥ sumeke ṛtāvarī ṛtajātasya satye ||
iḷāmaghne … ||