ঋগ্বেদ ০১।১৯১

ঋগ্বেদ ০১।১৯১
ঋগ্বেদ সংহিতা ।। ১ম মণ্ডল সূক্ত ১৯১
জল, তৃণ ও সূর্য দেবতা। অগস্ত্য ঋষি।

১। অল্পবিষপ্রাণী, মহাবিষপ্রাণী, জলচর অল্পবিষপ্রাণী (১) দুই প্রকার দাহকরপ্রাণী, এবং অদৃশ্যরূপপ্রাণী, আমাকে বিষদ্বারা সম্পূর্ণরূপে লিপ্ত করিয়াছে।

২। যে ঔষধ আসিতেছে, তাহা অদৃশ্যরূপ বিষধর প্রাণীকে নাশ করে, ও প্রত্যাবর্তনকালে তাহাকে নাশ করে। বিনষ্ট হইবার সময় নাশ করে, এবং পিষ্ট হইবার সময় পেষণ করে।

৩। শর, কুশন, দর্ভ, সৈৰ্য্য, মুঞ্জ, বীরণ প্রভৃতি অদৃষ্টরূপে অবস্থিত বিষধরগণ সকলে মিলিত হইয়া আমাকে লিপ্ত করিতেছে।

৪। যখন ধেনুগণ গোষ্ঠে উপবেশন করিয়া আছে, যখন মৃগসকল নিজ নিজ স্থানে বিশ্রাম করিতেছে, যখন মনুষ্যের চৈতন্য অপগত হইয়াছে, তখন অদৃশ্যরূপ বিষধর আমাকে লিপ্ত করিয়াছে।

৫। তস্করের ন্যায় এ সকলকে রাত্রিকালে দেখা যায়। উহারা নিজে অদৃশ্য হইলেও সমস্ত জগৎ  দর্শন করে অতএব মনুষ্যগণ সাবধান হও।

৬। স্বর্গ পিতা, পৃথিবী মাতা, সোম ভ্রাতা, অদিতি ভগিনী। অদৃষত সর্বদর্শীগণ! তোমরা নিজ নিজ স্থানে অবস্থিতি কর, এবং যথাসুখে গমন কর।

৭। যাহারা স্কন্ধবিশিষ্ট, যাহারা অঙ্গবিশিষ্ট (২) যাহারা সূচিবিশিষ্ট (৩) যাহারা অত্যন্ত বিষযুক্ত, অদৃষ্টগণ! তোমাদিগের এখানে কি আছে? তোমরা সকলে মিলিয়া আমাদিগের নিকট হইতে চলিয়া যাও।

৮। পূর্বদিকে সূৰ্য্যদেব উদিত হইতেছেন। তিনি সমস্ত বিশ্ব দর্শন করেন এবং অদৃষ্টদিগকে বিনাশ করেন। তিনি সমস্ত অদৃষ্টদিগকে ও যাভুধানী (৪) দিগকে বিনাশ করেন।

৯। সূর্য্য প্রচুর পরিমাণে সমস্ত বিষ নাশ করত উদয় হইতেছেন। সৰ্ব্বদশী, অদৃশ্যদিগের বিনাশক, আদিত্য জীবলোকের মঙ্গলের জন্য উদিত হইতেছেন।

১০। শৌণ্ডিক গৃহে চর্মময় সুরাপাত্রের ন্যায়, আমি সূৰ্য্যমণ্ডলে বিষ নিক্ষেপ করিতেছি। পূজনীয় সূৰ্য্যদেব যেমন প্রাণত্যাগ করেন না, সেইরূপ আমরাও প্রাণত্যাগ করিব না। সূৰ্য্যদেব অশ্বদ্বারা চালিত হইয়া দূরস্থিত বিষকে অপনয়ন করেন। এ বিষ! মধুবিদ্যা তোমাকে অমৃতে পরিণত করে।

১১। ক্ষুদ্র শকুন্তিকা পক্ষী তোমার বিষ খাইয়া ফেলিয়াছিল, সে যেমন প্রাণত্যাগ করে না, আমরাও প্রাণত্যাগ করিব না। সূৰ্যদেব অশ্বদ্বারা চালিত হইয়া দূরস্থিত বিষকে অপনয়ন করেন। হে বিষ! মধুবিদ্যা তোমাকে অমৃতে পরিণত করে।

১২। একবিংশতি অগ্নিস্ফুলিঙ্গ (৫) বিষেয় পুষ্টি বিনাশ করুক। তাহারা কখন প্রাণত্যাগ করে না, তাহাদিগের ন্যায় আমরাও প্রাণত্যাগ করিব না। সূৰ্যদেব অশ্বদ্বারা চালিত হইয়া দূরস্থিত বিষকে অপনয়ন করেন। হে বিষ! মধুবিদ্যা তোমাকে অমৃতে পরিণত করে।

১৩। আমি সমস্ত বিষনাশক নবনবতি সংখ্যক নদীর নাম কীর্তন করি। সূৰ্য্যদেব অশ্বদ্বারা চালিত হইয়া দূরস্থিত বিষকে অপনয়ন করেন। হে বিষ! মধুবিদ্যা তোমাকে অমৃতে পরিণত করে।

১৪। রমণীগণ কুম্ভ করিয়া যেরূপ জল লইয়া যায়, হে দেহ! একবিংশতি সংখ্যক ময়ুরী ও সপ্তনরী সেইরূপ তোমার বিষ হরণ করুক।

১৫। হে দেহ! অতিক্ষুদ্র নকুল তোমার বিষ হরণ করুক; যদ্যপি না করে, আমি ঐ কুংসিত (জন্তুকে) লোষ্ট্রদ্বারা আঘাত করিব। বিষ আমার দেহ হইতে দূর হউক এবং দূরদেশে গমন করুক।

১৬। নকুল, যখন পৰ্বত হইতে আগমন করতঃ বলিল, বৃশ্চিকের বিষ রসশূন্য। হে বৃশ্চিক! তোমার বিষ রসশূন্য (৬)।

———–

(১) ……… মূলে এই তিন শব্দ আছে।

(২) মূলে “যে সং স্যাং যে অঙ্গাঃ আছে।” ইহা দ্বারা সর্পই বুঝাইতেছে।

(৩) বৃশ্চিজীবি।

(৪) সায়ণ “রাতুরানী” অর্থে লিখিয়াছেন “যাহা রাক্ষসী খা।” ৩৫ সূক্তের ১০ ঋকের টীকা দেখ।

(৫) অগ্নির সাতটি জিহ্বা আছে। প্রত্যেক জিহ্বা হইতে শ্বেত, লোহিত ও কৃষ্ণবর্ণ তিন প্রকার বিস্ফুলিঙ্গ বহির্গত হয়। এইরূপে, অগ্নির একবিংশতি অগ্নিস্ফুলিঙ্গ বলা হইয়াছে অথবা বিস্ফুলিঙ্গ নামে ২১ প্রকার পক্ষী। সায়ণ।

(৬) এই সূক্ত হইতে প্রকাশ হয় যে এক্ষণকার ন্যায় পূর্বকালেও ভারতবর্ষে সর্প বৃশ্চিকাদির অত্যাচার ছিল। শেষ সাতটি ঋকে ঋষি বিষ অপনয়নের জন্য সর্পশত্রু, সূর্য, শকম্ভ , অগ্নি, নদী, ময়ূর ও নকুলকে স্বরণ করিতেছেন। এইরূপ ওঝার মন্ত্র ঋগ্বেদে অল্পই দেখা যায়, অন্যবেদে এরূপ মন্ত্র বিস্তর আছে।

HYMN CXCI. Water. Grass. Sun.

1. VENOMOUS, slightly venomous, or venomous aquatic worm,—
Both creatures, stinging, unobserved, with poison have infected me.
2 Coming, it kills the unobserved; it kills them as it goes away,
It kills them as it drives them off, and bruising bruises them to death.
3 Sara grass, Darbha, Kuśara, and Sairya, Muñja, Vīraṇa,
Where all these creatures dwell unseen, with poison have infected me.
4 The cows had settled in their stalls, the beasts of prey had sought their lairs,
Extinguished were the lights of men, when things unseen infected me.
5 Or these, these reptiles, are observed, like lurking thieves at evening time.
Seers of all, themselves unseen: be therefore very vigilant.
6 Heaven is your Sire, your Mother Earth, Soma your Brother, Aditi
Your Sister: seeing all, unseen, keep still and dwell ye happily.
7 Biters of shoulder or of limb, with needle-stings, most venomous,
Unseen, whatever ye may be, vanish together and be gone.
8 Slayer of things unseen, the Sun, beheld of all, mounts, eastward, up,
Consuming all that are not seen, and evil spirits of the night.
9 There hath the Sun-God mounted up, who scorches much and everything.
Even the Āditya from the hills, all-seen, destroying things unseen.
10 I hang the poison in the Sun, a wine-skin in a vintner’s house,
He will not die, nor shall we die: his path is far: he whom Bay Horses bear hath turned thee to sweet meath.
11 This little bird, so very small, hath swallowed all thy poison up.
She will not die, nor shall we die: his path is far: he whom Bay Horses bear hath turned thee to sweet meath.
12 The three-times-seven bright sparks of fire have swallowed up the poison’s strength.
They will not die, nor shall we die: his path is far: he whom Bay Horses bear hath turned thee to sweet meath.
13 Of ninety rivers and of nine with power to stay the venom’s course,—
The names of all I have secured: his path is far: he whom Bay Horses bear hath turned thee to sweet meath.
14 So have the peahens three-times-seven, so have the maiden Sisters Seven
Carried thy venom far away, as girls bear water in their jars.
15 The poison-insect is so small; I crush the creature with a stone.
I turn the poison hence away, departed unto distant lands.
16 Forth issuing from the mountain’s side the poison-insect spake and said:
Scorpion, they venom is but weak.

Rig Veda Book 1 Hymn 191
कङकतो न कङकतो.अथो सतीनकङकतः |
दवाविति पलुषी इति नयद्र्ष्ट अलिप्सत ||
अद्र्ष्टान हन्त्यायत्यथो हन्ति परायती |
अथो अवघ्नती हन्त्यथो पिनष्टि पिंषती ||
शरासः कुशरासो दर्भासः सैर्या उत |
मौञ्जा अद्र्ष्टा वैरिणाः सर्वे साकं नयलिप्सत ||
नि गावो गोष्ठे असदन नि मर्गासो अविक्षत |
नि केतवो जनानां नयद्र्ष्टा अलिप्सत ||
एत उ तये परत्यद्र्श्रन परदोषं तस्करा इव |
अद्र्ष्टा विश्वद्र्ष्टाः परतिबुद्धा अभूतन ||
दयौर्वः पिता पर्थिवी माता सोमो भरातादितिः सवसा |
अद्र्ष्टा विश्वद्र्ष्टास्तिष्ठतेलयता सु कम ||
ये अंस्या ये अङगयाः सूचीका ये परकङकताः |
अद्र्ष्टाः किं चनेह वः सर्वे साकं नि जस्यत ||
उत पुरस्तात सूर्य एति विश्वद्र्ष्टो अद्र्ष्टहा |
अद्र्ष्टान सर्वाञ जम्भयन सर्वाश्च यातुधान्यः ||
उदपप्तदसौ सूर्यः पुरु विश्वानि जूर्वन |
आदित्यः पर्वतेभ्यो विश्वद्र्ष्टो अद्र्ष्टहा ||
सूर्ये विषमा सजामि दर्तिं सुरावतो गर्हे |
सो चिन नु नमराति नो वयं मरामारे अस्य योजनं हरिष्ठा मधु तवामधुला चकार ||
इयत्तिका शकुन्तिका सका जघास ते विषम |
सो चिन नु … ||
तरिः सप्त विष्पुलिङगका विषस्य पुष्यमक्षन |
ताश्चिन्नु न मरन्ति नो वयं म… ||
नवानां नवतीनां विषस्य रोपुषीणाम |
सर्वासामग्रभं नामारे अस्य यो… ||
तरिः सप्त मयूर्यः सप्त सवसारो अग्रुवः |
तास्ते विषं वि जभ्रिर उदकं कुम्भिनीरिव ||
इयत्तकः कुषुम्भकस्तकं भिनद्म्यश्मना |
ततो विषं पर वाव्र्ते पराचीरनु संवतः ||
कुषुम्भकस्तदब्रवीद गिरेः परवर्तमानकः |
वर्श्चिकस्यारसं विषमरसं वर्श्चिक ते विषम ||

kaṅkato na kaṅkato.atho satīnakaṅkataḥ |
dvāviti pluṣī iti nyadṛṣṭa alipsata ||
adṛṣṭān hantyāyatyatho hanti parāyatī |
atho avaghnatī hantyatho pinaṣṭi piṃṣatī ||
śarāsaḥ kuśarāso darbhāsaḥ sairyā uta |
mauñjā adṛṣṭā vairiṇāḥ sarve sākaṃ nyalipsata ||
ni ghāvo ghoṣṭhe asadan ni mṛghāso avikṣata |
ni ketavo janānāṃ nyadṛṣṭā alipsata ||
eta u tye pratyadṛśran pradoṣaṃ taskarā iva |
adṛṣṭā viśvadṛṣṭāḥ pratibuddhā abhūtana ||
dyaurvaḥ pitā pṛthivī mātā somo bhrātāditiḥ svasā |
adṛṣṭā viśvadṛṣṭāstiṣṭhatelayatā su kam ||
ye aṃsyā ye aṅghyāḥ sūcīkā ye prakaṅkatāḥ |
adṛṣṭāḥ kiṃ caneha vaḥ sarve sākaṃ ni jasyata ||
ut purastāt sūrya eti viśvadṛṣṭo adṛṣṭahā |
adṛṣṭān sarvāñ jambhayan sarvāśca yātudhānyaḥ ||
udapaptadasau sūryaḥ puru viśvāni jūrvan |
ādityaḥ parvatebhyo viśvadṛṣṭo adṛṣṭahā ||
sūrye viṣamā sajāmi dṛtiṃ surāvato ghṛhe |
so cin nu namarāti no vayaṃ marāmāre asya yojanaṃ hariṣṭhā madhu tvāmadhulā cakāra ||
iyattikā śakuntikā sakā jaghāsa te viṣam |
so cin nu … ||
triḥ sapta viṣpuliṅghakā viṣasya puṣyamakṣan |
tāścinnu na maranti no vayaṃ ma… ||
navānāṃ navatīnāṃ viṣasya ropuṣīṇām |
sarvāsāmaghrabhaṃ nāmāre asya yo… ||
triḥ sapta mayūryaḥ sapta svasāro aghruvaḥ |
tāste viṣaṃ vi jabhrira udakaṃ kumbhinīriva ||
iyattakaḥ kuṣumbhakastakaṃ bhinadmyaśmanā |
tato viṣaṃ pra vāvṛte parācīranu saṃvataḥ ||
kuṣumbhakastadabravīd ghireḥ pravartamānakaḥ |
vṛścikasyārasaṃ viṣamarasaṃ vṛścika te viṣam ||